০৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মুখ্যমন্ত্রীর মতোই রাস্তায় নেমে জন সংযোগ রাজ্যপালের, হনুমান জয়ন্তীতে সম্প্রীতির বার্তা বোসের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৬ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার
  • / 154

পুবের কলম, ওয়েবডেস্ক:  হনুমান জয়ন্তীতে সরকারি রিপোর্টের উপর ভরসা না করে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে রাস্তায় নেমে পড়লেন রাজ্যপাল সিভি আনন্দ। লেকটাউনে হনুমান মন্দিরে পুজো দিয়েই একবালপুরের পর পোস্তায় রাজ্যপাল। আশেপাশের রাস্তায় ঘুরতে ঘুরতে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন তিনি।

সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে আজ রাস্তায় সাধারণের মানুষের মাঝখানে রাজ্যপাল। এদিন সাংবাদিকদের সামনে রাজ্যপাল বলেন, সাধারণ মানুষের কথা ভাবাই আমার কাজ। কড়া নিরাপত্তার মধ্যে সিআরপিএফ বাহিনীর বেষ্টিত নিরাপত্তার মধ্যেই রাজ্যপাল কড়া রোদকে উপেক্ষা করে হাঁটছেন তিনি। পরিস্থিতি কি রকম আছে তা জেনে নেওয়ার জন্য ছোট থেকে বড়, হকার সকলের সঙ্গেই কথা বলছেন তিনি। আগেই তিনি পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলে নেন তিনি। রাস্তায় একটি দোকান থেকে ছাতুর সরবৎ খান তিনি। সর্বোপরি রামনবমীর পর মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছিল, তার পরেই মানুষের মধ্যে প্রশাসনের ওপর আস্থা বজায় রাখতে আজ হনুমান জয়ন্তীতে রাস্তায় রাজ্যপাল।

আরও পড়ুন: ১৬ দিনে নির্মাণ দুধিয়া ব্রিজ, জুড়ে গেল মিরিক-শিলিগুড়ি, পূর্ত দফতরকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

বলা যায় অন্য রূপে রাজ্যপাল সিভি আনন্দ। বাংলার কোনও রাজ্যপালকে শেষ কবে এইভাবে জনসংযোগ করতে দেখা গিয়েছে, তা বলা কঠিন, বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। পূর্বতন রাজ্যপাল জগদীপ ধনকড়কেও এই ভূমিকায়  অন্তত দেখেনি বাংলা।

আরও পড়ুন: হাসপাতালের নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল বৈঠক, একগুচ্ছ নির্দেশিকা জারি নবান্নের

রাজ্যপাল আসায় খুশি সাধারণ মানুষ।

আরও পড়ুন: কার্বাইড গানে আহতের সংখ্যা বেড়ে ৩২০, আহতদের দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুখ্যমন্ত্রীর মতোই রাস্তায় নেমে জন সংযোগ রাজ্যপালের, হনুমান জয়ন্তীতে সম্প্রীতির বার্তা বোসের

আপডেট : ৬ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  হনুমান জয়ন্তীতে সরকারি রিপোর্টের উপর ভরসা না করে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে রাস্তায় নেমে পড়লেন রাজ্যপাল সিভি আনন্দ। লেকটাউনে হনুমান মন্দিরে পুজো দিয়েই একবালপুরের পর পোস্তায় রাজ্যপাল। আশেপাশের রাস্তায় ঘুরতে ঘুরতে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন তিনি।

সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে আজ রাস্তায় সাধারণের মানুষের মাঝখানে রাজ্যপাল। এদিন সাংবাদিকদের সামনে রাজ্যপাল বলেন, সাধারণ মানুষের কথা ভাবাই আমার কাজ। কড়া নিরাপত্তার মধ্যে সিআরপিএফ বাহিনীর বেষ্টিত নিরাপত্তার মধ্যেই রাজ্যপাল কড়া রোদকে উপেক্ষা করে হাঁটছেন তিনি। পরিস্থিতি কি রকম আছে তা জেনে নেওয়ার জন্য ছোট থেকে বড়, হকার সকলের সঙ্গেই কথা বলছেন তিনি। আগেই তিনি পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলে নেন তিনি। রাস্তায় একটি দোকান থেকে ছাতুর সরবৎ খান তিনি। সর্বোপরি রামনবমীর পর মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছিল, তার পরেই মানুষের মধ্যে প্রশাসনের ওপর আস্থা বজায় রাখতে আজ হনুমান জয়ন্তীতে রাস্তায় রাজ্যপাল।

আরও পড়ুন: ১৬ দিনে নির্মাণ দুধিয়া ব্রিজ, জুড়ে গেল মিরিক-শিলিগুড়ি, পূর্ত দফতরকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

বলা যায় অন্য রূপে রাজ্যপাল সিভি আনন্দ। বাংলার কোনও রাজ্যপালকে শেষ কবে এইভাবে জনসংযোগ করতে দেখা গিয়েছে, তা বলা কঠিন, বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। পূর্বতন রাজ্যপাল জগদীপ ধনকড়কেও এই ভূমিকায়  অন্তত দেখেনি বাংলা।

আরও পড়ুন: হাসপাতালের নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল বৈঠক, একগুচ্ছ নির্দেশিকা জারি নবান্নের

রাজ্যপাল আসায় খুশি সাধারণ মানুষ।

আরও পড়ুন: কার্বাইড গানে আহতের সংখ্যা বেড়ে ৩২০, আহতদের দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী