১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

অনুব্রতর কটাক্ষের জবাবে কটাক্ষ বিমানের

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার
  • / 57

দেবশ্রী মজুমদার, শান্তিনিকেতন : অনুব্রতর কটাক্ষের জবাবে কটাক্ষে দিলেন বিমান বসু। মঙ্গলবার বিকেলে শিল্পী সোমনাথ হোড়ের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে এক অনুষ্ঠানে এসে বামফ্রন্ট নেতা বিমান বসু বলেন,  ভোটের ফলাফল নিয়ে আমার একটাই কথা যা হওয়ার ছিল তাই হয়েছে। কারণ ভোট লুঠের যে চেহারা সবাই দেখেছে এটা একটু ভিন্ন কায়দায় ভোট লুঠের চেহারা। কারণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে যদি গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট না হয়,  কারোর এব‍্যাপারে রিপোর্ট পায়, তাহলে পরেতে আমরা তাকে পার্টি থেকে শাস্তির ব‍্যবস্থা করবো। এটা প্রকাশ‍্যে জনগণের সামনে বার্তা। ইমেজ বিল্ডিংয়ের বার্তা। আর তলে তলে খবরটা দিয়ে দেওয়া তোদের যা করার করে নিবি। আমাদের যা করার করেছি।  তোদের যা করার করে নিবি।

বিধান সভার পর কোলকাতা কর্পোরেশনের নির্বাচনে বামেরা দ্বিতীয় স্থানে উঠে আসা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিমান বসু বলেন, জনগণ বুঝতে পারছে, জনগণের একটু বুঝতে সময় লাগবে। আগামী দিনে আরও বুঝতে পারবে, এই যে বারবার বলা হতো, কি করে আমরা কাজ করবো কারণ এক লক্ষের উপরে এক লক্ষ কত হাজার কোটি টাকা দেনা রেখে গেছে, তাই কাজ করতে পারছি না।  এখন দেনার বহর হয়েছে সাড়ে চার লক্ষ কোটি টাকার। সেটা তো কি করে হলো? তাই খয়রাতি করে হয়েছে। দান খয়রাতি করছে তো! দান খয়রাতি করছে। দান খয়রাতির একটা সীমা আছে। সেই সীমা যখন লঙ্ঘিত হবে, মানুষ বুঝতে পারবে। সেই উপলব্ধির জন‍্য আরও সময় লাগবে। এটা বুঝতে পারছি আমরা। জোট না হওয়ার জন‍্য বাম কংগ্রেস এক দুটি  আসন পেয়েছে এবার এমন কটাক্ষ অনুব্রতর। সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে বিমানবাবু সহা‍স্যে বলেন, আমি এসব কথার  কোনো উত্তর দেব না। যার মাথায় অক্সিজেনের অভাব আছে, তার কাছ থেকে জেনে নিন।

আরও পড়ুন: বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালি খাতুনকে দেশে ফেরানোর নির্দেশ দিল বাংলাদেশ

আরও পড়ুন: ২০২৬-এ বিধানসভা নির্বাচনে কি বামেদের সঙ্গে জোট? Biman Bose-কে চিঠি নওশাদ সিদ্দিকীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অনুব্রতর কটাক্ষের জবাবে কটাক্ষ বিমানের

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার

দেবশ্রী মজুমদার, শান্তিনিকেতন : অনুব্রতর কটাক্ষের জবাবে কটাক্ষে দিলেন বিমান বসু। মঙ্গলবার বিকেলে শিল্পী সোমনাথ হোড়ের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে এক অনুষ্ঠানে এসে বামফ্রন্ট নেতা বিমান বসু বলেন,  ভোটের ফলাফল নিয়ে আমার একটাই কথা যা হওয়ার ছিল তাই হয়েছে। কারণ ভোট লুঠের যে চেহারা সবাই দেখেছে এটা একটু ভিন্ন কায়দায় ভোট লুঠের চেহারা। কারণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে যদি গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট না হয়,  কারোর এব‍্যাপারে রিপোর্ট পায়, তাহলে পরেতে আমরা তাকে পার্টি থেকে শাস্তির ব‍্যবস্থা করবো। এটা প্রকাশ‍্যে জনগণের সামনে বার্তা। ইমেজ বিল্ডিংয়ের বার্তা। আর তলে তলে খবরটা দিয়ে দেওয়া তোদের যা করার করে নিবি। আমাদের যা করার করেছি।  তোদের যা করার করে নিবি।

বিধান সভার পর কোলকাতা কর্পোরেশনের নির্বাচনে বামেরা দ্বিতীয় স্থানে উঠে আসা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিমান বসু বলেন, জনগণ বুঝতে পারছে, জনগণের একটু বুঝতে সময় লাগবে। আগামী দিনে আরও বুঝতে পারবে, এই যে বারবার বলা হতো, কি করে আমরা কাজ করবো কারণ এক লক্ষের উপরে এক লক্ষ কত হাজার কোটি টাকা দেনা রেখে গেছে, তাই কাজ করতে পারছি না।  এখন দেনার বহর হয়েছে সাড়ে চার লক্ষ কোটি টাকার। সেটা তো কি করে হলো? তাই খয়রাতি করে হয়েছে। দান খয়রাতি করছে তো! দান খয়রাতি করছে। দান খয়রাতির একটা সীমা আছে। সেই সীমা যখন লঙ্ঘিত হবে, মানুষ বুঝতে পারবে। সেই উপলব্ধির জন‍্য আরও সময় লাগবে। এটা বুঝতে পারছি আমরা। জোট না হওয়ার জন‍্য বাম কংগ্রেস এক দুটি  আসন পেয়েছে এবার এমন কটাক্ষ অনুব্রতর। সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে বিমানবাবু সহা‍স্যে বলেন, আমি এসব কথার  কোনো উত্তর দেব না। যার মাথায় অক্সিজেনের অভাব আছে, তার কাছ থেকে জেনে নিন।

আরও পড়ুন: বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালি খাতুনকে দেশে ফেরানোর নির্দেশ দিল বাংলাদেশ

আরও পড়ুন: ২০২৬-এ বিধানসভা নির্বাচনে কি বামেদের সঙ্গে জোট? Biman Bose-কে চিঠি নওশাদ সিদ্দিকীর