১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফের ভারতের ভূয়সী প্রশংসা করলেন ইমরান

 পুবের কলম ওয়েব ডেস্কঃ  ফের একবার ভারতের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ও পিটিআই দলের প্রধান ইমরান খান। রাশিয়ার থেকে তেল কেনার সিদ্ধান্তের প্রেক্ষিতে ভারতের বিদেশ নীতির প্রশংসা করে ইমরান বলেন, ‘আমাকে ভারতের উদাহরণ তুলে ধরতে হবে। আমাদের সাথেই এই দেশটি স্বাধীন হয়েছে। এখন তাদের বিদেশনীতি দেখুন। তাদের বিদেশনীতি স্বাধীন পথ অনুসরণ করে। রাশিয়া থেকে তেল কিনবে বলে ভারত তাদের সিদ্ধান্তে অটল।’ ইমরানের বক্তব্য, আমেরিকার নেতৃত্বাধীন কোয়াড-এ থাকলেও ভারত রাশিয়া থেকে তেল কিনতে পারে নিজেদের স্বাধীন বিদেশনীতির কারণে। তাঁর কথায়, পাকিস্তানেরও এই ধরনের স্বাধীন বিদেশনীতি হওয়া উচিত। ক্ষমতাচ্যুত হওয়ার আগে থেকেই বারবার ভারত বন্দনা শোনা গিয়েছিল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গলায়। এরপর শাহবাজ শরিফ এবং বিলাওয়াল ভুট্টো জারদারির জোটের কাছে হেরে পদ ছাড়তে বাধ্য হয়েছেন। তবে দেশে তাঁর জনপ্রিয়তা কমেনি। প্রসঙ্গত, ইমরান খানের দাবি ছিল, তিনি রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চেয়েছিলেন বলেই আমেরিকার চক্ষুশূল হন। আর তাই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল।

 

আরও পড়ুন: মোদি ‘জানতেন আমি খুশি নই’, ভারতকে বড় শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি রাশিয়া যখন ইউক্রেনে আক্রমণ করে, তখন ইমরান খান মস্কোতে। পুতিনের সঙ্গে দেখা করেন তিনি। আমেরিকার পাশাপাশি রাশিয়া ও চিনের সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখতে চেয়েছিলেন ইমরান। তার আগে আফগানিস্তানে তালিবানকে সমর্থন করতে দেখা গিয়েছিল তাকে।এই সবের মাঝেই পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্কে চিড় ধরেছিল। তবে নয়া শাহবাজ সরকার আসার পর থেকে পাকিস্তান-আমেরিকা ফের ঘনিষ্ঠ হতে শুরু করেছে। ইমরান মনে করেন, বর্তমান পাক সরকার আমেরিকার ‘দাসত্ব’ করছে।

আরও পড়ুন: ভেহিকল মার্ক-৩ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ, মহাকাশে ক্ষমতা দেখাল ভারত

আরও পড়ুন: সন্ত্রাসবিরোধী লড়াই ভারত সবসময় সমর্থন করবে: সিডনির হামলায় আলবানিজের পাশে মোদি
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

মানসিক অবসাদ থেকে চরম সিদ্ধান্ত, উত্তরপ্রদেশে ১১ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা যুবকের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের ভারতের ভূয়সী প্রশংসা করলেন ইমরান

আপডেট : ২০ নভেম্বর ২০২২, রবিবার

 পুবের কলম ওয়েব ডেস্কঃ  ফের একবার ভারতের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ও পিটিআই দলের প্রধান ইমরান খান। রাশিয়ার থেকে তেল কেনার সিদ্ধান্তের প্রেক্ষিতে ভারতের বিদেশ নীতির প্রশংসা করে ইমরান বলেন, ‘আমাকে ভারতের উদাহরণ তুলে ধরতে হবে। আমাদের সাথেই এই দেশটি স্বাধীন হয়েছে। এখন তাদের বিদেশনীতি দেখুন। তাদের বিদেশনীতি স্বাধীন পথ অনুসরণ করে। রাশিয়া থেকে তেল কিনবে বলে ভারত তাদের সিদ্ধান্তে অটল।’ ইমরানের বক্তব্য, আমেরিকার নেতৃত্বাধীন কোয়াড-এ থাকলেও ভারত রাশিয়া থেকে তেল কিনতে পারে নিজেদের স্বাধীন বিদেশনীতির কারণে। তাঁর কথায়, পাকিস্তানেরও এই ধরনের স্বাধীন বিদেশনীতি হওয়া উচিত। ক্ষমতাচ্যুত হওয়ার আগে থেকেই বারবার ভারত বন্দনা শোনা গিয়েছিল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গলায়। এরপর শাহবাজ শরিফ এবং বিলাওয়াল ভুট্টো জারদারির জোটের কাছে হেরে পদ ছাড়তে বাধ্য হয়েছেন। তবে দেশে তাঁর জনপ্রিয়তা কমেনি। প্রসঙ্গত, ইমরান খানের দাবি ছিল, তিনি রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চেয়েছিলেন বলেই আমেরিকার চক্ষুশূল হন। আর তাই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল।

 

আরও পড়ুন: মোদি ‘জানতেন আমি খুশি নই’, ভারতকে বড় শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি রাশিয়া যখন ইউক্রেনে আক্রমণ করে, তখন ইমরান খান মস্কোতে। পুতিনের সঙ্গে দেখা করেন তিনি। আমেরিকার পাশাপাশি রাশিয়া ও চিনের সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখতে চেয়েছিলেন ইমরান। তার আগে আফগানিস্তানে তালিবানকে সমর্থন করতে দেখা গিয়েছিল তাকে।এই সবের মাঝেই পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্কে চিড় ধরেছিল। তবে নয়া শাহবাজ সরকার আসার পর থেকে পাকিস্তান-আমেরিকা ফের ঘনিষ্ঠ হতে শুরু করেছে। ইমরান মনে করেন, বর্তমান পাক সরকার আমেরিকার ‘দাসত্ব’ করছে।

আরও পড়ুন: ভেহিকল মার্ক-৩ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ, মহাকাশে ক্ষমতা দেখাল ভারত

আরও পড়ুন: সন্ত্রাসবিরোধী লড়াই ভারত সবসময় সমর্থন করবে: সিডনির হামলায় আলবানিজের পাশে মোদি