পৃথিবীর চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ ভারত, জানালেন নীতি আয়োগের সিইও

- আপডেট : ২৬ মে ২০২৫, সোমবার
- / 385
পুবের কলম ওয়েবডেস্ক: জাপানকে পিছনে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হলো ভারত। এ কথা জানিয়েছেন নীতি আয়োগের সিইও বি ভি আর সুব্রহ্ম্যণম। শনিবার নীতি আয়োগের দশম গভর্নিং কাউন্সিল বৈঠক হয়েছে। সেই বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে সুব্রহ্ম্যণম বলেন, ‘আমরা এখন চতুর্থ স্থানে। আমাদের অর্থনীতি ৪ ট্রিলিয়ন মার্কিন ডলারের। আমাদের উপরে শুধু আমেরিকা, চীন আর জার্মানি। সঠিক পথে চললে আগামী আড়াই-তিন বছরের মধ্যে তৃতীয় স্থানে পৌঁছে যেতে পারি।’ শনিবার নীতি আয়োগের দশম গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর সাংবাদিক সন্মেলনে সুব্রহ্মণ্যম জানান, সামগ্রিক ভূ-রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিবেশ ভারতের পক্ষে অনুকূল। আইএমএফের তথ্য উদ্ধৃত করে তিনি বলেছেন, ‘ভারত এখন চার ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতির দেশ। আজ ভারত জাপানের চেয়েও এগিয়ে। অর্থনীতির বিচারে এখন ভারতের চেয়ে এগিয়ে রয়েছে কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র, চিন এবং জার্মানি। আমরা যদি পরিকল্পনা এবং চিন্তাভাবনা মেনে চলি, তাহলে আড়াই-তিন বছরের মধ্যে আমরা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হব।’
বিশ্ব বাজারে নিজেদের জায়গা আরও শক্ত করতে ‘মেক ইন ইন্ডিয়া’-র মতো প্রকল্পের মাধ্যমে সরকার বড় পদক্ষেপ করেছে। সেই প্রকল্পও অর্থনীতির এই অভূতপূর্ব উন্নতির পিছনে রয়েছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, নরেন্দ্র মোদী সরকার টার্গেট করেছিল, ২০২৭ সালের মধ্যে ভারতকে পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হিসাবে তুলে ধরা। ব্যাঙ্কিং বিনিয়োগ সংস্থা জেফ্রিসের অর্থনীতি মূল্যায়নের রিপোর্ট বলছে, ২০২৭ সালের মধ্যে পাঁচ ট্রিলিয়ন অর্থাৎ পাঁচ লক্ষ কোটি ডলারের অর্থনৈতিক শক্তিতে পরিণত হবে ভারত। তবে সেই লক্ষ্য পূরণ না হলেও মোটামুটিভাবে ২০২৯ লোকসভা নির্বাচনের আগে ভারতকে তৃতীয় করার লক্ষ্য রাখছে কেন্দ্র। বিশেষজ্ঞদের মতে, ২০২৫ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার ৬.৮ শতাংশ হতে পারে।