১৬ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গুরুগ্রামে নূহের উত্তাপ ছড়াল বাদশাপুরে, ১৪টি দোকান ভাংচুর সহ ৭টি দোকানে আগুন

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১ অগাস্ট ২০২৩, মঙ্গলবার
  • / 173

পুবের কলম, ওয়েবডেস্ক:  গুরুগ্রামে নূহের পর এবার উত্তপ্ত বাদশাপুর। ১৪টি দোকান ভাংচুর করা ছাড়াও সাতটি দোকানে আগুন ধরিয়ে দেয়। মঙ্গলবার বাইক ও এসইউভি করে প্রায় ২০০ জনের একটি দল আসে। বিশেষ করে বিরিয়ানির দোকানগুলিতে ভাংচুর চালায়। ৬৬ নম্বর সেক্টরে, সাতটি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়।  বাদশাপুরে মসজিদের ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকে। বন্ধ করে দেওয়া হয়েছে বাদশাপুর বাজার।

গুরুগ্রাম ডেপুটি কমিশনার নিশান্ত যাদব জানান, ‘এলাকাতে শান্ত আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে। গতকাল নুহতে যা ঘটেছিল তাতে সোহনায় তার কিছুটা আঁচ পড়েছে। তবে সন্ধ্যার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আমরা ফ্ল্যাগ মার্চও পরিচালনা করেছি। গুরুগ্রামে সেক্টর ৫৭ মসজিদে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, সোহনায় ৫টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং ২-৩টি দোকান ভাঙচুর করা হয়েছে’।

আরও পড়ুন: ডেঙ্গুর বাড়বাড়ন্ত রুখতে হাওড়া পুরসভা এলাকায় খোলা ড্রেনে ছাড়া হচ্ছে গাপ্পি মাছ

 

আরও পড়ুন: ‘চিনা ল্যাব থেকে ছড়িয়েছে করোনা’


 

আরও পড়ুন: ‘পাঠান’ বন্ধ করতে সিনেমা হলে ভাঙচুর

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গুরুগ্রামে নূহের উত্তাপ ছড়াল বাদশাপুরে, ১৪টি দোকান ভাংচুর সহ ৭টি দোকানে আগুন

আপডেট : ১ অগাস্ট ২০২৩, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  গুরুগ্রামে নূহের পর এবার উত্তপ্ত বাদশাপুর। ১৪টি দোকান ভাংচুর করা ছাড়াও সাতটি দোকানে আগুন ধরিয়ে দেয়। মঙ্গলবার বাইক ও এসইউভি করে প্রায় ২০০ জনের একটি দল আসে। বিশেষ করে বিরিয়ানির দোকানগুলিতে ভাংচুর চালায়। ৬৬ নম্বর সেক্টরে, সাতটি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়।  বাদশাপুরে মসজিদের ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকে। বন্ধ করে দেওয়া হয়েছে বাদশাপুর বাজার।

গুরুগ্রাম ডেপুটি কমিশনার নিশান্ত যাদব জানান, ‘এলাকাতে শান্ত আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে। গতকাল নুহতে যা ঘটেছিল তাতে সোহনায় তার কিছুটা আঁচ পড়েছে। তবে সন্ধ্যার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আমরা ফ্ল্যাগ মার্চও পরিচালনা করেছি। গুরুগ্রামে সেক্টর ৫৭ মসজিদে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, সোহনায় ৫টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং ২-৩টি দোকান ভাঙচুর করা হয়েছে’।

আরও পড়ুন: ডেঙ্গুর বাড়বাড়ন্ত রুখতে হাওড়া পুরসভা এলাকায় খোলা ড্রেনে ছাড়া হচ্ছে গাপ্পি মাছ

 

আরও পড়ুন: ‘চিনা ল্যাব থেকে ছড়িয়েছে করোনা’


 

আরও পড়ুন: ‘পাঠান’ বন্ধ করতে সিনেমা হলে ভাঙচুর