০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

প্রসাদ খেয়ে অসুস্থ, গাছের সঙ্গে স্যালাইন বেঁধে রাস্তায় চিকিৎসা মহারাষ্ট্রে

সামিমা এহসানা
  • আপডেট : ২১ ফেব্রুয়ারী ২০২৪, বুধবার
  • / 12

পুবের কলম ওয়েব ডেস্ক: আরও এক ডবল ইঞ্জিন রাজ্যে চিকিৎসার নজির দেখে চমকে উঠল দেশ। গাছের সঙ্গে বাঁধা হয়েছে দড়ি। তাতে ঝুলছে স্যালাইন। রাস্তায় শুয়ে মুমুর্ষ রোগীরা। চলছে চিকিৎসা।

এই নারকীয় চিকিৎসা প্রহসনের সাক্ষী থাকল মহারাষ্ট্র। মহারাষ্ট্রের বুলধানা জেলায় একটি ধর্মীয় উৎসবের সাক্ষী থাকতে সোমথানা ও খাপারখেড় গ্রামের মানুষ একত্রিত হয়েছিল একটি মন্দিরে। সেখানে প্রসাদ খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন প্রায় ৩০০ জন। আর এদের বেশিরভাগই মহিলা ও শিশু। এরপর তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে বেডের অভাব, তাই রাস্তায় শুইয়ে রেখে চিকিৎসা চলে অসুস্থদের। রাস্তার গাছের সঙ্গে দড়ি বেঁধে সেই দড়িতে স্যালাইনের বোতল বেঁধে চিকিৎসা চালানো হয়। ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়তে আরও এক ডবল ইঞ্জিন রাজ্যের চিকিৎসা পরিষেবার হাল সামনে এল মনে করছে ওয়াকিফহাল মহল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রসাদ খেয়ে অসুস্থ, গাছের সঙ্গে স্যালাইন বেঁধে রাস্তায় চিকিৎসা মহারাষ্ট্রে

আপডেট : ২১ ফেব্রুয়ারী ২০২৪, বুধবার

পুবের কলম ওয়েব ডেস্ক: আরও এক ডবল ইঞ্জিন রাজ্যে চিকিৎসার নজির দেখে চমকে উঠল দেশ। গাছের সঙ্গে বাঁধা হয়েছে দড়ি। তাতে ঝুলছে স্যালাইন। রাস্তায় শুয়ে মুমুর্ষ রোগীরা। চলছে চিকিৎসা।

এই নারকীয় চিকিৎসা প্রহসনের সাক্ষী থাকল মহারাষ্ট্র। মহারাষ্ট্রের বুলধানা জেলায় একটি ধর্মীয় উৎসবের সাক্ষী থাকতে সোমথানা ও খাপারখেড় গ্রামের মানুষ একত্রিত হয়েছিল একটি মন্দিরে। সেখানে প্রসাদ খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন প্রায় ৩০০ জন। আর এদের বেশিরভাগই মহিলা ও শিশু। এরপর তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে বেডের অভাব, তাই রাস্তায় শুইয়ে রেখে চিকিৎসা চলে অসুস্থদের। রাস্তার গাছের সঙ্গে দড়ি বেঁধে সেই দড়িতে স্যালাইনের বোতল বেঁধে চিকিৎসা চালানো হয়। ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়তে আরও এক ডবল ইঞ্জিন রাজ্যের চিকিৎসা পরিষেবার হাল সামনে এল মনে করছে ওয়াকিফহাল মহল।