০২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
হিমাচল প্রদেশে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা জয়রাম রমেশের,জানালেন জনাদেশ শিরোধার্য
অর্পিতা লাহিড়ী
- আপডেট : ৮ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার
- / 10
পুবের কলম ওয়েবডেস্ক: বিজেপির কাছ থেকে হিমাচল প্রদেশ ছিনিয়ে নিয়েছে কংগ্রেস। মোট ৬৮ টা আসনের মধ্যে কংগ্রেস পেয়েছে ৪০টি, বিজেপি ২৫টি। তবে হার যখন একেবারে নিশ্চিত, এমন সময় রাজভবনে গিয়ে হিমাচল প্রদেশের রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন জয়রাম ঠাকুর। বৃহস্পতিবার বিকেলে রাজভবনে গিয়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন জয়রাম ঠাকুর।
ইস্তফাপত্র জমা দিতে যাওয়ার প্রাক্কালে জয়রাম বলেছেন, জনগণের রায়কে আমি সম্মান করি। আমরা রাজনীতি নির্বিশেষে রাজ্যের উন্নয়নে দাঁড়াব। আমরা আমাদের ত্রুটিগুলি বিশ্লেষণ করব এবং পরবর্তী সময়ে উন্নতি করব। গুজরাতে বিপুল জয়ের পরেও কিন্তু হিমাচলে পরাজয় কাঁটা হয়ে দাঁড়াল
Tag :
Himachal Pradesh jairam ramesh resigns . from the post of Chief Minister says Janadesh Shirodharya