এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি বর্মা
- আপডেট : ৫ এপ্রিল ২০২৫, শনিবার
- / 142
লখনই: দীর্ঘ বিতর্কের পর অবশেষে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি যশবন্ত বর্মা। শনিবার উত্তরপ্রদেশ হাইকোর্টের বিচারপতি হিসাবে শপথগ্রহণ করেন তিনি। দিল্লি হাইকোর্ট থেকে সুপ্রিম-সুপারিশে এই আদালতে বদলি করা হয়েছে তাঁকে। তবে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি হিসাবে শপথ নিলেও এখনই তাঁকে কোনও বেঞ্চে রাখা হচ্ছে না। তাঁর বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত চলাকালীন কোনও বিচারকার্যে অংশ নিতে পারবেন না তিনি। যতদিন তাঁর বিরুদ্ধে তদন্ত শেষ হচ্ছে, ততদিন তাঁকে ডিউটি দেওয়া হবে না বলেই খবর।
সাধারণত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়েই শপথগ্রহণ করেন হাইকোর্টের বিচারপতিরা। কিন্তু শনিবার অত্যন্ত সাধারণভাবে নিজেই ব্যক্তিগত কক্ষেই শপথ নেন বিচারপতি বর্মা। ওয়াকিবহাল মহলের বক্তব্য, ভারতীয় বিচারব্যবস্থায় এটি বেনজির ঘটনা। বিক্ষোভের ভয়ে বদ্ধ কেবিনে শপথ নিতে হল এলাহাবাদ হাইকোর্টে সদ্য বদলি হওয়া বিচারপতিকে। উল্লেখ্য, বিচারপতি বর্মার বাড়িতে প্রচুর নোট উদ্ধার হওয়ার পর থেকেই দেশজুড়ে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে। এখনও পর্যন্ত ওই অর্থের উৎস জানা যায়নি। বিচারপতি বর্মাকে সরাসরি নির্বাসন এবং ফৌজদারি মামলা দায়ের করে তদন্তের দাবি ওঠে। যদিও এফআইআর দায়েরের দাবি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বক্তব্য, সুপ্রিম কোর্টের ইন হাউস কমিটি পুরো বিষয়টির তদন্ত করছে। যদি ওই কমিটি মনে করে কোথাও বেনিয়ম হয়েছে, তাহলে আইন আইনের পথে চলবে। ওই ঘটনায় হইচই শুরু হওয়ার পর ২০ ও ২৪ মার্চ দুটি আলাদা বৈঠকে বিচারপতি বর্মাকে দিল্লি হাইকোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টে পাঠানোর সুপারিশ করে সুপ্রিম কোর্টের কলেজিয়াম।




















