‘চন্দ্রযান ৩’ সফল অভিযানের পর এবার মঙ্গলে পাড়ি দেবে ইসরোর ‘মঙ্গলায়ন-২’
- আপডেট : ৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার
- / 74
পুবের কলম, ওয়েবডেস্ক: ‘চন্দ্রযান ৩’ অভিযান সফল হওয়ার পর এবার মঙ্গলে পাড়ি দেবে ইসরোর ‘মঙ্গলায়ন-২’। মঙ্গলে অবতরণের লক্ষ্য নিয়ে ‘মঙ্গলায়ন-২’ ২০৩০ উড়ান পরিকল্পনা ঘোষণা করল ইসরো। ভারতের মহাকাশ গবেষণায় এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। ইসরোর চেয়ারম্যান ড. ভি নারায়ণন বুধবার জানিয়েছেন, ২০৩০ সালে এই ‘মঙ্গলযান-২’ মিশন শুরু হতে পারে। ২০১৩ সালের প্রথম মঙ্গল অভিযানের স্বপ্ন সফল করার পথে হেঁটেছিল ভারত। সেই বছরে ৫ নভেম্বর প্রথম চেষ্টাতেই মঙ্গল গ্রহের কক্ষপথে ভারতের মহাকাশযান প্রতিস্থাপন করতে পেরেছিল ইসরো।
সূত্রের খবর, ২০২২ সালে ‘মার্স অরবিটার মিশন’ বা ‘মম’-এর প্রপেলান্ট অর্থাৎ জ্বালানি ফুরিয়ে যাওয়ার কারণে সেই মহাকাশযানটিকে আর জাগিয়ে রাখা সম্ভব হয়নি। তবে তা সক্রিয় থাকাকালীন সাত বছরের বেশি সময় ধরে মঙ্গলের সম্পর্কে একাধিক তথ্য ভারতের হাতে এসেছে। এদিকে ঐতিহাসিক ‘মঙ্গলায়ন’ মিশনের ১২ বছর পর ভারত আবারও লাল গ্রহের পথে — তবে এবার লক্ষ্য শুধু কক্ষপথ নয়, সরাসরি মঙ্গলে অবতরণ।




































