বাড়ছে সংক্রমণ, রাজ্যে ফের করোনায় মৃত ১

- আপডেট : ১৯ জুন ২০২২, রবিবার
- / 14
পুবের কলম প্রতিবেদকঃ একসময় করোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী ছিল। ২৪ ঘণ্টায় বহু মানুষের মৃত্যুর ঘটনার সাক্ষী থেকেছে রাজ্য। মাঝে কিছুদিন সেভাবে সংক্রমণ ও মৃত্যুর কোনও ঘটনা ঘটেনি। তবে রবিবার হঠাৎ করেই একজন করোনায় মারা গিয়েছেন। এ দিন সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে এমনটাই জানানো হয়েছে। শুধু তাই নয়, বিগত ২৪ ঘণ্টায় বেড়েছে করোনা সংক্রমণ।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার রাজ্যে মোট সংক্রমণ ছিল ২৮৮। সেই দিন ৬৯ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। রবিবার সেই রেকর্ড ভেঙে নতুন করেই করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬২ জন। মারা গিয়েছেন ১ জন।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে এই মুহূর্তে মোট করোনা রোগীর সংখ্যা ২০,২১,৯১৭ জন। তার মধ্যে সুস্থ হয়েছেন ১৯,৯৮,৭৯৬ জন। আর মোট মৃতের সংখ্যা ২১,২০৮।