‘অপমানজনক মন্তব্য নিন্দনীয়’, ডিএমকে সাংসদের মন্তব্যের জবাব তেজস্বীর
- আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, রবিবার
- / 98
পুবের কলম, ওয়েবডেস্ক: বির্তকে ডিএমকে সাংসদ। বিহার, ইউপির হিন্দিভাষীরা তামিলনাড়ুতে গিয়ে শৌচাগার পরিষ্কারের কাজ করেন বলে বির্তকের জন্ম দেন সাংসদ দয়ানিধি মারান। তাঁর মন্তব্যের এবার পাল্টা দিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। তিনি বলেন, স্ট্যালিনের নেতৃত্বধীন ডিএমকে দল সামাজিক ন্যায়বিচারে বিশ্বাসী। সেই দলের নেতার মুখে এই বক্তব্য সমীচীন নয়।
রবিবার তেজস্বী যাদব বলেন, “যদি বিশেষ কিছু সমাজিক গোষ্ঠী বা শ্রেণির মানুষ এই কাজ করার কথা বলতেন তাহলেও অর্থ ছিল। কিন্তু তিনি বিহার এবং উত্তরপ্রদেশের সমগ্র মানুষের প্রতি এই ধরনের অপমানজনক মন্তব্য নিন্দনীয়। আমরা মনে করি, দেশের সমস্ত শ্রেনীর মানুষের প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন।” আগেই ডিএমকে সাংসদের মন্তব্যের বিরোধীতা করেছে সুর চড়িয়েছে বিজেপি।





































