১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইসরোর প্রধানের দায়িত্বে রকেট সায়েন্টিস্ট এস সোমানাথ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১২ জানুয়ারী ২০২২, বুধবার
  • / 100

পুবের কলম, ওয়েবডেস্কঃ ইসরোর প্রধানের পদে দায়িত্ব পেলেন রকেট সায়েন্টিস্ট এস সোমানাথ (In charge of ISRO Rocket scientist S Somanath)।  এত দিন ইসরোর প্রধানের পদে ছিলেন কে শিভন। এবার শিভনের জায়গায় স্থলাভিষিক্ত হলেন এস সোমানাথ। ইসরোর দশম চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন রকেট সায়েন্টিস্ট এস সোমানাথ। ২০১৮ সালের গত ২২ জানুয়ারি থেকে বিক্রম সারাভাই স্পেস সেন্টারের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন রকেট সায়েন্টিস্ট এস সোমানাথ।

রকেট সায়েন্টিস্ট এস সোমানাথ একজন লঞ্চ ভেহিক্যাল স্ট্রাকচারাল সিস্টেম, স্ট্রাকচারাল ডাইনামিকস, মেকানিজম, পাইরো সিস্টেম এবং লঞ্চ ভেহিকেল ইন্টিগ্রেশন বিশেষজ্ঞ।

আরও পড়ুন: ইসরো চেয়ারম্যানের জোরাজুরিতে এড়ানো গেছে দূর্ঘটনা জানালেন Shubhansh Shukla

কেন্দ্রীয় সরকার বুধবার সিনিয়র রকেট বিজ্ঞানী এস সোমনাথকে ইসরো পরবর্তী প্রধান হিসাবে নিযুক্ত করেছে।

আরও পড়ুন: নাগরিকদের নিরাপত্তার জন্য ১০টি উপগ্রহ কাজ করছে: ইসরোর চেয়ারম্যান

এস সোমনাথ কোল্লামের টিকেএম কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হন। পরবর্তীতে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স,থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর। ১৯৮৫ সালে বিক্রম সারাভাই স্পেস সেন্টারে যোগ দেন। ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত জিএসএলভি এম কে- III (GSLV Mk-III) এর প্রোজেক্ট ডিরেক্টর দায়িত্ব সামলেছিলেন এস সোমানাথ। এছাড়াও বিক্রম সারাভাই স্পেস সেন্টারে কাঠামোর ক্ষেত্রে ডেপুটি ডিরেক্টরের দায়িত্ব সামলেছেন। একইসঙ্গে ‘প্রপালশন এবং স্পেস অর্ডিন্যান্স’-এর ডেপুটি ডিরেক্টরও ছিলেন তিনি।

আরও পড়ুন: ফের চাঁদের দেশে পাড়ি দেবে ভারত, চন্দ্রযান-৫ মিশনে ছাড়পত্র দিল কেন্দ্র

কর্মজীবনের একাধিক গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তাঁর। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল এর ইন্টিগ্রেশনের ক্ষেত্রেও নেতৃত্ব দিয়েছেন। হাই থ্রাস্ট সেমি-ক্রায়োজেনিক ইঞ্জিনের উন্নয়নে অংশ নিয়েছেন। চন্দ্রযান-২-এর ল্যান্ডার ক্রাফটের জন্য থ্রোটেবল ইঞ্জিন তৈরির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এই রকেট সায়েন্টিস্টের।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইসরোর প্রধানের দায়িত্বে রকেট সায়েন্টিস্ট এস সোমানাথ

আপডেট : ১২ জানুয়ারী ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ ইসরোর প্রধানের পদে দায়িত্ব পেলেন রকেট সায়েন্টিস্ট এস সোমানাথ (In charge of ISRO Rocket scientist S Somanath)।  এত দিন ইসরোর প্রধানের পদে ছিলেন কে শিভন। এবার শিভনের জায়গায় স্থলাভিষিক্ত হলেন এস সোমানাথ। ইসরোর দশম চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন রকেট সায়েন্টিস্ট এস সোমানাথ। ২০১৮ সালের গত ২২ জানুয়ারি থেকে বিক্রম সারাভাই স্পেস সেন্টারের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন রকেট সায়েন্টিস্ট এস সোমানাথ।

রকেট সায়েন্টিস্ট এস সোমানাথ একজন লঞ্চ ভেহিক্যাল স্ট্রাকচারাল সিস্টেম, স্ট্রাকচারাল ডাইনামিকস, মেকানিজম, পাইরো সিস্টেম এবং লঞ্চ ভেহিকেল ইন্টিগ্রেশন বিশেষজ্ঞ।

আরও পড়ুন: ইসরো চেয়ারম্যানের জোরাজুরিতে এড়ানো গেছে দূর্ঘটনা জানালেন Shubhansh Shukla

কেন্দ্রীয় সরকার বুধবার সিনিয়র রকেট বিজ্ঞানী এস সোমনাথকে ইসরো পরবর্তী প্রধান হিসাবে নিযুক্ত করেছে।

আরও পড়ুন: নাগরিকদের নিরাপত্তার জন্য ১০টি উপগ্রহ কাজ করছে: ইসরোর চেয়ারম্যান

এস সোমনাথ কোল্লামের টিকেএম কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হন। পরবর্তীতে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স,থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর। ১৯৮৫ সালে বিক্রম সারাভাই স্পেস সেন্টারে যোগ দেন। ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত জিএসএলভি এম কে- III (GSLV Mk-III) এর প্রোজেক্ট ডিরেক্টর দায়িত্ব সামলেছিলেন এস সোমানাথ। এছাড়াও বিক্রম সারাভাই স্পেস সেন্টারে কাঠামোর ক্ষেত্রে ডেপুটি ডিরেক্টরের দায়িত্ব সামলেছেন। একইসঙ্গে ‘প্রপালশন এবং স্পেস অর্ডিন্যান্স’-এর ডেপুটি ডিরেক্টরও ছিলেন তিনি।

আরও পড়ুন: ফের চাঁদের দেশে পাড়ি দেবে ভারত, চন্দ্রযান-৫ মিশনে ছাড়পত্র দিল কেন্দ্র

কর্মজীবনের একাধিক গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তাঁর। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল এর ইন্টিগ্রেশনের ক্ষেত্রেও নেতৃত্ব দিয়েছেন। হাই থ্রাস্ট সেমি-ক্রায়োজেনিক ইঞ্জিনের উন্নয়নে অংশ নিয়েছেন। চন্দ্রযান-২-এর ল্যান্ডার ক্রাফটের জন্য থ্রোটেবল ইঞ্জিন তৈরির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এই রকেট সায়েন্টিস্টের।