০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

অবস্থান বিক্ষোভের তৃতীয় দিনে মিছিল: রাস্তায় বসেই পাঠ দিলেন চাকরিহারা শিক্ষকরা

চামেলি দাস
  • আপডেট : ১৭ মে ২০২৫, শনিবার
  • / 173

পুবের কলম, ওয়েবডেস্ক: বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীদের অবস্থান বিক্ষোভ তৃতীয় দিনে পড়ল। শনিবারও সল্টলেকের শিক্ষা দফতরের সামনে অবস্থান চালিয়ে যাচ্ছেন প্রচুর সংখ্যক চাকরিহারা যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা। এ দিন বিকেলে আন্দোলনকারীরা করুণাময়ী পর্যন্ত একটি মিছিল করেন। রাস্তায় বসে ছাত্রছাত্রীদের পড়ানোর উদ্যোগও নেন চাকরিহারা শিক্ষকরা।

উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে বিকাশ ভবনের সামনে শুরু হয়েছে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের অবস্থান কর্মসূচি। আন্দোলনকারীদের মূল দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশে যে চাকরি তাঁদের হারাতে হয়েছে, স-সম্মানে তা ফিরিয়ে দিতে হবে। তার জন্য নতুন করে আর কোনও পরীক্ষায় তাঁরা বসতে চান না। এই দাবিতেই বিকাশ ভবন অভিযানে গিয়ে বৃহস্পতিবার চাকরিহারাদের বিক্ষোভে লাঠিচার্জ করেছিল পুলিশ। তাঁরা বিকাশ ভবন ঘেরাও করেছিলেন। সেই সময়ই আন্দোলনকারীদের সরিয়ে দিতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। পুলিশের লাঠির আঘাতে জখম হন বহু শিক্ষক-শিক্ষাকর্মী। সেদিন থেকেই বিকাশ ভবনের সামনে রাস্তায় বসে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা।

আরও পড়ুন: এসএসসি ২০২৫ নিয়োগ বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক, কলকাতা হাইকোর্টে ফের মামলা চাকরিহারা শিক্ষকদের

শনিবার এবং রবিবার বন্ধ থাকে বিকাশ ভবন। তাই সপ্তাহান্তের এই দু’দিন নতুন করে জোরালো কোনও কর্মসূচি গ্রহণ করেননি আন্দোলনকারীরা। এ দিন চাকরিহারা আন্দোলনকারীরা বলেন, ‘আমরা অবস্থান চালিয়ে যাব। এ দিন মারধর করার প্রতিবাদে পুলিশের হাতে চকলেট পেন তুলে দেওয়া হয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের পড়ান শিক্ষকরা।’

আরও পড়ুন: এসএসসি: আজ থেকে পরীক্ষার আবেদনের প্রক্রিয়া শুরু

২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে। চাকরি গিয়েছে ২৫ হাজার ৭৩৫ জনের। তাঁদের মধ্যে যে শিক্ষকেরা ‘দাগি’ (টেন্টেড) নন, তাঁদের ৩১ ডিসেম্বর পর্যন্ত ßুñলে যাওয়ার অনুমতি দিয়েছে শীর্ষ আদালত। তাঁরা বেতনও পাবেন। তবে নতুন করে তাঁদের নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে হবে। এর প্রতিবাদেই বিক্ষোভ চলছে।

আরও পড়ুন: এসএসসি মামলায় রাজ্যের স্বস্তি, মামলায় জরুরি হস্তক্ষেপে ‘না’ হাইকোর্টের, নিয়োগে রইল না বাধা

চাকরিহারা আন্দোলনকারীদের নেতৃত্বে থাকা মেহেবুব মণ্ডল এ দিন পুবের কলমকে বলেন, আমরা আন্দোলন করছি, চাকরি ফিরে পাওয়ার দাবিতে। রাস্তায় ছাত্রদের পাঠ দিচ্ছি। পড়ুয়াদের নিয়ে আমরা আন্দোলন করব, এটা আমাদের মানসিকতার মধ্যে নেই। আগামীতে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

শিক্ষক নেতা কৃষ্ণাংশু মিশ্র, চন্দন মাইতি স্বপন মণ্ডলদের বক্তব্য, যোগ্য শিক্ষকরা যাতে চাকরি ফিরে পায় তার ব্যবস্থা করতে হবে। এ দিন তিনি শিক্ষকদের উপর আঘাত করার নিন্দাও জানান।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অবস্থান বিক্ষোভের তৃতীয় দিনে মিছিল: রাস্তায় বসেই পাঠ দিলেন চাকরিহারা শিক্ষকরা

আপডেট : ১৭ মে ২০২৫, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীদের অবস্থান বিক্ষোভ তৃতীয় দিনে পড়ল। শনিবারও সল্টলেকের শিক্ষা দফতরের সামনে অবস্থান চালিয়ে যাচ্ছেন প্রচুর সংখ্যক চাকরিহারা যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা। এ দিন বিকেলে আন্দোলনকারীরা করুণাময়ী পর্যন্ত একটি মিছিল করেন। রাস্তায় বসে ছাত্রছাত্রীদের পড়ানোর উদ্যোগও নেন চাকরিহারা শিক্ষকরা।

উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে বিকাশ ভবনের সামনে শুরু হয়েছে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের অবস্থান কর্মসূচি। আন্দোলনকারীদের মূল দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশে যে চাকরি তাঁদের হারাতে হয়েছে, স-সম্মানে তা ফিরিয়ে দিতে হবে। তার জন্য নতুন করে আর কোনও পরীক্ষায় তাঁরা বসতে চান না। এই দাবিতেই বিকাশ ভবন অভিযানে গিয়ে বৃহস্পতিবার চাকরিহারাদের বিক্ষোভে লাঠিচার্জ করেছিল পুলিশ। তাঁরা বিকাশ ভবন ঘেরাও করেছিলেন। সেই সময়ই আন্দোলনকারীদের সরিয়ে দিতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। পুলিশের লাঠির আঘাতে জখম হন বহু শিক্ষক-শিক্ষাকর্মী। সেদিন থেকেই বিকাশ ভবনের সামনে রাস্তায় বসে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা।

আরও পড়ুন: এসএসসি ২০২৫ নিয়োগ বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক, কলকাতা হাইকোর্টে ফের মামলা চাকরিহারা শিক্ষকদের

শনিবার এবং রবিবার বন্ধ থাকে বিকাশ ভবন। তাই সপ্তাহান্তের এই দু’দিন নতুন করে জোরালো কোনও কর্মসূচি গ্রহণ করেননি আন্দোলনকারীরা। এ দিন চাকরিহারা আন্দোলনকারীরা বলেন, ‘আমরা অবস্থান চালিয়ে যাব। এ দিন মারধর করার প্রতিবাদে পুলিশের হাতে চকলেট পেন তুলে দেওয়া হয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের পড়ান শিক্ষকরা।’

আরও পড়ুন: এসএসসি: আজ থেকে পরীক্ষার আবেদনের প্রক্রিয়া শুরু

২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে। চাকরি গিয়েছে ২৫ হাজার ৭৩৫ জনের। তাঁদের মধ্যে যে শিক্ষকেরা ‘দাগি’ (টেন্টেড) নন, তাঁদের ৩১ ডিসেম্বর পর্যন্ত ßুñলে যাওয়ার অনুমতি দিয়েছে শীর্ষ আদালত। তাঁরা বেতনও পাবেন। তবে নতুন করে তাঁদের নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে হবে। এর প্রতিবাদেই বিক্ষোভ চলছে।

আরও পড়ুন: এসএসসি মামলায় রাজ্যের স্বস্তি, মামলায় জরুরি হস্তক্ষেপে ‘না’ হাইকোর্টের, নিয়োগে রইল না বাধা

চাকরিহারা আন্দোলনকারীদের নেতৃত্বে থাকা মেহেবুব মণ্ডল এ দিন পুবের কলমকে বলেন, আমরা আন্দোলন করছি, চাকরি ফিরে পাওয়ার দাবিতে। রাস্তায় ছাত্রদের পাঠ দিচ্ছি। পড়ুয়াদের নিয়ে আমরা আন্দোলন করব, এটা আমাদের মানসিকতার মধ্যে নেই। আগামীতে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

শিক্ষক নেতা কৃষ্ণাংশু মিশ্র, চন্দন মাইতি স্বপন মণ্ডলদের বক্তব্য, যোগ্য শিক্ষকরা যাতে চাকরি ফিরে পায় তার ব্যবস্থা করতে হবে। এ দিন তিনি শিক্ষকদের উপর আঘাত করার নিন্দাও জানান।