১৫০টির বেশি আসন পাবে জন সুরাজ পার্টি: ভোটের আগে বড় দাবি পিকের

- আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার
- / 76
পুবের কলম, ওয়েবডেস্ক: ভোটে লড়বেন না বলে জানিয়ে দিয়েছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। ইতিমধ্যে তাঁর দল ‘জন সুরাজ পার্টি’ প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। আসন্ন বিহার নির্বাচনে কতটা প্রভাব ফেলবে পিকের দল? শুক্রবার ভোটকুশলী ও রাজনীতিক প্রশান্ত কিশোর দাবি করেন, তাঁর দল ১৫০টির বেশি আসন পাবে। তাঁকে বিশ্বাস না করেন, সেই ক্ষেত্রে হয়তো ১০টি আসনও পেতে পারে দল।
বিহার বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। আসন্ন নির্বাচনে বিহারে যে একটা বড় ফ্যাক্টর হতে চলেছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর ও তাঁর দল জন সুরজ পার্টি, তা আগেই অনুমান করা হয়েছিল। আর সেই নির্বাচনের মুখে বড় ঘোষণা করলেন জন সুরাজ পার্টির সুপ্রিমো। আসন্ন বিহার নির্বাচনের ২৪৩টি আসনে লড়াই করতে চলেছে জন সুরাজ পার্টি।
সম্প্রতি প্রশান্ত কিশোর বলেন, ‘হয় আমরা ১০টির থেকে কম আসন পাবো, না হলে ১৫০টির থেকে বেশি আসন পেতে চলেছি। আমরা এখানেই থামব না। মানুষ বুঝেছেন বিহারের দুর্দশার অবসান ঘটানোর জন্য এটি অন্যতম পথ। মানুষ যদি ভরসা দেখান, সেই ক্ষেত্রে সব সমীকরণ বদলে যাবে। আর যদি তাঁরা সব দেখাশোনার পরেও ভরসা না করেন, তাহলে ১০টিরও কম আসন পাবো।’
এর আগে বিহার ভোটে লড়াই না করার ব্যাখ্যা দিয়েছেন প্রশান্ত কিশোর বলেন, ভোটে না দাঁড়িয়ে সাংগঠনিক কাজে মনোনিবেশ করতে চান তিনি। তাঁর কথায়, ‘আমি নির্বাচনে লড়তে চেয়েছিলাম, কিন্তু দলের সিদ্ধান্তই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং আমিও তার পক্ষে। দলের সদস্যরা সিদ্ধান্ত নিয়েছেন যে আমার দলের অন্যান্য প্রার্থীদের জেতাতে মনোযোগ দেওয়া উচিত, তাই আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি না…।’
পিকে আরও বলেন, ‘দল সিদ্ধান্ত নিয়েছে যে আমার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত নয়। সেই কারণে, তেজস্বী যাদবের বিরুদ্ধে রাঘোপুর থেকে অন্য একজন প্রার্থীকে দল ঘোষণা করেছে। এটি ছিল দলের বৃহত্তর স্বার্থে নেওয়া একটি সিদ্ধান্ত। যদি আমি প্রতিদ্বন্দ্বিতা করতাম, তবে এটি আমাকে প্রয়োজনীয় সাংগঠনিক কাজ থেকে বিচ্ছিন্ন করত।’