২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রয়োজনে একটা চলোর ডাক দেবে সিপিআই!

ইমামা খাতুন
  • আপডেট : ১ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 40

পুবের কলম প্রতিবেদক: রাজ্যের মসনদ থেকে বামফ্রন্টের বিদায়ের পর ক্ষয়িষ্ণু হয়েছে সিপিএম।শশুধু তাই নয়, শরিকদলগুলির অবস্থাও খারাপ। সাম্প্রতিক কয়েককটি পুরসভার ভোটে কিছুটা হলেও হাওয়া পেয়েছে সিপিএম। তবে বামেদের অন্য শরিকদলগুলির অবস্থা আরও খারাপ হয়েছে। রাজ্যের শাসকদলের একাধিক দুর্নীতি, চুরি, সন্ত্রাসের ঘটনা তুলে ধরে মাঠে নামলেও বামেদের দিকে ঝুঁকছে না আমজনতা। কোন পথে মিলতে পারে আগামীর শক্তি? খুঁজতে বৈঠক শুরু করেছে সিপিআই।

সূত্রের খবর, এই সম্মেলন থেকেই সিপিআই সিদ্ধান্ত নেবে আগামীতে নিজেদের উদ্যোগে প্রত্যেকটি পঞ্চায়েত, ব্লক ও জেলাস্তর থেকে রাজ্যস্তরে নানা রকম কর্মসূচির। বামফ্রন্টের অন্যান্য বামপন্থী দলগুলি কী করল সেটাকে গুরুত্ব না দিয়েই ওই কর্মসূচি নেওয়া হতে পারে বলে খবর। অনেকেই মনে করছে বামফ্রন্টের উপর ভরসা না করেই নিজেদের উদ্যোগেই আমজনতাকে বামমুখী করতে উদ্যোগী হতে চেষ্টা করবে সিপিআই। সলের কর্মী সদস্যদের সেই বার্তা দেওয়া হবে।

আরও পড়ুন: রাহুল ওয়েনাড থেকে প্রার্থী হোক চাইছে না বাম দলগুলি

ভোট মরশুমী শক্তি হিসেবে কাজ করে না করে সব সময় মানুষের সমস্যা নিয়ে মাঠে থাকবে সিপিআই। দীর্ঘদিন ক্ষমতায় থাকা ও বর্তমান শাসকদলের নানান দুর্নীতির পরও সেভাবে জনমানসে গুরুত্ব পাচ্ছে না বামেরা। তাই সেই গুরুত্ব ফেরাতে যেকোনও পরিস্থিতিতে পথে নামার সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে সিপিআইয়ের তরফে।সূত্রের খবর, শুধু পথে নামা নয় সেই পরিস্থিতি এবং বিষয়কে রাজনৈতিক সংগঠনিক রূপ দিতে সিপিআইয়ের সমস্ত জনসংগঠনগুলোকে মরিয়া হয়ে কাজ করতে হবে বলেও সিদ্ধান্ত গৃহীত হবে।

আরও পড়ুন: ব্রেকিং:‘প্রয়োজনে পুননির্বাচনের ব্যবস্থা করা হবে’ মন্তব্য রাজীব সিনহার  

আরও পড়ুন: স্মার্টফোন ব্যবহারকারীরা সাবধান, চোখ রাঙাচ্ছে নতুন অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার  ‘ডাম’  

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রয়োজনে একটা চলোর ডাক দেবে সিপিআই!

আপডেট : ১ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক: রাজ্যের মসনদ থেকে বামফ্রন্টের বিদায়ের পর ক্ষয়িষ্ণু হয়েছে সিপিএম।শশুধু তাই নয়, শরিকদলগুলির অবস্থাও খারাপ। সাম্প্রতিক কয়েককটি পুরসভার ভোটে কিছুটা হলেও হাওয়া পেয়েছে সিপিএম। তবে বামেদের অন্য শরিকদলগুলির অবস্থা আরও খারাপ হয়েছে। রাজ্যের শাসকদলের একাধিক দুর্নীতি, চুরি, সন্ত্রাসের ঘটনা তুলে ধরে মাঠে নামলেও বামেদের দিকে ঝুঁকছে না আমজনতা। কোন পথে মিলতে পারে আগামীর শক্তি? খুঁজতে বৈঠক শুরু করেছে সিপিআই।

সূত্রের খবর, এই সম্মেলন থেকেই সিপিআই সিদ্ধান্ত নেবে আগামীতে নিজেদের উদ্যোগে প্রত্যেকটি পঞ্চায়েত, ব্লক ও জেলাস্তর থেকে রাজ্যস্তরে নানা রকম কর্মসূচির। বামফ্রন্টের অন্যান্য বামপন্থী দলগুলি কী করল সেটাকে গুরুত্ব না দিয়েই ওই কর্মসূচি নেওয়া হতে পারে বলে খবর। অনেকেই মনে করছে বামফ্রন্টের উপর ভরসা না করেই নিজেদের উদ্যোগেই আমজনতাকে বামমুখী করতে উদ্যোগী হতে চেষ্টা করবে সিপিআই। সলের কর্মী সদস্যদের সেই বার্তা দেওয়া হবে।

আরও পড়ুন: রাহুল ওয়েনাড থেকে প্রার্থী হোক চাইছে না বাম দলগুলি

ভোট মরশুমী শক্তি হিসেবে কাজ করে না করে সব সময় মানুষের সমস্যা নিয়ে মাঠে থাকবে সিপিআই। দীর্ঘদিন ক্ষমতায় থাকা ও বর্তমান শাসকদলের নানান দুর্নীতির পরও সেভাবে জনমানসে গুরুত্ব পাচ্ছে না বামেরা। তাই সেই গুরুত্ব ফেরাতে যেকোনও পরিস্থিতিতে পথে নামার সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে সিপিআইয়ের তরফে।সূত্রের খবর, শুধু পথে নামা নয় সেই পরিস্থিতি এবং বিষয়কে রাজনৈতিক সংগঠনিক রূপ দিতে সিপিআইয়ের সমস্ত জনসংগঠনগুলোকে মরিয়া হয়ে কাজ করতে হবে বলেও সিদ্ধান্ত গৃহীত হবে।

আরও পড়ুন: ব্রেকিং:‘প্রয়োজনে পুননির্বাচনের ব্যবস্থা করা হবে’ মন্তব্য রাজীব সিনহার  

আরও পড়ুন: স্মার্টফোন ব্যবহারকারীরা সাবধান, চোখ রাঙাচ্ছে নতুন অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার  ‘ডাম’