২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার, ১১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বাড়ছে সংক্রমণ, রাজ্যে ফের করোনায় মৃত ১

ইমামা খাতুন
  • আপডেট : ১৯ জুন ২০২২, রবিবার
  • / 104

পুবের কলম প্রতিবেদকঃ একসময় করোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী ছিল। ২৪ ঘণ্টায় বহু মানুষের মৃত্যুর ঘটনার সাক্ষী থেকেছে রাজ্য। মাঝে কিছুদিন সেভাবে সংক্রমণ ও মৃত্যুর কোনও ঘটনা ঘটেনি। তবে রবিবার হঠাৎ করেই একজন করোনায় মারা গিয়েছেন। এ দিন সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে এমনটাই জানানো হয়েছে। শুধু তাই নয়, বিগত ২৪ ঘণ্টায় বেড়েছে করোনা সংক্রমণ।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার রাজ্যে মোট সংক্রমণ ছিল ২৮৮। সেই দিন ৬৯ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। রবিবার সেই রেকর্ড ভেঙে নতুন করেই করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬২ জন। মারা গিয়েছেন ১ জন।

আরও পড়ুন: রাজ্যের নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে এই মুহূর্তে মোট করোনা রোগীর সংখ্যা ২০,২১,৯১৭ জন। তার মধ্যে সুস্থ হয়েছেন ১৯,৯৮,৭৯৬ জন। আর মোট মৃতের সংখ্যা ২১,২০৮।

আরও পড়ুন: সউদি আরবে বহু খালি জায়গা, সেখানে ফিলিস্তিনি রাষ্ট্র হোক : নেতানিয়াহু

আরও পড়ুন: রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাড়ছে সংক্রমণ, রাজ্যে ফের করোনায় মৃত ১

আপডেট : ১৯ জুন ২০২২, রবিবার

পুবের কলম প্রতিবেদকঃ একসময় করোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী ছিল। ২৪ ঘণ্টায় বহু মানুষের মৃত্যুর ঘটনার সাক্ষী থেকেছে রাজ্য। মাঝে কিছুদিন সেভাবে সংক্রমণ ও মৃত্যুর কোনও ঘটনা ঘটেনি। তবে রবিবার হঠাৎ করেই একজন করোনায় মারা গিয়েছেন। এ দিন সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে এমনটাই জানানো হয়েছে। শুধু তাই নয়, বিগত ২৪ ঘণ্টায় বেড়েছে করোনা সংক্রমণ।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার রাজ্যে মোট সংক্রমণ ছিল ২৮৮। সেই দিন ৬৯ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। রবিবার সেই রেকর্ড ভেঙে নতুন করেই করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬২ জন। মারা গিয়েছেন ১ জন।

আরও পড়ুন: রাজ্যের নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে এই মুহূর্তে মোট করোনা রোগীর সংখ্যা ২০,২১,৯১৭ জন। তার মধ্যে সুস্থ হয়েছেন ১৯,৯৮,৭৯৬ জন। আর মোট মৃতের সংখ্যা ২১,২০৮।

আরও পড়ুন: সউদি আরবে বহু খালি জায়গা, সেখানে ফিলিস্তিনি রাষ্ট্র হোক : নেতানিয়াহু

আরও পড়ুন: রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস