২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ড্রোন সক্ষমতায় বিশ্বের অন্যতম দেশ ইরান

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 57

পুবের কলম, ওয়েবডেস্ক: ড্রোন নির্মাণ শিল্পে ইরান বিশ্বের শীর্ষ ৫ দেশের মধ্যে রয়েছে। দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফস চেয়ারম্যান মেজর জেনারেল মুহাম্মদ বাকেরি এই তথ্য দিয়েছেন। তিনি আরও বলেছেন, ইরানি ড্রোন এখন অত্যন্ত নিখুঁতভাবে দূরপাল্লার বহু মিশন সফলভাবে সম্পন্ন করতে পারে।

 

আরও পড়ুন: বোমা মারলেও ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি থেকে সরবে না, আমেরিকাকে বার্তা ইরানের বিদেশমন্ত্রীর

ইরানের সেনাপ্রধান তেহরানে সাংবাদিকদের আরও বলেন, ইরান তার সক্ষমতাকে আরও শক্তিশালী করার জন্য এ ড্রোন নির্মাণ শিল্পে অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন: ইসরাইলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, আইন পাস ইরানের সংসদে

 

আরও পড়ুন: ইরানের সুন্নি আলেমদের ঐতিহাসিক বিবৃতি: ‘একতার ডাক’ মুসলিম উম্মাহর প্রতি

ড্রোন শিল্পে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য ইরান রাশিয়াকে কোনও ড্রোন দেয়নি বলে আবারও উল্লেখ করেন জেনারেল বাকেরি।

তিনি বলেন, এ ধরনের অভিযোগ শত্রুর ‘মনস্তাত্ত্বিক যুদ্ধের’ অংশ মাত্র। রাশিয়াকে ইরানি ড্রোন হস্তান্তরের খবরটি পুরো মিথ্যা হলেও, শত্রুরা এই প্রচারণার মাধ্যমে যুদ্ধে ইরানের ড্রোন শক্তিকে স্বীকার করে নিয়েছে বলেও মন্তব্য করেন বাকেরি।

রাশিয়ার কাছে ইরানের ড্রোন বিক্রির অভিযোগ সর্বপ্রথম তুলেছিলেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। তিনি জুলাই মাসে বলেন, গোয়েন্দা সূত্রে খবর অনুযায়ী, ইউক্রেনে হামলার জন্য ইরান রাশিয়ার কাছে কয়েক শ’ ড্রোন হস্তান্তর করেছে।

এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিসহ বেশ কয়েকজন পশ্চিমা নেতা ইরানের বিরুদ্ধে একই অভিযোগ করেছেন।

তবে তেহরান ও মস্কো শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে এসেছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ড্রোন সক্ষমতায় বিশ্বের অন্যতম দেশ ইরান

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ড্রোন নির্মাণ শিল্পে ইরান বিশ্বের শীর্ষ ৫ দেশের মধ্যে রয়েছে। দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফস চেয়ারম্যান মেজর জেনারেল মুহাম্মদ বাকেরি এই তথ্য দিয়েছেন। তিনি আরও বলেছেন, ইরানি ড্রোন এখন অত্যন্ত নিখুঁতভাবে দূরপাল্লার বহু মিশন সফলভাবে সম্পন্ন করতে পারে।

 

আরও পড়ুন: বোমা মারলেও ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি থেকে সরবে না, আমেরিকাকে বার্তা ইরানের বিদেশমন্ত্রীর

ইরানের সেনাপ্রধান তেহরানে সাংবাদিকদের আরও বলেন, ইরান তার সক্ষমতাকে আরও শক্তিশালী করার জন্য এ ড্রোন নির্মাণ শিল্পে অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন: ইসরাইলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, আইন পাস ইরানের সংসদে

 

আরও পড়ুন: ইরানের সুন্নি আলেমদের ঐতিহাসিক বিবৃতি: ‘একতার ডাক’ মুসলিম উম্মাহর প্রতি

ড্রোন শিল্পে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য ইরান রাশিয়াকে কোনও ড্রোন দেয়নি বলে আবারও উল্লেখ করেন জেনারেল বাকেরি।

তিনি বলেন, এ ধরনের অভিযোগ শত্রুর ‘মনস্তাত্ত্বিক যুদ্ধের’ অংশ মাত্র। রাশিয়াকে ইরানি ড্রোন হস্তান্তরের খবরটি পুরো মিথ্যা হলেও, শত্রুরা এই প্রচারণার মাধ্যমে যুদ্ধে ইরানের ড্রোন শক্তিকে স্বীকার করে নিয়েছে বলেও মন্তব্য করেন বাকেরি।

রাশিয়ার কাছে ইরানের ড্রোন বিক্রির অভিযোগ সর্বপ্রথম তুলেছিলেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। তিনি জুলাই মাসে বলেন, গোয়েন্দা সূত্রে খবর অনুযায়ী, ইউক্রেনে হামলার জন্য ইরান রাশিয়ার কাছে কয়েক শ’ ড্রোন হস্তান্তর করেছে।

এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিসহ বেশ কয়েকজন পশ্চিমা নেতা ইরানের বিরুদ্ধে একই অভিযোগ করেছেন।

তবে তেহরান ও মস্কো শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে এসেছে।