০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীনগরে পর্যটন টানতে চালু হল ‘হট এয়ার বেলুন’

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৪ এপ্রিল ২০২২, সোমবার
  • / 11

পুবের কলম, ওয়েবডেস্ক: কাশ্মীরের আকর্ষণ পর্যটকদের কাছে দুর্নিবার। প্রাকৃতিক সৌন্দর্য্যের কারণেই কাশ্মীর উপত্যকা ভূস্বর্গ নামে জনমানসে স্থান করে নিয়েছে। উপত্যকায় সন্ত্রাসবাদী হামলা, করোনার দাপট একাধিক কারণে পর্যটকদের কিছু ভাটা পড়লেও এই অপার প্রাকৃতিক দৃশ্যের মনোরম পরিবেশ পর্যটকদের মনে ছিল, আছে আর থাকবে। শ্রীনগরের ডাল লেকের আকর্ষণ তো আছেই, সেই সঙ্গে এবার পর্যটক টানতে শুরু হল হট এয়ার বেলুন।

শ্রীনগরে পর্যটন টানতে চালু হল ‘হট এয়ার বেলুন’

এপ্রিলের শুরুতেই যারা কাশ্মীরে যাওয়ার প্ল্যান তৈরি করেছেন তাদের জন্য তারা এই হট এয়ার বেলুনের মজা উপভোগ করতে পারবেন। শ্রীনগরের জাবারওয়ান পার্কে চালু করা হয়েছে হট এয়ার বেলুন পরিষেবা।

এতদিন বিদেশের বিভিন্ন এলাকায় বিশালাকৃতি রঙিন হট এয়ার বেলুন উড়ে বেড়াতে দেখেছে মানুষ। পর্যটকদের আকর্ষণ বাড়াতে ও বিনোদনের জন্য শ্রীনগরে চালু করা দহল হট এয়ার বেলুন পরিষেবা। বেলুন থেকেই দেখে নেওয়া যাবে লেকের মনোরম সৌন্দর্য। পাশে দেখা যাবে হিমালয় পর্বতশ্রেণি। গোটাটাই পর্যটকদের আনন্দ দেবে বলে মনে করছে ব্যবসারীরা। সেই সঙ্গে আসবে মুনাফা।

কাশ্মীর ট্যুরিজম ডিরেক্টর জি এন ইটু জানিয়েছেন, বিগত পাঁচ বছর আগে এই হট বেলুনের পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে এই বারে বাস্তবের রূপ পেতে চলেছে। আমাদের আশা পর্যটকরা মনোরঞ্জন করতে সক্ষম হবে আমাদের এই পরিষেবা। ভ্রমণের সময়ে একটি বেলুনে চার জন বসতে পারবে।

শ্রীনগরে পর্যটন টানতে চালু হল ‘হট এয়ার বেলুন’

জি এন ইটু বিগত ১০ বছরের মধ্যে এই প্রথম মার্চেই পর্যটকের রেকর্ড ভিড় হয়েছিল। গত ২৮ মার্চ একদিনে ১৫ হাজার যাত্রী শ্রীনগর বিমান বন্দরে আসে। যা রেকর্ড গড়েছে। ১০ দিনে প্রায় দু লক্ষ পর্যটক খালি শ্রীনগরের বিখ্যাত টিউলিপ গার্ডেন দেখেন। আপাতত এই হট এয়ার বেলুনে ট্রায়াল সার্ভিস চলেছে। তবে এই পরিষেবা যদি পর্যটকদের পছন্দ হয়, তাহলে এক জায়গা থেকে অপর জায়গা যাওয়ার জন্য এই হট এয়ার বেলুনের পরিষেবা খুব ভালোভাবে চালু হবে। সেই সঙ্গে জনপ্রিয় পর্যটনপ্রিয় শহরগুলিতে প্যারাগ্লাইডিং শুরু করার বিষয়ে পরিকল্পনা নেওয়া হয়েছে।

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শ্রীনগরে পর্যটন টানতে চালু হল ‘হট এয়ার বেলুন’

আপডেট : ৪ এপ্রিল ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: কাশ্মীরের আকর্ষণ পর্যটকদের কাছে দুর্নিবার। প্রাকৃতিক সৌন্দর্য্যের কারণেই কাশ্মীর উপত্যকা ভূস্বর্গ নামে জনমানসে স্থান করে নিয়েছে। উপত্যকায় সন্ত্রাসবাদী হামলা, করোনার দাপট একাধিক কারণে পর্যটকদের কিছু ভাটা পড়লেও এই অপার প্রাকৃতিক দৃশ্যের মনোরম পরিবেশ পর্যটকদের মনে ছিল, আছে আর থাকবে। শ্রীনগরের ডাল লেকের আকর্ষণ তো আছেই, সেই সঙ্গে এবার পর্যটক টানতে শুরু হল হট এয়ার বেলুন।

শ্রীনগরে পর্যটন টানতে চালু হল ‘হট এয়ার বেলুন’

এপ্রিলের শুরুতেই যারা কাশ্মীরে যাওয়ার প্ল্যান তৈরি করেছেন তাদের জন্য তারা এই হট এয়ার বেলুনের মজা উপভোগ করতে পারবেন। শ্রীনগরের জাবারওয়ান পার্কে চালু করা হয়েছে হট এয়ার বেলুন পরিষেবা।

এতদিন বিদেশের বিভিন্ন এলাকায় বিশালাকৃতি রঙিন হট এয়ার বেলুন উড়ে বেড়াতে দেখেছে মানুষ। পর্যটকদের আকর্ষণ বাড়াতে ও বিনোদনের জন্য শ্রীনগরে চালু করা দহল হট এয়ার বেলুন পরিষেবা। বেলুন থেকেই দেখে নেওয়া যাবে লেকের মনোরম সৌন্দর্য। পাশে দেখা যাবে হিমালয় পর্বতশ্রেণি। গোটাটাই পর্যটকদের আনন্দ দেবে বলে মনে করছে ব্যবসারীরা। সেই সঙ্গে আসবে মুনাফা।

কাশ্মীর ট্যুরিজম ডিরেক্টর জি এন ইটু জানিয়েছেন, বিগত পাঁচ বছর আগে এই হট বেলুনের পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে এই বারে বাস্তবের রূপ পেতে চলেছে। আমাদের আশা পর্যটকরা মনোরঞ্জন করতে সক্ষম হবে আমাদের এই পরিষেবা। ভ্রমণের সময়ে একটি বেলুনে চার জন বসতে পারবে।

শ্রীনগরে পর্যটন টানতে চালু হল ‘হট এয়ার বেলুন’

জি এন ইটু বিগত ১০ বছরের মধ্যে এই প্রথম মার্চেই পর্যটকের রেকর্ড ভিড় হয়েছিল। গত ২৮ মার্চ একদিনে ১৫ হাজার যাত্রী শ্রীনগর বিমান বন্দরে আসে। যা রেকর্ড গড়েছে। ১০ দিনে প্রায় দু লক্ষ পর্যটক খালি শ্রীনগরের বিখ্যাত টিউলিপ গার্ডেন দেখেন। আপাতত এই হট এয়ার বেলুনে ট্রায়াল সার্ভিস চলেছে। তবে এই পরিষেবা যদি পর্যটকদের পছন্দ হয়, তাহলে এক জায়গা থেকে অপর জায়গা যাওয়ার জন্য এই হট এয়ার বেলুনের পরিষেবা খুব ভালোভাবে চালু হবে। সেই সঙ্গে জনপ্রিয় পর্যটনপ্রিয় শহরগুলিতে প্যারাগ্লাইডিং শুরু করার বিষয়ে পরিকল্পনা নেওয়া হয়েছে।