২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিধায়ক ইদ্রিশ আলির খবর নিতে হাসপাতালে ইমরান ও ওয়ায়েজুল

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২০ মার্চ ২০২২, রবিবার
  • / 68

পুবের কলম প্রতিবেদক: বিধায়ক ইদ্রিশ আলি বিধানসভায় অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে তাঁকে চিকিৎসার জন্য এসএসকেএম (পিজি) হাসপাতালের উডবার্ন ব্লকে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

অসুস্থ জানাব ইদ্রিশ আলিকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন পুবের কলম পত্রিকার সম্পাদক এবং সাবেক সাংসদ আহমদ হাসান ইমরান ও বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি ওয়ায়েজুল হক। তাঁরা ভগবানগোলার বিধায়ক ও প্রাক্তন সাংসদ ইদ্রিশ আলির স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর সত্বর রোগ মুক্তির জন্য শাফাদানকারী আল্লাহর কাছে দোয়া করেন।

আরও পড়ুন: কাঁথিতে প্রসাদ খেয়ে অসুস্থ বহু গ্রামবাসী!

ইমরান বলেন, ইদ্রিশ আলি বাম আমলে সংখ্যালঘুদের বিভিন্ন সমস্যা ও নির্যাতনের বিরুদ্ধে যে কাজ করেছেন মানুষ তা মনে রেখেছে।

আরও পড়ুন: দেশের ধনী বিধায়ক BJP-র পরাগ শাহ

আরও পড়ুন: ফ্লুর প্রাদুর্ভাব: উদ্বেগজনক হারে বাড়ছে রোগী, সরকারকে সতর্ক করল বিশেষজ্ঞরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিধায়ক ইদ্রিশ আলির খবর নিতে হাসপাতালে ইমরান ও ওয়ায়েজুল

আপডেট : ২০ মার্চ ২০২২, রবিবার

পুবের কলম প্রতিবেদক: বিধায়ক ইদ্রিশ আলি বিধানসভায় অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে তাঁকে চিকিৎসার জন্য এসএসকেএম (পিজি) হাসপাতালের উডবার্ন ব্লকে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

অসুস্থ জানাব ইদ্রিশ আলিকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন পুবের কলম পত্রিকার সম্পাদক এবং সাবেক সাংসদ আহমদ হাসান ইমরান ও বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি ওয়ায়েজুল হক। তাঁরা ভগবানগোলার বিধায়ক ও প্রাক্তন সাংসদ ইদ্রিশ আলির স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর সত্বর রোগ মুক্তির জন্য শাফাদানকারী আল্লাহর কাছে দোয়া করেন।

আরও পড়ুন: কাঁথিতে প্রসাদ খেয়ে অসুস্থ বহু গ্রামবাসী!

ইমরান বলেন, ইদ্রিশ আলি বাম আমলে সংখ্যালঘুদের বিভিন্ন সমস্যা ও নির্যাতনের বিরুদ্ধে যে কাজ করেছেন মানুষ তা মনে রেখেছে।

আরও পড়ুন: দেশের ধনী বিধায়ক BJP-র পরাগ শাহ

আরও পড়ুন: ফ্লুর প্রাদুর্ভাব: উদ্বেগজনক হারে বাড়ছে রোগী, সরকারকে সতর্ক করল বিশেষজ্ঞরা