০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

‘রাজনৈতিক নয়, সৌজন্যমূলক বৈঠক ছিল’ মোদির সঙ্গে রাজভবনে বৈঠক শেষে জানালেন মুখ্যমন্ত্রী

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১ মার্চ ২০২৪, শুক্রবার
  • / 5

পুবের কলম, ওয়েবডেস্ক: লোকসভা ভোটের আগে বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  ( Narendra Modi) । সন্দেশখালি ঘটনার আবহে দুদিনের কর্মসূচিতে রাজ্যে মোদি। খুব স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে রাজ্যে প্রধানমন্ত্রীর আগমন অবশ্যই তাৎপর্যপূর্ণ। আজ আরামবাগ থেকে সভা সেরে মোদি সোজা চলে আসেন রাজভবনে। সেখানেই আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee) । দুজনের মধ্যে বৈঠক হয়।

এদিন বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এটি কোনও রাজনৈতিক বৈঠক নয়, সৌজন্যমূলক বৈঠক। আমি এই মুহূর্তে বৈঠকে কি আলোচনা হল তা নিয়ে কিছু বলব না, যা বলার দল পরে বলবে। এদিন সাংবাদিকরা মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করেন প্রধানমন্ত্রীকে কি দিয়ে আপ্যায়ন করা হল? বাংলার দই কি মোদিকে দেওয়া হয়েছে? উত্তরে মুখ্যমন্ত্রী জানান, বাংলায় অতিথিরা এলেই তাঁদের সব সময় মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়।

উল্লেখ্য, কড়া নিরাপত্তার ঘেরাটোপে লোকসভা  ভোটের আগে রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকাল ১০টা ৩৫ মিনিটে অণ্ডাল বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টারে ঝাড়খণ্ডে যান তিনি। ধানবাদ থেকে হেলিকপ্টারে আরামবাগে  আসেন তিনি। সেখানে জনসভা করেন।  রাতে রাজভবনে থাকবেন প্রধানমন্ত্রী, আগামীকাল কৃষ্ণনগরে জনসভা করবেন মোদি । এদিন প্রোটোকল মেনে রাজভবনে মোদি-মমতা বৈঠক হয়। বিকেল পাঁচটা নাগাদ ফাইল হাতে গাড়ি থেকে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘রাজনৈতিক নয়, সৌজন্যমূলক বৈঠক ছিল’ মোদির সঙ্গে রাজভবনে বৈঠক শেষে জানালেন মুখ্যমন্ত্রী

আপডেট : ১ মার্চ ২০২৪, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: লোকসভা ভোটের আগে বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  ( Narendra Modi) । সন্দেশখালি ঘটনার আবহে দুদিনের কর্মসূচিতে রাজ্যে মোদি। খুব স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে রাজ্যে প্রধানমন্ত্রীর আগমন অবশ্যই তাৎপর্যপূর্ণ। আজ আরামবাগ থেকে সভা সেরে মোদি সোজা চলে আসেন রাজভবনে। সেখানেই আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee) । দুজনের মধ্যে বৈঠক হয়।

এদিন বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এটি কোনও রাজনৈতিক বৈঠক নয়, সৌজন্যমূলক বৈঠক। আমি এই মুহূর্তে বৈঠকে কি আলোচনা হল তা নিয়ে কিছু বলব না, যা বলার দল পরে বলবে। এদিন সাংবাদিকরা মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করেন প্রধানমন্ত্রীকে কি দিয়ে আপ্যায়ন করা হল? বাংলার দই কি মোদিকে দেওয়া হয়েছে? উত্তরে মুখ্যমন্ত্রী জানান, বাংলায় অতিথিরা এলেই তাঁদের সব সময় মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়।

উল্লেখ্য, কড়া নিরাপত্তার ঘেরাটোপে লোকসভা  ভোটের আগে রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকাল ১০টা ৩৫ মিনিটে অণ্ডাল বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টারে ঝাড়খণ্ডে যান তিনি। ধানবাদ থেকে হেলিকপ্টারে আরামবাগে  আসেন তিনি। সেখানে জনসভা করেন।  রাতে রাজভবনে থাকবেন প্রধানমন্ত্রী, আগামীকাল কৃষ্ণনগরে জনসভা করবেন মোদি । এদিন প্রোটোকল মেনে রাজভবনে মোদি-মমতা বৈঠক হয়। বিকেল পাঁচটা নাগাদ ফাইল হাতে গাড়ি থেকে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।