০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফল, শ্রীনগরের  নিরাপত্তারক্ষীর গুলিতে দৃষ্টিশক্তি হারানো ইনশা মুস্তাক

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১০ জুন ২০২৩, শনিবার
  • / 11

পুবের কলম, ওয়েবডেস্ক: ২০১৬ সালে নিরাপত্তারক্ষীদের ছোড়া ছররা গুলিতে দৃষ্টিশক্তি হারান জম্মু-কাশ্মীরের শোপিয়ানের কন্যা ইনশা মুস্তাক। তা সত্ত্বেও নিজের মনের জোড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফল হয়েছেন তিনি। ভবিষ্যতে ইউপিএসসি পরীক্ষায় বসার স্বপ্ন দেখছেন ইনশা।

উল্লেখ্য, ২০১৬ সালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে নিহত হন হিজবুল কমান্ডার বুরহান ওয়ানি।  তার পরেই উত্তপ্ত হয়ে ওঠে  উপত্যকা। বুরহানের হত্যার তিন দিন পর, ১১ জুলাই ২০১৬ শোপিয়ান জেলার সেদো গ্রামে বিক্ষোভ শুরু হয়। সেই সময় নিরাপত্তা বাহিনী ছোড়া গুলি লাগে ইনশা মুস্তাকের চোখে। চিরকালের জন্য দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে ইনশা। কিন্তু তার পরেও হার মানেননি তিনি। সেদিন জানলা দিয়ে সেই সময় প্রতিবাদ দেখার সময় নিরাপত্তাবাহিনীর ছোড়া ছররা গুলি তার চোখে এসে লাগে। এর পর শ্রীনগর ছাড়াও রাজ্যের বাইরে তার অস্ত্রোপচার হয়। কিন্তু ইনশা মুস্তাকের দৃষ্টিশক্তি ফিরে আসেনি।

নিজের মনের জোরে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৩১৯ নাম্বার পেয়ে উত্তীর্ণ হন ইনশা। ইনশা জানান, আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরে খুব খুশি। আমার বাবা-মায়ের অনুপ্রেরণার জন্য আমি এই সফলতার মুখ দেখতে সক্ষম হয়েছি’। ভবিষ্যতে স্নাতক হয়ে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চান তিনি।ইনশা মুশ্তাকের বাবা মুশ্তাক আহমেদ জানিয়েছেন, ‘আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি আমার মেয়ে উচ্চ মাধ্যমিকে পাশ করেছে। আমি প্রত্যেক শিক্ষকদের মেয়ের এই সফলতার জন্য ধন্যবাদ জানিয়েছি। আমার দৃষ্টিশক্তি হারানো মেয়েকে যেভাবে তারা সাহস জুগিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ।’ উল্লেখ্য, শ্রীনগরে গতকাল সন্ধ্যায় জম্মু-কাশ্মীরের স্টেট বোর্ড অফ স্কুল এডুকেশন ১২ ক্লাস পরীক্ষার ফলাফল ঘোষণা করে। পাশের হার ৬৪.৫৯। মোট ১,২৭,৬৩৬ জন পরীক্ষার্থী পরীক্ষার জন্য নথিভুক্ত করেছিল। যার মধ্যে ৮২,৪৪১ জন সফলভাবে পাশ করেছে। মোট পাশের হারে ছেলেদের মধ্যে ৬১ শতাংশ এবং মেয়ে শিক্ষার্থীদের মধ্যে ৬৮ শতাংশ।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফল, শ্রীনগরের  নিরাপত্তারক্ষীর গুলিতে দৃষ্টিশক্তি হারানো ইনশা মুস্তাক

আপডেট : ১০ জুন ২০২৩, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ২০১৬ সালে নিরাপত্তারক্ষীদের ছোড়া ছররা গুলিতে দৃষ্টিশক্তি হারান জম্মু-কাশ্মীরের শোপিয়ানের কন্যা ইনশা মুস্তাক। তা সত্ত্বেও নিজের মনের জোড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফল হয়েছেন তিনি। ভবিষ্যতে ইউপিএসসি পরীক্ষায় বসার স্বপ্ন দেখছেন ইনশা।

উল্লেখ্য, ২০১৬ সালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে নিহত হন হিজবুল কমান্ডার বুরহান ওয়ানি।  তার পরেই উত্তপ্ত হয়ে ওঠে  উপত্যকা। বুরহানের হত্যার তিন দিন পর, ১১ জুলাই ২০১৬ শোপিয়ান জেলার সেদো গ্রামে বিক্ষোভ শুরু হয়। সেই সময় নিরাপত্তা বাহিনী ছোড়া গুলি লাগে ইনশা মুস্তাকের চোখে। চিরকালের জন্য দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে ইনশা। কিন্তু তার পরেও হার মানেননি তিনি। সেদিন জানলা দিয়ে সেই সময় প্রতিবাদ দেখার সময় নিরাপত্তাবাহিনীর ছোড়া ছররা গুলি তার চোখে এসে লাগে। এর পর শ্রীনগর ছাড়াও রাজ্যের বাইরে তার অস্ত্রোপচার হয়। কিন্তু ইনশা মুস্তাকের দৃষ্টিশক্তি ফিরে আসেনি।

নিজের মনের জোরে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৩১৯ নাম্বার পেয়ে উত্তীর্ণ হন ইনশা। ইনশা জানান, আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরে খুব খুশি। আমার বাবা-মায়ের অনুপ্রেরণার জন্য আমি এই সফলতার মুখ দেখতে সক্ষম হয়েছি’। ভবিষ্যতে স্নাতক হয়ে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চান তিনি।ইনশা মুশ্তাকের বাবা মুশ্তাক আহমেদ জানিয়েছেন, ‘আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি আমার মেয়ে উচ্চ মাধ্যমিকে পাশ করেছে। আমি প্রত্যেক শিক্ষকদের মেয়ের এই সফলতার জন্য ধন্যবাদ জানিয়েছি। আমার দৃষ্টিশক্তি হারানো মেয়েকে যেভাবে তারা সাহস জুগিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ।’ উল্লেখ্য, শ্রীনগরে গতকাল সন্ধ্যায় জম্মু-কাশ্মীরের স্টেট বোর্ড অফ স্কুল এডুকেশন ১২ ক্লাস পরীক্ষার ফলাফল ঘোষণা করে। পাশের হার ৬৪.৫৯। মোট ১,২৭,৬৩৬ জন পরীক্ষার্থী পরীক্ষার জন্য নথিভুক্ত করেছিল। যার মধ্যে ৮২,৪৪১ জন সফলভাবে পাশ করেছে। মোট পাশের হারে ছেলেদের মধ্যে ৬১ শতাংশ এবং মেয়ে শিক্ষার্থীদের মধ্যে ৬৮ শতাংশ।