১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

Gaza hospital-এ বোমা মেরে ৫ সাংবাদিককে খুন ইসরাইলের

ইমামা খাতুন
  • আপডেট : ২৫ অগাস্ট ২০২৫, সোমবার
  • / 647

পুবের কলম,ওয়েবডেস্ক: গাজার দক্ষিণের নাসের হাসপাতালে (Gaza hospital) সোমবার সকালে ইসরাইলের হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজন সাংবাদিকও আছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, খান ইউনিসের ওই হাসপাতালের চতুর্থ তলায় ‘ডাবল ট্যাপ’ আক্রমণ চালানো হয়—প্রথমে একটি ক্ষেপণাস্ত্র, পরে আহতদের উদ্ধার করতে যাওয়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের টার্গেট করে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র।

 

আরও পড়ুন: যুদ্ধবিরতির চুক্তিতে গাজাবাসীর আনন্দ, তবে আছে উৎকণ্ঠাও

নিহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন রয়টার্সের ক্যামেরাম্যান হোসাম আল-মাসরি, আল-জাজিরার চিত্রসাংবাদিক মুহাম্মদ সালামা, আলোকচিত্রী মরিয়ম আবু দাক্কা, এনবিসির সাংবাদিক মুয়াথ আবু তাহা এবং সাংবাদিক আহমেদ আবু আজিজ। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, অন্তত এক উদ্ধারকর্মী নিহত হয়েছেন এবং সাতজন গুরুতর আহত।

আরও পড়ুন: কে রুখবে নেতানিয়াহুকে? ট্রাম্পের শান্তি আহ্বান অগ্রাহ্য করে গাজায় ইসরাইলের ভয়াবহ হামলা, নিহত ৭০

 

আরও পড়ুন: মাঝ পথেই থেমে গেল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, আটক শেষ জাহাজটিও

এর আগে সোমবারই গাজার বিভিন্ন স্থানে ইসরাইলের হামলায় আরও ২০ জন মারা যান। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় খাদ্যাভাব ও অপুষ্টিতে ১১ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে দুজন শিশু। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ক্ষুধা আর চিকিৎসার অভাবে অন্তত ৩০০ জন প্রাণ হারিয়েছেন, যার মধ্যে ১১৭ জন শিশু।

 

রাষ্ট্রসংঘ থেকে ইসরাইলকে বরখাস্তের দাবি তুলল তুরস্ক

এমন পরিস্থিতিতে ইসরাইলের সেনাপ্রধান লে. জেনারেল আইয়াল জামির প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে কাতার-ইজিপ্ট প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মত হতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “একটা বন্দি বিনিময়ের চুক্তি এখন টেবিলে আছে, এটা নেওয়া জরুরি।” সেনাবাহিনীর অনেক শীর্ষ কর্মকর্তা গাজা সিটি দখলের নেতানিয়াহুর পরিকল্পনার বিরোধিতা করছেন। এমনকি ৬০০’রও বেশি প্রাক্তন সেনা ও নিরাপত্তা কর্মকর্তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে চিঠি দিয়ে যুদ্ধ থামাতে চাপ দেওয়ার অনুরোধ করেছেন।

রাষ্ট্রসংঘ মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র রবিনা শামদাসানি এ হামলার তীব্র নিন্দা করে বলেন, “সাংবাদিকরা কোনোভাবেই টার্গেট হতে পারেন না। হাসপাতালও নয়। সাংবাদিকদের হত্যাকাণ্ড বিশ্বকে স্তব্ধ নীরবতায় নয়, বরং জবাবদিহি আর ন্যায় বিচারের দাবিতে নাড়িয়ে তোলা উচিত।”

প্যালেস্টাইনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, আহতদের সেবায় নিয়োজিত এক মেডিকও গুলিতে জখম হয়েছেন। সংস্থাটি তাদের অ্যাম্বুলেন্সে গুলির চিহ্ন দেখানো ভিডিও প্রকাশ করেছে।

অন্যদিকে লেবাননের হিজবুল্লাহকে নিরস্ত্র করতে পারলে ধাপে ধাপে সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছে ইজরায়েল। যদিও লেবাননের দক্ষিণে পাঁচটি এলাকা এখনও দখল করে রেখেছে ইসরাইল ।

এদিকে বেলজিয়ামের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে ইউরোপীয় দেশগুলিকে আহ্বান জানিয়েছেন। সিরিয়াও সোমবার দামেস্কের কাছে ইসরাইলি সামরিক হামলার নিন্দা করেছে।

ইসরাইল যখন গণহত্যা চালাচ্ছে তখন ফ্যাশন ব্র্যান্ড বক্সফ্রেশের প্রতিষ্ঠাতা রজার ওয়েডকে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন ফুটবল ক্লাব থেকে পাঁচ ম্যাচের জন্য বহিষ্কার করা হয়। কারণ, তিনি দর্শকসারিতে ‘প্যালেস্টাইন’ লেখা জার্সি পরে বসেছিলেন।

ওয়েড জানিয়েছেন, জার্সিতে কোনো রাজনৈতিক বার্তা ছিল না, শুধু পতাকা আর দেশের নাম। তবুও ক্লাব কর্তৃপক্ষ তাঁকে বের করে দেয় এবং পরে বহিষ্কারের নোটিশ পাঠায়। একদিকে গাজায় গণহত্যা, সাংবাদিক হত্যা আর দুর্ভিক্ষ; অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে ক্ষোভ ও চাপ। প্রশ্ন থেকে যাচ্ছে—কবে থামবে এই রক্তপাত?

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Gaza hospital-এ বোমা মেরে ৫ সাংবাদিককে খুন ইসরাইলের

আপডেট : ২৫ অগাস্ট ২০২৫, সোমবার

পুবের কলম,ওয়েবডেস্ক: গাজার দক্ষিণের নাসের হাসপাতালে (Gaza hospital) সোমবার সকালে ইসরাইলের হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজন সাংবাদিকও আছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, খান ইউনিসের ওই হাসপাতালের চতুর্থ তলায় ‘ডাবল ট্যাপ’ আক্রমণ চালানো হয়—প্রথমে একটি ক্ষেপণাস্ত্র, পরে আহতদের উদ্ধার করতে যাওয়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের টার্গেট করে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র।

 

আরও পড়ুন: যুদ্ধবিরতির চুক্তিতে গাজাবাসীর আনন্দ, তবে আছে উৎকণ্ঠাও

নিহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন রয়টার্সের ক্যামেরাম্যান হোসাম আল-মাসরি, আল-জাজিরার চিত্রসাংবাদিক মুহাম্মদ সালামা, আলোকচিত্রী মরিয়ম আবু দাক্কা, এনবিসির সাংবাদিক মুয়াথ আবু তাহা এবং সাংবাদিক আহমেদ আবু আজিজ। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, অন্তত এক উদ্ধারকর্মী নিহত হয়েছেন এবং সাতজন গুরুতর আহত।

আরও পড়ুন: কে রুখবে নেতানিয়াহুকে? ট্রাম্পের শান্তি আহ্বান অগ্রাহ্য করে গাজায় ইসরাইলের ভয়াবহ হামলা, নিহত ৭০

 

আরও পড়ুন: মাঝ পথেই থেমে গেল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, আটক শেষ জাহাজটিও

এর আগে সোমবারই গাজার বিভিন্ন স্থানে ইসরাইলের হামলায় আরও ২০ জন মারা যান। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় খাদ্যাভাব ও অপুষ্টিতে ১১ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে দুজন শিশু। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ক্ষুধা আর চিকিৎসার অভাবে অন্তত ৩০০ জন প্রাণ হারিয়েছেন, যার মধ্যে ১১৭ জন শিশু।

 

রাষ্ট্রসংঘ থেকে ইসরাইলকে বরখাস্তের দাবি তুলল তুরস্ক

এমন পরিস্থিতিতে ইসরাইলের সেনাপ্রধান লে. জেনারেল আইয়াল জামির প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে কাতার-ইজিপ্ট প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মত হতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “একটা বন্দি বিনিময়ের চুক্তি এখন টেবিলে আছে, এটা নেওয়া জরুরি।” সেনাবাহিনীর অনেক শীর্ষ কর্মকর্তা গাজা সিটি দখলের নেতানিয়াহুর পরিকল্পনার বিরোধিতা করছেন। এমনকি ৬০০’রও বেশি প্রাক্তন সেনা ও নিরাপত্তা কর্মকর্তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে চিঠি দিয়ে যুদ্ধ থামাতে চাপ দেওয়ার অনুরোধ করেছেন।

রাষ্ট্রসংঘ মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র রবিনা শামদাসানি এ হামলার তীব্র নিন্দা করে বলেন, “সাংবাদিকরা কোনোভাবেই টার্গেট হতে পারেন না। হাসপাতালও নয়। সাংবাদিকদের হত্যাকাণ্ড বিশ্বকে স্তব্ধ নীরবতায় নয়, বরং জবাবদিহি আর ন্যায় বিচারের দাবিতে নাড়িয়ে তোলা উচিত।”

প্যালেস্টাইনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, আহতদের সেবায় নিয়োজিত এক মেডিকও গুলিতে জখম হয়েছেন। সংস্থাটি তাদের অ্যাম্বুলেন্সে গুলির চিহ্ন দেখানো ভিডিও প্রকাশ করেছে।

অন্যদিকে লেবাননের হিজবুল্লাহকে নিরস্ত্র করতে পারলে ধাপে ধাপে সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছে ইজরায়েল। যদিও লেবাননের দক্ষিণে পাঁচটি এলাকা এখনও দখল করে রেখেছে ইসরাইল ।

এদিকে বেলজিয়ামের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে ইউরোপীয় দেশগুলিকে আহ্বান জানিয়েছেন। সিরিয়াও সোমবার দামেস্কের কাছে ইসরাইলি সামরিক হামলার নিন্দা করেছে।

ইসরাইল যখন গণহত্যা চালাচ্ছে তখন ফ্যাশন ব্র্যান্ড বক্সফ্রেশের প্রতিষ্ঠাতা রজার ওয়েডকে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন ফুটবল ক্লাব থেকে পাঁচ ম্যাচের জন্য বহিষ্কার করা হয়। কারণ, তিনি দর্শকসারিতে ‘প্যালেস্টাইন’ লেখা জার্সি পরে বসেছিলেন।

ওয়েড জানিয়েছেন, জার্সিতে কোনো রাজনৈতিক বার্তা ছিল না, শুধু পতাকা আর দেশের নাম। তবুও ক্লাব কর্তৃপক্ষ তাঁকে বের করে দেয় এবং পরে বহিষ্কারের নোটিশ পাঠায়। একদিকে গাজায় গণহত্যা, সাংবাদিক হত্যা আর দুর্ভিক্ষ; অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে ক্ষোভ ও চাপ। প্রশ্ন থেকে যাচ্ছে—কবে থামবে এই রক্তপাত?