০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

২০২৫-এর মধ্যেই যক্ষ্মা নির্মূলে অঙ্গীকারবদ্ধ ভারত : মোদি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৪ মার্চ ২০২৩, শুক্রবার
  • / 38

পুবের কলম, ওয়েবডেস্ক: একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরপ্রদেশের বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার রোপওয়ে সহ ২৮টি উন্নয়নমুখী প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। প্রকল্পের মোট ব্যয় হবে ১ কোটি ৭৮০ লক্ষ টাকা। সেইসঙ্গে বারাণসীতে বিশ্ব যক্ষ্মা সম্মেলন উপলক্ষে রুদ্রাক্ষ কনভেনশন সেন্টারে ‘ওয়ান ওয়ার্ল্ড টিবি সামিটে’ ভাষণ দিলেন তিনি।

এদিন প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘এটা আনন্দের বিষয় যে এই শীর্ষ সম্মেলন কাশীতে হচ্ছে। কিছু সময় আগে ভারত ‘এক পৃথিবী, এক স্বাস্থ্য’ দৃষ্টিভঙ্গিতে এগিয়ে চলার উদ্যোগ নিয়েছিল। এখন ‘ওয়ান ওয়ার্ল্ড টিবি সামিট’-এর মাধ্যমে দেশ তার একটি লক্ষ্য পূরণ করেছে। প্রধানমন্ত্রী আরও বলেন, ‘গত ৯- বছর ধরে, ভারতে যক্ষ্মার বিরুদ্ধে এই লড়াইয়ে অনেকেই একসঙ্গে কাজ করেছে। ২০২৫-এর মধ্যেই ভারত থেকে যক্ষ্মা নির্মূল করা হবে। এদিন তিনি যক্ষ্মা মুক্ত পঞ্চায়েত নামে একটি কর্মসূচির সূচনা করেন৷

আরও পড়ুন: চতুর্থ স্তম্ভবের ওপর আঘাত, ভারতে বন্ধ হল রয়টার্সের এক্স অ্যাকাউন্ট

অপরদিকে রোপওয়ে প্রজেক্ট পরিচালক প্রকল্প পরিচালক অনুরাগ ত্রিপাঠী জানিয়েছেন, এই প্রকল্প সম্পূর্ণ হলে, বলিভিয়া এবং মেক্সিকো সিটির পরে ভারত হবে বিশ্বের তৃতীয় দেশ যেখানে গণপরিবহণের জন্য রোপওয়ে থাকবে।  বারাণসীর উন্নয়ন কর্তৃপক্ষের ভাইস প্রেসিডেন্ট অভিষেক গোয়েল বলেন, ক্যান্ট থেকে কাশীর গোদাউলিয়া পর্যন্ত চলাচল করবে এই রোপওয়ে। এই প্রকল্প সম্পূর্ণ হলে, তীর্থযাত্রীরা রোপওয়ে করে গোদাউলিয়া, কাশী বিশ্বনাথ মন্দির, দশাশ্বমেধ ঘাট দর্শন করতে পারবে। প্রকল্পের খরচ প্রায় ৬৪৫ কোটি টাকা। পাঁচটি স্টেশন সহ রোপওয়ে সিস্টেমটির দৈর্ঘ্য হবে ৩.৭৫ কিলোমিটার। নমামি গঙ্গা প্রকল্পের আওতায় ভগবানপুরে নিকাশি শোধনাগারটি ৩০০ কোটি টাকারও বেশি ব্যয়ে তৈরি করা হবে।

আরও পড়ুন: করোনা পরবর্তী ভারতে একাকীত্ব বড় সমস্যা! শহুরে যুবক-যুবতীরা বেশি ভুগছেন একাকীত্বে! রিপোর্টে প্রকাশিত

খেলো ইন্ডিয়া স্কিমের অধীনে, সিগরা স্টেডিয়ামের পুনঃউন্নয়ন কাজের দ্বিতীয় ও তৃতীয় ধাপের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। জল জীবন মিশনের অধীনে প্রায় ৬৩টি পঞ্চায়েতের তিন লক্ষেরও বেশি বাসিন্দার সুবিধার জন্য মোট ১৯টি পানীয় জলের কর্মসূচি সহ গ্রামীণ পানীয় জল ব্যবস্থাকে আরও শক্তিশালী করার করার জন্য ৫৯ পানীয় জল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

আরও পড়ুন: BREAKING, শুভাংশুর সঙ্গে কথা প্রধানমন্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২০২৫-এর মধ্যেই যক্ষ্মা নির্মূলে অঙ্গীকারবদ্ধ ভারত : মোদি

আপডেট : ২৪ মার্চ ২০২৩, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরপ্রদেশের বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার রোপওয়ে সহ ২৮টি উন্নয়নমুখী প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। প্রকল্পের মোট ব্যয় হবে ১ কোটি ৭৮০ লক্ষ টাকা। সেইসঙ্গে বারাণসীতে বিশ্ব যক্ষ্মা সম্মেলন উপলক্ষে রুদ্রাক্ষ কনভেনশন সেন্টারে ‘ওয়ান ওয়ার্ল্ড টিবি সামিটে’ ভাষণ দিলেন তিনি।

এদিন প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘এটা আনন্দের বিষয় যে এই শীর্ষ সম্মেলন কাশীতে হচ্ছে। কিছু সময় আগে ভারত ‘এক পৃথিবী, এক স্বাস্থ্য’ দৃষ্টিভঙ্গিতে এগিয়ে চলার উদ্যোগ নিয়েছিল। এখন ‘ওয়ান ওয়ার্ল্ড টিবি সামিট’-এর মাধ্যমে দেশ তার একটি লক্ষ্য পূরণ করেছে। প্রধানমন্ত্রী আরও বলেন, ‘গত ৯- বছর ধরে, ভারতে যক্ষ্মার বিরুদ্ধে এই লড়াইয়ে অনেকেই একসঙ্গে কাজ করেছে। ২০২৫-এর মধ্যেই ভারত থেকে যক্ষ্মা নির্মূল করা হবে। এদিন তিনি যক্ষ্মা মুক্ত পঞ্চায়েত নামে একটি কর্মসূচির সূচনা করেন৷

আরও পড়ুন: চতুর্থ স্তম্ভবের ওপর আঘাত, ভারতে বন্ধ হল রয়টার্সের এক্স অ্যাকাউন্ট

অপরদিকে রোপওয়ে প্রজেক্ট পরিচালক প্রকল্প পরিচালক অনুরাগ ত্রিপাঠী জানিয়েছেন, এই প্রকল্প সম্পূর্ণ হলে, বলিভিয়া এবং মেক্সিকো সিটির পরে ভারত হবে বিশ্বের তৃতীয় দেশ যেখানে গণপরিবহণের জন্য রোপওয়ে থাকবে।  বারাণসীর উন্নয়ন কর্তৃপক্ষের ভাইস প্রেসিডেন্ট অভিষেক গোয়েল বলেন, ক্যান্ট থেকে কাশীর গোদাউলিয়া পর্যন্ত চলাচল করবে এই রোপওয়ে। এই প্রকল্প সম্পূর্ণ হলে, তীর্থযাত্রীরা রোপওয়ে করে গোদাউলিয়া, কাশী বিশ্বনাথ মন্দির, দশাশ্বমেধ ঘাট দর্শন করতে পারবে। প্রকল্পের খরচ প্রায় ৬৪৫ কোটি টাকা। পাঁচটি স্টেশন সহ রোপওয়ে সিস্টেমটির দৈর্ঘ্য হবে ৩.৭৫ কিলোমিটার। নমামি গঙ্গা প্রকল্পের আওতায় ভগবানপুরে নিকাশি শোধনাগারটি ৩০০ কোটি টাকারও বেশি ব্যয়ে তৈরি করা হবে।

আরও পড়ুন: করোনা পরবর্তী ভারতে একাকীত্ব বড় সমস্যা! শহুরে যুবক-যুবতীরা বেশি ভুগছেন একাকীত্বে! রিপোর্টে প্রকাশিত

খেলো ইন্ডিয়া স্কিমের অধীনে, সিগরা স্টেডিয়ামের পুনঃউন্নয়ন কাজের দ্বিতীয় ও তৃতীয় ধাপের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। জল জীবন মিশনের অধীনে প্রায় ৬৩টি পঞ্চায়েতের তিন লক্ষেরও বেশি বাসিন্দার সুবিধার জন্য মোট ১৯টি পানীয় জলের কর্মসূচি সহ গ্রামীণ পানীয় জল ব্যবস্থাকে আরও শক্তিশালী করার করার জন্য ৫৯ পানীয় জল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

আরও পড়ুন: BREAKING, শুভাংশুর সঙ্গে কথা প্রধানমন্ত্রীর