আমেরিকার গালে জোরে থাপ্পড় মেরেছে ইরান! যুদ্ধ বিরতির পর বার্তা খোমেনের

- আপডেট : ২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার
- / 275
পুবের কলম ওয়েবডেস্ক: ইসরাইলের বিরুদ্ধে সাম্প্রতিক সংঘাতে বিজয়ের দাবি তুলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই ইরানবাসীকে অভিনন্দন জানিয়েছেন। সোশাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় তিনি এই ‘জয়’কে ইসলামিক প্রজাতন্ত্রের দৃঢ়তার প্রতীক বলে উল্লেখ করেছেন।
ইরান-ইসরাইল যুদ্ধবিরতির পর এটাই খামেনেইয়ের প্রথম প্রতিক্রিয়া। যা ঘিরে দেশ-বিদেশে শুরু হয়েছে নতুন আলোচনার ঢেউ।
তিনি লিখেছেন, “এত হইচই করে, এত দাবি করার পরেও ইহুদি সরকার কার্যত ইসলামিক প্রজাতন্ত্রের হামলায় চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছে।”
গত মঙ্গলবার ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তার আগে কয়েকদিন ধরে চলা তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরাইলের সামরিক পরিকাঠামো ও বেসামরিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়।
কিন্তু যুদ্ধবিরতির পর আয়াতোল্লা খামেনেইয়ের দীর্ঘ নীরবতা সোশাল মিডিয়া এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে নানা জল্পনা তৈরি করেছিল। অনেকে বলছিলেন, হয়তো তাঁর স্বাস্থ্যের অবনতি হয়েছে অথবা তিনি হামলার পরিণতি নিয়ে চিন্তিত।
অবশেষে বুধবার সকালে তাঁর অফিসিয়াল পেজ থেকে এই বিজয় বার্তা প্রকাশ করা হয়। যা ইঙ্গিত দেয় ইরান এখন এই সংঘর্ষকে কৌশলগত জয় হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে।
এই বার্তার মাধ্যমে খামেনেই দেশের ভিতরে জাতীয়তাবাদী আবেগ জোরদার করতে চাইছেন। সেই সঙ্গে আন্তর্জাতিক মঞ্চেও ইসরাইলকে রাজনৈতিকভাবে চাপে ফেলতে চাইছেন বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।