০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ইতিহাস গড়ল ইসরো, মধ্যরাতে ভারী রকেটে করে একসঙ্গে ৩৬টি স্যাটেলাইট উৎক্ষেপণ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৩ অক্টোবর ২০২২, রবিবার
  • / 148

পুবের কলম, ওয়েবডেস্ক: ফের ইতিহাস গড়ল ভারতের মহাকাশ সংস্থা ইসরো। শনিবার রাত ১২টা বেজে ঠিক সাত মিনিটে ৩৬টি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়।
অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সবচেয়ে ভারী রকেটে করে একসঙ্গে একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। পাঁচ হাজার সাতশো ছিয়ানব্বই কেজির পেলোড নিয়ে সফল উড়ান হয়েছে রকেটের।

ব্রিটেনের ওয়ানওয়েবের জন্য ৩৬টি উপগ্রহ নিয়ে উড়ে গেল ভারতীয় রকেট৷   এই কমিউনিকেশন  স্যাটেলাইটগুলি পৃথিবীর লো আর্থ অরবিটে সফল ভাবে স্থাপন করা হয়েছে। এটিই প্রথম বাণিজ্যিক মিশন ইসরোর৷ ভারতের জিএসএলভি এমকে ৩ রকেটের নাম পরিবর্তন করে এলভিএম৩ এম২ (LVM3-M2) রাখা হয়েছে। এর অপর নাম ‘ওয়ানওয়েব ইন্ডিয়া১’।

আরও পড়ুন: ইসরো চেয়ারম্যানের জোরাজুরিতে এড়ানো গেছে দূর্ঘটনা জানালেন Shubhansh Shukla

রকেটটির দৈর্ঘ্য সাড়ে ৪৩ মিটার। এর ওজন ৬৪৪ টন, যা দেশের সবচেয়ে ভারী রকেট। লো আর্থ অরবিটে আট টন পেলোড বহনের ক্ষমতা রয়েছে এই রকেটের। তিন-পর্যায়ের লঞ্চিং সিস্টেমে আছে দুটি সোলিড প্রোপেলার স্ট্র্যাপ-অন। উৎক্ষেপণের মাত্র ১৯ মিনিটের মধ্যেই নেটওয়ার্ক অ্যাক্সেস অ্যাসোসিয়েটেড লিমিটেড-এর ৩৬টি ছোট ব্রডব্যান্ড কমিউনিকেশন স্যাটেলাইট LEO-র সঙ্গে সংযুক্ত করে দিল ইসরোর রকেট।

আরও পড়ুন: নাগরিকদের নিরাপত্তার জন্য ১০টি উপগ্রহ কাজ করছে: ইসরোর চেয়ারম্যান

আরও পড়ুন: ফের চাঁদের দেশে পাড়ি দেবে ভারত, চন্দ্রযান-৫ মিশনে ছাড়পত্র দিল কেন্দ্র

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইতিহাস গড়ল ইসরো, মধ্যরাতে ভারী রকেটে করে একসঙ্গে ৩৬টি স্যাটেলাইট উৎক্ষেপণ

আপডেট : ২৩ অক্টোবর ২০২২, রবিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ফের ইতিহাস গড়ল ভারতের মহাকাশ সংস্থা ইসরো। শনিবার রাত ১২টা বেজে ঠিক সাত মিনিটে ৩৬টি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়।
অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সবচেয়ে ভারী রকেটে করে একসঙ্গে একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। পাঁচ হাজার সাতশো ছিয়ানব্বই কেজির পেলোড নিয়ে সফল উড়ান হয়েছে রকেটের।

ব্রিটেনের ওয়ানওয়েবের জন্য ৩৬টি উপগ্রহ নিয়ে উড়ে গেল ভারতীয় রকেট৷   এই কমিউনিকেশন  স্যাটেলাইটগুলি পৃথিবীর লো আর্থ অরবিটে সফল ভাবে স্থাপন করা হয়েছে। এটিই প্রথম বাণিজ্যিক মিশন ইসরোর৷ ভারতের জিএসএলভি এমকে ৩ রকেটের নাম পরিবর্তন করে এলভিএম৩ এম২ (LVM3-M2) রাখা হয়েছে। এর অপর নাম ‘ওয়ানওয়েব ইন্ডিয়া১’।

আরও পড়ুন: ইসরো চেয়ারম্যানের জোরাজুরিতে এড়ানো গেছে দূর্ঘটনা জানালেন Shubhansh Shukla

রকেটটির দৈর্ঘ্য সাড়ে ৪৩ মিটার। এর ওজন ৬৪৪ টন, যা দেশের সবচেয়ে ভারী রকেট। লো আর্থ অরবিটে আট টন পেলোড বহনের ক্ষমতা রয়েছে এই রকেটের। তিন-পর্যায়ের লঞ্চিং সিস্টেমে আছে দুটি সোলিড প্রোপেলার স্ট্র্যাপ-অন। উৎক্ষেপণের মাত্র ১৯ মিনিটের মধ্যেই নেটওয়ার্ক অ্যাক্সেস অ্যাসোসিয়েটেড লিমিটেড-এর ৩৬টি ছোট ব্রডব্যান্ড কমিউনিকেশন স্যাটেলাইট LEO-র সঙ্গে সংযুক্ত করে দিল ইসরোর রকেট।

আরও পড়ুন: নাগরিকদের নিরাপত্তার জন্য ১০টি উপগ্রহ কাজ করছে: ইসরোর চেয়ারম্যান

আরও পড়ুন: ফের চাঁদের দেশে পাড়ি দেবে ভারত, চন্দ্রযান-৫ মিশনে ছাড়পত্র দিল কেন্দ্র