Howrah: বৃদ্ধের রহস্য মৃত্যু

- আপডেট : ২৪ অগাস্ট ২০২৫, রবিবার
- / 134
পুবের কলম ওয়েবডেস্ক : বৃদ্ধের রহস্য-মৃত্যুর ঘটনা হাওড়ার (Howrah) গোলাবাড়িতে। সালকিয়ার অরবিন্দ রোডের ইন্দিরা ভবনে ওই ঘটনা ঘটে। ফ্ল্যাটের মধ্যে থেকে উদ্ধার হয় দেহ। হাতের সোনার চারটি মূল্যবান আংটি ও মোবাইল ফোন এখনো পাওয়া যায়নি। সিসিটিভিতে এক ব্যক্তিকে ফ্ল্যাটে ঢুকতে ও বেরতে দেখা যায়। পরিবারের লোকজন মনে করছেন এটি খুনের ঘটনা।
তদন্তে নেমেছে হাওড়ার (Howrah) গোলাবাড়ি থানার পুলিশ। জানা গেছে, ইন্দিরা ভবনের তিনতলায় নিজের ফ্ল্যাটে মাঝেমধ্যেই একা রাতে থাকতেন অসীম দে। সেই ফ্ল্যাট থেকেই তাঁর নিথর দেহ উদ্ধার হয় একদিন আগে। বাড়ির লোকেরা তাঁর ফোন সুইচ অফ পেয়ে ওই বহুতলের অন্য এক বাসিন্দাকে খোঁজ নিতে বলেন। বাসিন্দা শিবকুমার শর্মা বলেন, গতকাল সকাল দশটা নাগাদ অসীম বাবুর ফ্ল্যাটে গিয়ে দেখা যায় দরজা ভেজানো রয়েছে। ঘরে তিনি পড়ে রয়েছেন। পরে জানা যায় তাঁর মৃত্যু হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পরিবারের লোকজন ও গোলাবাড়ি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। পরিবারের লোকজন মনে করছেন এটা খুনের ঘটনা। কারণ মূল্যবান সোনার চারটি আংটি ও মোবাইল পাওয়া যায়নি। সিসিটিভিতে যে ব্যক্তিকে দেখা গেছে তিনিও অচেনা। তিনি ফ্ল্যাটের ভিতরে প্রায় দুঘন্টা ছিলেন। সঠিক তদন্তের দাবি করেছে পরিবার।
পুলিশ সূত্রে জানা গেছে ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে। সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া ব্যক্তির সন্ধান করা হচ্ছে। এদিকে এই রহস্য-মৃত্যুর ঘটনায় রবিবার সকালে তদন্তে আসে ফরেন্সিক দল। তাঁরা ফ্লাটের তালা খুলে কিছু নমুনা সংগ্রহ করে নিয়ে যান। তবে বৃদ্ধের একমাত্র মেয়ে সুনীতি দত্ত জানায় তাঁর বাবাকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। যদিও পুলিশ জানায় ময়না তদন্তের রিপোর্ট হাতে না পেলে কিছু বলা যাবে না।