উচ্চমাধ্যমিক পরীক্ষা: যানজট নিয়ন্ত্রণে নির্দেশিকা জারি জয়নগর ও বকুলতলা পুলিশের

- আপডেট : ২ মার্চ ২০২৫, রবিবার
- / 113
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : সোমবার থেকে রাজ্যে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। আর এই পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার্থী যাতে কোনভাবেই অসুবিধার মধ্যে পড়তে না হয় সেদিকে বিশেষ নজর দিলো প্রশাসন।সেই হিসাবে জয়নগর সাব ট্রাফিক, জয়নগর থানা ও বকুলতলা থানার পক্ষ থেকে জয়নগর ও বকুলতলা থানা এলাকার জন্য কয়েকটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।আর এই নির্দেশ গুলো যাতে যতাযত ভাবে পালন করা হয় তার অনুরোধ রাখা হয়েছে।জয়নগর থানার আইসি পার্থ সারথি পাল, বকুলতলা থানার ওসি প্রদীপ রায় ও জয়নগর সাব ট্রাফিক ওসির তরফে জারি করা এই নির্দেশিকা জনসাধারণ ও দোকানদার ও গাড়ি চালকদের মধ্যে বিতরণ করছে জয়নগর সাব ট্রাফিক পুলিশ কর্মীরা -সহ দুটি থানার পুলিশ কর্মীরা।এই নির্দেশিকায় বলা হয়েছে ৩ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত সমস্ত ট্রাক ও মালবাহি কোনো গাড়ি সকাল ৭টা থেকে বেলা সাড়ে ১০টা এবং দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত জয়নগর ও বকুলতলা থানা এলাকায় প্রবেশ করতে পারবে না।এছাড়া সমস্ত ইঞ্জিন ভ্যান, পিকআপ ভ্যান, ইটের গাড়ি, বালির গাড়ি, কাঠের গাড়ি থানা এলাকায় ঢুকতে পারবে না। তাছাড়া এই সময়ে অটো, টোটো, ম্যাজিক ও ট্রেকার কোনোভাবে রাস্তার ওপর অযতা দাঁড় করিয়ে রাখতে পারবে না।আর পরীক্ষা চলাকালীন যানজট নিয়ন্ত্রনে কঠোরভাবে পালন করতে বদ্ধ পরিকর প্রশাসন।