২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

‘র’-এর প্রধান নিযুক্ত হলেন আইপিএস অফিসার রবি সিনহা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৯ জুন ২০২৩, সোমবার
  • / 34

পুবের কলম, ওয়েবডেস্ক:  ‘র’ (রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং) এর প্রধান পদে বসছেন আইপিএস অফিসার রবি সিনহা। সামন্ত কুমার গোয়েলের স্থানে স্থলাভিষিক্ত হচ্ছেন সিনহা। গোয়েলের চার বছরের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ জুন। সিনিয়র আইপিএস অফিসার রবি সিনহা সোমবার দেশের বহিরাগত গুপ্তচর সংস্থা ‘র’ প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন, বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে।
২০১৯ সালে র-এর প্রধান নিযুক্ত হয়েছিলেন গোয়েল। সামন্ত কুমার গোয়েল জম্মু ও কাশ্মীর সম্পর্কিত বিষয়ের একজন বিশেষজ্ঞ। এছাড়াও পাকিস্তানের বালাকোটে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে সার্জিক্যাল স্ট্রাইকের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।

রবি সিনহা ছত্তীশগড় ক্যাডারের ১৯৮৮ সালের ব্যাচের আইপিএস অফিসার। তিনি ক্যাবিনেট সচিবালয়ের বিশেষ সচিব হিসেবে কর্মরত ছিলেন। সিনহার নিয়োগের অনুমতি দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি। দুবছরের জন্য রবি সিনহাকে নিয়োগ করা হল।

আরও পড়ুন: দেশে নয়া সিডিএস, প্রতিরক্ষা মন্ত্রকের দ্বিতীয় সর্বোচ্চ পদে হরি কুমার

উল্লেখ্য, দেশের নিরাপত্তার স্বার্থে বিদেশ সম্পর্কিত ‘ইন্টালিজেন্স এজেন্সি’ হল এই ‘রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং’। বিদেশ থেকে আসা নানান গোপন তথ্যের ভিত্তিতে এই উইং কাজ করে। সেক্ষেত্রে সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ড রোখা ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে দেশের সরকারের নীতি নির্ধারণ করা নিয়েও ‘রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং’-এর ইনপুট মান্যতা পায় বলে জানা যায়।

আরও পড়ুন: সউদিতে রাষ্ট্রদূত নিয়োগ ইরানের  

র-এর প্রথম প্রধান ছিলেন রামেশ্বর নাথ কাও। তিনি এই পদে টানা ৯ বছর ছিলেন।  আরও ২১ জন এই সংস্থার প্রধানের দায়িত্ব পালন করেছেন। রবি সিনহা র-এর ২৩ তম প্রধান হিসেবে কাজ করবেন।

আরও পড়ুন: সিবিআইয়ের নির্দেশ: নব নিযুক্ত সমস্ত টেট প্রার্থীদের তথ্য চাইল প্রাথমিক শিক্ষা পর্ষদ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘র’-এর প্রধান নিযুক্ত হলেন আইপিএস অফিসার রবি সিনহা

আপডেট : ১৯ জুন ২০২৩, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  ‘র’ (রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং) এর প্রধান পদে বসছেন আইপিএস অফিসার রবি সিনহা। সামন্ত কুমার গোয়েলের স্থানে স্থলাভিষিক্ত হচ্ছেন সিনহা। গোয়েলের চার বছরের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ জুন। সিনিয়র আইপিএস অফিসার রবি সিনহা সোমবার দেশের বহিরাগত গুপ্তচর সংস্থা ‘র’ প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন, বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে।
২০১৯ সালে র-এর প্রধান নিযুক্ত হয়েছিলেন গোয়েল। সামন্ত কুমার গোয়েল জম্মু ও কাশ্মীর সম্পর্কিত বিষয়ের একজন বিশেষজ্ঞ। এছাড়াও পাকিস্তানের বালাকোটে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে সার্জিক্যাল স্ট্রাইকের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।

রবি সিনহা ছত্তীশগড় ক্যাডারের ১৯৮৮ সালের ব্যাচের আইপিএস অফিসার। তিনি ক্যাবিনেট সচিবালয়ের বিশেষ সচিব হিসেবে কর্মরত ছিলেন। সিনহার নিয়োগের অনুমতি দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি। দুবছরের জন্য রবি সিনহাকে নিয়োগ করা হল।

আরও পড়ুন: দেশে নয়া সিডিএস, প্রতিরক্ষা মন্ত্রকের দ্বিতীয় সর্বোচ্চ পদে হরি কুমার

উল্লেখ্য, দেশের নিরাপত্তার স্বার্থে বিদেশ সম্পর্কিত ‘ইন্টালিজেন্স এজেন্সি’ হল এই ‘রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং’। বিদেশ থেকে আসা নানান গোপন তথ্যের ভিত্তিতে এই উইং কাজ করে। সেক্ষেত্রে সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ড রোখা ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে দেশের সরকারের নীতি নির্ধারণ করা নিয়েও ‘রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং’-এর ইনপুট মান্যতা পায় বলে জানা যায়।

আরও পড়ুন: সউদিতে রাষ্ট্রদূত নিয়োগ ইরানের  

র-এর প্রথম প্রধান ছিলেন রামেশ্বর নাথ কাও। তিনি এই পদে টানা ৯ বছর ছিলেন।  আরও ২১ জন এই সংস্থার প্রধানের দায়িত্ব পালন করেছেন। রবি সিনহা র-এর ২৩ তম প্রধান হিসেবে কাজ করবেন।

আরও পড়ুন: সিবিআইয়ের নির্দেশ: নব নিযুক্ত সমস্ত টেট প্রার্থীদের তথ্য চাইল প্রাথমিক শিক্ষা পর্ষদ