১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ায় আবাসিক স্কুল ধসে মৃত ৩৭, এখনো নিখোঁজ ২৬

পুবের কলম ওয়েবডেস্ক: ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে একটি আবাসিক স্কুলের ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৭ হয়েছে। সোমবার বিকেলে নামাজের সময় ভবনের একাংশ ধসে পড়ে, তখন সেখানে কয়েক শ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। জাতীয় তল্লাশি ও উদ্ধার সংস্থার তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১৪১ জনকে উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ১০৪ জন জীবিত। এখনও ২৬ জন কিশোর শিক্ষার্থী নিখোঁজ। উদ্ধার অভিযান ৬০ শতাংশ সম্পন্ন হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, নিম্নমানের নির্মাণকাজই ভবন ধসের সম্ভাব্য কারণ হিসেবে প্রাথমিকভাবে ধরা হচ্ছে।

এক বিবৃতিতে দেশটির জাতীয় তল্লাশি ও উদ্ধার সংস্থার অপারেশন ডিরেক্টর ইয়ুধি ব্রামান্ত্যো বলেন, ‘রবিবার সকাল পর্যন্ত ১৪১ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ১০৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, ৩৭ জন নিহত হয়েছেন।’ কী কারণে ভবনটি ধসে পড়েছে, তা খুঁজে বের করতে তদন্ত চলছে। তবে বিশেষজ্ঞরা বলেছেন, প্রাথমিকভাবে পাওয়া সূত্রে তাঁদের মনে হচ্ছে, নিম্নমানের নির্মাণকাজই ভবনটি ধসে পড়ার কারণ।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে নিহত ১৬ প্রবীণ

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ২০০ ছাড়াল
ট্যাগ :
সর্বধিক পাঠিত

১০ মিনিটেই শেষ শুনানি, কী নথি চাওয়া হলো? দেবের হাস্যরসেই উত্তর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইন্দোনেশিয়ায় আবাসিক স্কুল ধসে মৃত ৩৭, এখনো নিখোঁজ ২৬

আপডেট : ৫ অক্টোবর ২০২৫, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক: ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে একটি আবাসিক স্কুলের ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৭ হয়েছে। সোমবার বিকেলে নামাজের সময় ভবনের একাংশ ধসে পড়ে, তখন সেখানে কয়েক শ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। জাতীয় তল্লাশি ও উদ্ধার সংস্থার তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১৪১ জনকে উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ১০৪ জন জীবিত। এখনও ২৬ জন কিশোর শিক্ষার্থী নিখোঁজ। উদ্ধার অভিযান ৬০ শতাংশ সম্পন্ন হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, নিম্নমানের নির্মাণকাজই ভবন ধসের সম্ভাব্য কারণ হিসেবে প্রাথমিকভাবে ধরা হচ্ছে।

এক বিবৃতিতে দেশটির জাতীয় তল্লাশি ও উদ্ধার সংস্থার অপারেশন ডিরেক্টর ইয়ুধি ব্রামান্ত্যো বলেন, ‘রবিবার সকাল পর্যন্ত ১৪১ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ১০৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, ৩৭ জন নিহত হয়েছেন।’ কী কারণে ভবনটি ধসে পড়েছে, তা খুঁজে বের করতে তদন্ত চলছে। তবে বিশেষজ্ঞরা বলেছেন, প্রাথমিকভাবে পাওয়া সূত্রে তাঁদের মনে হচ্ছে, নিম্নমানের নির্মাণকাজই ভবনটি ধসে পড়ার কারণ।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে নিহত ১৬ প্রবীণ

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ২০০ ছাড়াল