০৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আল-আকসার খতিবের ওপর ইসরাইলি নিষেধাজ্ঞা

ইমামা খাতুন
  • আপডেট : ১৭ মে ২০২২, মঙ্গলবার
  • / 9

পুবের কলম ওয়েবডেস্ক: জেরুসালেমে অবস্থিত মুসলিমদের প্রথম ক্কিবলা পবিত্র মসজিদুল আকসার খতিব শায়খ ইকরিমা সাবরির বিদেশভ্রমণ নিষিদ্ধ করেছে ইসরাইল। চার মাসের জন্য ইকরিমা সাবরি দেশত্যাগ করতে পারবেন না। ‘রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি’ বিবেচনা করে ৮৩ বছর বয়সী এই আলেমকে নিষেধাজ্ঞা দেয় জায়নবাদী ইসরাইল। শায়খ ইকরিমা সাবরির কার্যালয় জানায়, ইসরাইলের স্বরাষ্ট্রমন্ত্রী আইলেদ সাকেদ স্বাক্ষরিত একটি নোটিশ গোয়েন্দাদের মাধ্যমে শায়খের কাছে হস্তান্তর করা হয়েছে। এতে চার মাসের জন্য সাবরির বিদেশে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। তবে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে সরব হয়েছেন আল আকসার প্রধান খতিব সাবরি। সাহসিকতার সাথে লেখা উত্তরে তিনি বলেন,  ‘আমাদের ওপর আল্লাহর অনুগ্রহ যে, তিনি আমাদের মসজিদুল আকসার সাথে সম্পর্কের নেয়ামত দ্বারা সম্মানিত করেছেন। আল্লাহর ইচ্ছা ছাড়া কখনই আমরা বরকতময় এ ভূমি ত্যাগ করব না।’ সাবরি আরও লেখেন, ‘এই অন্যায় সিদ্ধান্ত আমার অবস্থানকে কিছুতেই পরিবর্তন করতে পারবে না এবং জনগণের ওপর আমার যে ধর্মীয় দায়িত্ব ও কর্তব্য তা থেকে আমাকে বিরত রাখতে পারবে না। মৃত্যুর আগে পর্যন্ত মসজিদুল আকসাকে রক্ষা করব।’ ইকরিমা সাবরির আইনজীবি হামজাহ কুতাইনাহ বলেন, ‘শায়খের দেশত্যাগে বাধা তার ওপর ধারাবাহিক নিপীড়ন ও হয়রানির অংশ। এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও মানবতা বিরোধী’।

আরও পড়ুন: হুতি আক্রমণে স্তব্ধ ইসরাইলি বিমান বন্দর, উড়ান বাতিল একাধিক সংস্থার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আল-আকসার খতিবের ওপর ইসরাইলি নিষেধাজ্ঞা

আপডেট : ১৭ মে ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক: জেরুসালেমে অবস্থিত মুসলিমদের প্রথম ক্কিবলা পবিত্র মসজিদুল আকসার খতিব শায়খ ইকরিমা সাবরির বিদেশভ্রমণ নিষিদ্ধ করেছে ইসরাইল। চার মাসের জন্য ইকরিমা সাবরি দেশত্যাগ করতে পারবেন না। ‘রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি’ বিবেচনা করে ৮৩ বছর বয়সী এই আলেমকে নিষেধাজ্ঞা দেয় জায়নবাদী ইসরাইল। শায়খ ইকরিমা সাবরির কার্যালয় জানায়, ইসরাইলের স্বরাষ্ট্রমন্ত্রী আইলেদ সাকেদ স্বাক্ষরিত একটি নোটিশ গোয়েন্দাদের মাধ্যমে শায়খের কাছে হস্তান্তর করা হয়েছে। এতে চার মাসের জন্য সাবরির বিদেশে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। তবে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে সরব হয়েছেন আল আকসার প্রধান খতিব সাবরি। সাহসিকতার সাথে লেখা উত্তরে তিনি বলেন,  ‘আমাদের ওপর আল্লাহর অনুগ্রহ যে, তিনি আমাদের মসজিদুল আকসার সাথে সম্পর্কের নেয়ামত দ্বারা সম্মানিত করেছেন। আল্লাহর ইচ্ছা ছাড়া কখনই আমরা বরকতময় এ ভূমি ত্যাগ করব না।’ সাবরি আরও লেখেন, ‘এই অন্যায় সিদ্ধান্ত আমার অবস্থানকে কিছুতেই পরিবর্তন করতে পারবে না এবং জনগণের ওপর আমার যে ধর্মীয় দায়িত্ব ও কর্তব্য তা থেকে আমাকে বিরত রাখতে পারবে না। মৃত্যুর আগে পর্যন্ত মসজিদুল আকসাকে রক্ষা করব।’ ইকরিমা সাবরির আইনজীবি হামজাহ কুতাইনাহ বলেন, ‘শায়খের দেশত্যাগে বাধা তার ওপর ধারাবাহিক নিপীড়ন ও হয়রানির অংশ। এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও মানবতা বিরোধী’।

আরও পড়ুন: হুতি আক্রমণে স্তব্ধ ইসরাইলি বিমান বন্দর, উড়ান বাতিল একাধিক সংস্থার