সাংবাদিক শিরীন হত্যা: গুলিটি আমেরিকাকে দেবে ফিলিস্তিন

- আপডেট : ৩ জুলাই ২০২২, রবিবার
- / 51
পুবের কলম ওয়েবডেস্কঃ ইসরাইলি সেনাবাহিনীর অভিযানে আল জাজিরার সাংবাদিক শিরীন আবু আকলেহর মাথায় বিদ্ধ গুলিটি ফরেনসিক পরীক্ষার জন্য আমেরিকাকে দিতে রাজি হয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। গত ১১ মে ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাঙ্কে ইসরাইলি সেনার গুলিতে সাংবাদিক শিরীনের মৃত্যু হয়। ওই ঘটনার তদন্ত শেষে ফিলিস্তিন জানায়, ইসরাইলের এক সৈন্য ইচ্ছা করেই তাকে গুলি করে হত্যা করে।
তবে এ অভিযোগ অস্বীকার করে নিজস্ব তদন্ত চালানোর কথা জানিয়েছে ইসরাইল। ফিলিস্তিনের প্রসিকিউটর জেনারেল আকরাম আল-খাতিব বলেছেন, ‘আমরা পরীক্ষার জন্য গুলিটি আমেরিকার কাছে হস্তান্তর করতে রাজি হয়েছি।’ এর আগে ব্যালিস্টিক এবং ফরেনসিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, এম-৪ রাইফেল দিয়ে চালানো সবুজ টিপযুক্ত বুলেটটি মূলত বর্ম ছিদ্র করার জন্য ডিজাইন করা।
বুলেটটি সাংবাদিকের মাথা থেকে বের করা হয়েছিল। বুলেটটির থ্রিডি মডেল ব্যবহার করে বিশেষজ্ঞরা জানান, সেটি ছিল ৫.৫৬ মিমি ক্যালিবারের। বুলেটটি আমেরিকায় ডিজাইন ও তৈরি করা হয়েছে বলে জানা যায়।
উল্লেখ্য, জেনিন শহরে ইসরাইলি অভিযানের খবর সংগ্রহ করতে গিয়েছিলেন শিরীন আবু আকলেহ। এ সময় দখলদার বাহিনীর হামলার শিকার হন তিনি। গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তীব্র নিন্দা জানায় বহু দেশ। ইসরাইলকে বিচারের আওতায় আনার ডাক ওঠে।