০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

১১৫ বছরে ইন্তেকাল করলেন ক্বারী ইউসুফ সাহেবের বহড়ু হাসিমপুরে

ইমামা খাতুন
  • আপডেট : ২ মার্চ ২০২৩, বৃহস্পতিবার
  • / 79

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বহড়ু : ১১৫ বছর বয়সে ইন্তেকাল করলেন ক্বারী ইউসুফ সাহেব। বুধবার দুপুর ১ টা ১৪ মিনিটে  মহান আল্লাহর ডাকে সাড়া দেন তিনি। বৃহস্পতিবার বিকালে মরহুমের জানাজা সম্পন্ন হয়। মরহুমের জানাজায় হাজার হাজার মানুষের সমাগম হয়েছিল। দেশ-বিদেশ থেকে মানুষ এসেছিলেন তাঁকে দেখতে। হাফেজ ক্বারী মোঃ ইউসুফ সাহেব উওর প্রদেশের আজম গড় জেলার স্থায়ী বাসিন্দা ছিলেন । কলকাতায় আজমতিয়া মাদ্রাসার হাফেজ ক্বারী আবদুল কবির সাহেবের নিকট শিক্ষা লাভ করে ছিলেন তিনি।

বিশ্ব বিখ্যাত মিশরের ক্বারী আবদুল বাসিতের সঙ্গে উওর প্রদেশের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শতবছর পূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। আজ সারা বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে হাফেজ ক্বারী ইউসুফ সাহেবের ছাত্ররা শিক্ষকতা ও কুরআনের খিদমত করে চলেছেন। তিনি  তাঁর সমগ্র জীবন কুরআনের খিদমতের মধ্য দিয়ে কাটিয়ে দিয়েছেন। জয়নগর থানার বহড়ু হাসিমপুর দারুল কুরআন মাদ্রাসায় তিনি  শেষ নিঃশ্বাস ত্যাগ  করেন । তিনি হাসিমপুর মাদ্রাসা সহ বাংলা, বিহার, উড়িষ্যা রাজ্যের ১৮ টি শাখার মুখ্য দায়িত্বে ছিলেন।

প্রধান শাখার উপযুক্ত ছাএ থাকার ফলে হাফেজ ক্বারী আবদুল কবির সাহেব তাঁকে দারুল কুরআন মাদ্রাসা আজমতিয়া হাসিম পুরের দায়িত্বে পাঠিয়ে ছিলেন ১৯৫৯ সালে। হাফেজ ক্বারী ইউসুফ সাহেব-এর কাছে অগনিত কুরআন এ হাফেজ হয়েছে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

১১৫ বছরে ইন্তেকাল করলেন ক্বারী ইউসুফ সাহেবের বহড়ু হাসিমপুরে

আপডেট : ২ মার্চ ২০২৩, বৃহস্পতিবার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বহড়ু : ১১৫ বছর বয়সে ইন্তেকাল করলেন ক্বারী ইউসুফ সাহেব। বুধবার দুপুর ১ টা ১৪ মিনিটে  মহান আল্লাহর ডাকে সাড়া দেন তিনি। বৃহস্পতিবার বিকালে মরহুমের জানাজা সম্পন্ন হয়। মরহুমের জানাজায় হাজার হাজার মানুষের সমাগম হয়েছিল। দেশ-বিদেশ থেকে মানুষ এসেছিলেন তাঁকে দেখতে। হাফেজ ক্বারী মোঃ ইউসুফ সাহেব উওর প্রদেশের আজম গড় জেলার স্থায়ী বাসিন্দা ছিলেন । কলকাতায় আজমতিয়া মাদ্রাসার হাফেজ ক্বারী আবদুল কবির সাহেবের নিকট শিক্ষা লাভ করে ছিলেন তিনি।

বিশ্ব বিখ্যাত মিশরের ক্বারী আবদুল বাসিতের সঙ্গে উওর প্রদেশের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শতবছর পূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। আজ সারা বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে হাফেজ ক্বারী ইউসুফ সাহেবের ছাত্ররা শিক্ষকতা ও কুরআনের খিদমত করে চলেছেন। তিনি  তাঁর সমগ্র জীবন কুরআনের খিদমতের মধ্য দিয়ে কাটিয়ে দিয়েছেন। জয়নগর থানার বহড়ু হাসিমপুর দারুল কুরআন মাদ্রাসায় তিনি  শেষ নিঃশ্বাস ত্যাগ  করেন । তিনি হাসিমপুর মাদ্রাসা সহ বাংলা, বিহার, উড়িষ্যা রাজ্যের ১৮ টি শাখার মুখ্য দায়িত্বে ছিলেন।

প্রধান শাখার উপযুক্ত ছাএ থাকার ফলে হাফেজ ক্বারী আবদুল কবির সাহেব তাঁকে দারুল কুরআন মাদ্রাসা আজমতিয়া হাসিম পুরের দায়িত্বে পাঠিয়ে ছিলেন ১৯৫৯ সালে। হাফেজ ক্বারী ইউসুফ সাহেব-এর কাছে অগনিত কুরআন এ হাফেজ হয়েছে।