২২ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রয়াত হলেন ভারতীয় শেয়ার বাজারের বেতাজ বাদশা রাকেশ ঝুনঝুনওয়ালা, শোকপ্রকাশ মোদির

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৪ অগাস্ট ২০২২, রবিবার
  • / 105

file picture

 

পুবের কলম ওয়েবডেস্কঃ  প্রয়াত হলেন কোটিপতি বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালা। রবিবার সকাল ৬টা বেজে ৪৫ মিনিট নাগাদ মুম্বইয়ের ব্রিজক্যান্ডি হাসপাতালে প্রয়াত হন তিনি। মাত্র কিছুদিন আগেই তিনি হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। এইদিন সকালে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রবিবার মুম্বইয়ের মালাবার হিলস শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

আরও পড়ুন: প্রয়াত হলেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী অচ্যুতানন্দন

রাকেশ ঝুনঝুনওয়ালাকে ‘ভারতের ওয়ারেন বাফেট’ বলা হতো। এছাড়াও ভারতীয় শেয়ার বাজারের ‘বিগ বুল’ নামে বেশি পরিচিত ছিলেন রাকেশ।দেশের অন্যতম ধনী এই ব্যবসায়ীর  সম্পত্তির মোট পরিমাণ ৪০ হাজার কোটি টাকা। দেশের স্টক মার্কেটে আক্ষরিক অর্থেই তিনি ঝড় তুলেছিলেন। ৩৭ বছরে ৪৬ হাজার কোটি টাকার সম্পত্তি গড়ে তুলেছিলেন তিনি।

আরও পড়ুন: বরেণ্য সংগীত শিল্পী মুস্তাফা জামান আব্বাসীর ইন্তেকাল

শেয়ার বাজারের পাশাপাশি এয়ারলাইন্সের দুনিয়াতেও পা রেখেন দেশের অন্যতম এই শিল্পপতি। আকাসা এয়ারলাইনেও বিশাল বিনিয়োগ করেন এই রাকেশ ঝুনঝুনওয়ালা। গত ১৩ অগস্ট থেকে দেশের বিভিন্ন প্রান্তে উড়ান শুরু করেছে এই নয়া এয়ারলাইন্স। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ট বলেই পরিচিত ছিলেন এই ধনকুবের। রাকেশ ঝুনঝুনওয়ালার প্রয়াণে শোক প্রকাশ করে ট্যুইট করেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন ‘রাকেশ ঝুনঝুনওয়ালা ছিলেন অদম্য। জীবন্ত, বুদ্ধিমান এবং অন্তর্দৃষ্টিপূর্ণ ব্যক্তি ছিলেন তিনি। তিনি অর্থনৈতিক জগতে একটি অনবদ্য  অবদান রেখে গিয়েছেন তিনি। ভারতের অগ্রগতির ব্যাপারেও তিনি অত্যন্ত উৎসাহী ছিলেন। তাঁর মৃত্যুতে শোকাহত আমি। তাঁর পরিবার ও অনুগামীদের প্রতি আমার সমবেদনা। ওম শান্তি।’

আরও পড়ুন: প্রয়াত বিশ্বের প্রবীণতম ব্যক্তি পেরেজ মোরা, মৃত্যুকালে বয়স হয়েছিল ১১৪

অন্যদিকে রাকেশ ঝুনঝুনওয়ালার আকস্মিক প্রয়াণে গভীর শোকাহত কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও। স্মৃতি তাঁর ট্যুইটে লেখেন তিনি তার ভাইকে হারিয়েছেন। “আমি আজ আমার ভাইকে হারিয়েছি এ  এমন একটি সম্পর্ক যা অনেকের কাছেই অজানা। যারা তাকে একজন বিলিয়নেয়ার বিনিয়োগকারী,  শেয়ারবাজারের বেতাজ বাদশা বলে ডাকেন  .. কিন্তু তিনি আসলে যা ছিলেন তা অনেকেই জানেননা। তিনি  ছিলেন এবং সবসময় থাকবেন, তিনি  একজন স্বপ্নদর্শী,”  ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগও রাকেশ ঝুনঝুনওয়ালার প্রয়াণে শোকপ্রকাশ করে ট্যুইট করেন। তিনি লেখেন দালাল স্ট্রীটের বিগ বুল হিসেবে একটি যুগের পরিসমাপ্তি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রয়াত হলেন ভারতীয় শেয়ার বাজারের বেতাজ বাদশা রাকেশ ঝুনঝুনওয়ালা, শোকপ্রকাশ মোদির

আপডেট : ১৪ অগাস্ট ২০২২, রবিবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ  প্রয়াত হলেন কোটিপতি বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালা। রবিবার সকাল ৬টা বেজে ৪৫ মিনিট নাগাদ মুম্বইয়ের ব্রিজক্যান্ডি হাসপাতালে প্রয়াত হন তিনি। মাত্র কিছুদিন আগেই তিনি হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। এইদিন সকালে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রবিবার মুম্বইয়ের মালাবার হিলস শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

আরও পড়ুন: প্রয়াত হলেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী অচ্যুতানন্দন

রাকেশ ঝুনঝুনওয়ালাকে ‘ভারতের ওয়ারেন বাফেট’ বলা হতো। এছাড়াও ভারতীয় শেয়ার বাজারের ‘বিগ বুল’ নামে বেশি পরিচিত ছিলেন রাকেশ।দেশের অন্যতম ধনী এই ব্যবসায়ীর  সম্পত্তির মোট পরিমাণ ৪০ হাজার কোটি টাকা। দেশের স্টক মার্কেটে আক্ষরিক অর্থেই তিনি ঝড় তুলেছিলেন। ৩৭ বছরে ৪৬ হাজার কোটি টাকার সম্পত্তি গড়ে তুলেছিলেন তিনি।

আরও পড়ুন: বরেণ্য সংগীত শিল্পী মুস্তাফা জামান আব্বাসীর ইন্তেকাল

শেয়ার বাজারের পাশাপাশি এয়ারলাইন্সের দুনিয়াতেও পা রেখেন দেশের অন্যতম এই শিল্পপতি। আকাসা এয়ারলাইনেও বিশাল বিনিয়োগ করেন এই রাকেশ ঝুনঝুনওয়ালা। গত ১৩ অগস্ট থেকে দেশের বিভিন্ন প্রান্তে উড়ান শুরু করেছে এই নয়া এয়ারলাইন্স। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ট বলেই পরিচিত ছিলেন এই ধনকুবের। রাকেশ ঝুনঝুনওয়ালার প্রয়াণে শোক প্রকাশ করে ট্যুইট করেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন ‘রাকেশ ঝুনঝুনওয়ালা ছিলেন অদম্য। জীবন্ত, বুদ্ধিমান এবং অন্তর্দৃষ্টিপূর্ণ ব্যক্তি ছিলেন তিনি। তিনি অর্থনৈতিক জগতে একটি অনবদ্য  অবদান রেখে গিয়েছেন তিনি। ভারতের অগ্রগতির ব্যাপারেও তিনি অত্যন্ত উৎসাহী ছিলেন। তাঁর মৃত্যুতে শোকাহত আমি। তাঁর পরিবার ও অনুগামীদের প্রতি আমার সমবেদনা। ওম শান্তি।’

আরও পড়ুন: প্রয়াত বিশ্বের প্রবীণতম ব্যক্তি পেরেজ মোরা, মৃত্যুকালে বয়স হয়েছিল ১১৪

অন্যদিকে রাকেশ ঝুনঝুনওয়ালার আকস্মিক প্রয়াণে গভীর শোকাহত কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও। স্মৃতি তাঁর ট্যুইটে লেখেন তিনি তার ভাইকে হারিয়েছেন। “আমি আজ আমার ভাইকে হারিয়েছি এ  এমন একটি সম্পর্ক যা অনেকের কাছেই অজানা। যারা তাকে একজন বিলিয়নেয়ার বিনিয়োগকারী,  শেয়ারবাজারের বেতাজ বাদশা বলে ডাকেন  .. কিন্তু তিনি আসলে যা ছিলেন তা অনেকেই জানেননা। তিনি  ছিলেন এবং সবসময় থাকবেন, তিনি  একজন স্বপ্নদর্শী,”  ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগও রাকেশ ঝুনঝুনওয়ালার প্রয়াণে শোকপ্রকাশ করে ট্যুইট করেন। তিনি লেখেন দালাল স্ট্রীটের বিগ বুল হিসেবে একটি যুগের পরিসমাপ্তি।