০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইন্তেকাল করলেন কাজী নজরুল ইসলামের পুত্রবধূ কল্যাণী কাজী, শোকবার্তা মুখ্যমন্ত্রীর

পুবের কলম প্রতিবেদক: ইন্তেকাল করলেন কাজী নজরুল ইসলামের পুত্রবধূ কল্যাণী কাজী।  দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বিশিষ্ট এই নজরুলগীতি শিল্পী কল্যাণী কাজী । শুক্রবার তিনি পাড়ি দিলেন না-ফেরার দেশে ।

তাঁর মৃত্যুতে শোকবার্তা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘বিশিষ্ট সংগীতশিল্পী এবং কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ ও কাজী অনিরুদ্ধের স্ত্রী কল্যাণী কাজীর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ সকালে কলকাতায় প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৮৭ বছর। তাঁর অসামান্য গায়কীতে গাওয়া নজরুলগীতি শ্রোতাদের মুগ্ধ করে রাখত। পশ্চিমবঙ্গ সরকার ২০১৫ সালে তাঁকে ‘সঙ্গীত মহাসম্মান’ প্রদান করে। তিনি পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম আকাদেমির উপদেষ্টা পরিষদের সদস্যা ছিলেন। কল্যাণী কাজীর প্রয়াণে সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি হল। আমি কল্যাণী কাজীর আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

আরও পড়ুন: এক সন্তানেই থামবেন না, ২-৩টি করে সন্তান নিন: হিন্দুদের আহ্বান অসমের মুখ্যমন্ত্রীর

পুবের কলম পত্রিকায় কল্যাণী কাজীকে নিয়ে বহু লেখা প্রকাশিত হয়েছে। কল্যাণী  কাজীর প্রয়াণে শোকস্তব্ধ পুবের কলম পত্রিকার সম্পাদক আহমেদ হাসান ইমরান। সম্পাদক শিল্পীর প্রয়াণে রূহের মাগফিরাত কামনা করেছেন।

আরও পড়ুন: ‘ওয়াকফ সম্পত্তি কাড়তে দেব না’—বাঁকুড়া থেকে দৃঢ় আশ্বাস মুখ্যমন্ত্রী মমতার

কল্যাণী কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্র কাজী অনিরুদ্ধের স্ত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় বিশিষ্ট নজরুলগীতি শিল্পীর। ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন শিল্পী । লড়াই চলছিল দীর্ঘসময় ধরেই। সদ্য নিউমোনিয়া ধরা পড়েছিল তাঁর। শুরুতে দেশপ্রিয় পার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি কার হয়েছিল তাঁকে, পরবর্তীতে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসক রজত চৌধুরীর অধীনে চিকিৎসা চলছিল তাঁর। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়, তবে শেষরক্ষা হল না। মাল্টিঅর্গান ফেলিওর হয় তাঁর, অবশেষে আজ শুক্রবার ভোরে থেমে যায় হৃদস্পন্দন। সূত্রের খবর, মেয়ে অনিন্দিতা কাজী নিউ জার্সি থেকে এসে পৌঁছবেন শনিবার। তারপরেই শেষকৃত্যের আয়োজন করা হবে সংগীতশিল্পীর।

আরও পড়ুন: মানুষকে বড্ড হয়রান হতে হচ্ছে, অশুভ শক্তির বিনাশ হোক: এসআইআর নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী

নববর্ষ উদ্‌যাপনের মাঝেই ভয়াবহ অগ্নিকাণ্ড, আমস্টারডামের ঐতিহাসিক ভন্ডেলকার্ক চার্চে আগুন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইন্তেকাল করলেন কাজী নজরুল ইসলামের পুত্রবধূ কল্যাণী কাজী, শোকবার্তা মুখ্যমন্ত্রীর

আপডেট : ১২ মে ২০২৩, শুক্রবার

পুবের কলম প্রতিবেদক: ইন্তেকাল করলেন কাজী নজরুল ইসলামের পুত্রবধূ কল্যাণী কাজী।  দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বিশিষ্ট এই নজরুলগীতি শিল্পী কল্যাণী কাজী । শুক্রবার তিনি পাড়ি দিলেন না-ফেরার দেশে ।

তাঁর মৃত্যুতে শোকবার্তা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘বিশিষ্ট সংগীতশিল্পী এবং কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ ও কাজী অনিরুদ্ধের স্ত্রী কল্যাণী কাজীর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ সকালে কলকাতায় প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৮৭ বছর। তাঁর অসামান্য গায়কীতে গাওয়া নজরুলগীতি শ্রোতাদের মুগ্ধ করে রাখত। পশ্চিমবঙ্গ সরকার ২০১৫ সালে তাঁকে ‘সঙ্গীত মহাসম্মান’ প্রদান করে। তিনি পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম আকাদেমির উপদেষ্টা পরিষদের সদস্যা ছিলেন। কল্যাণী কাজীর প্রয়াণে সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি হল। আমি কল্যাণী কাজীর আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

আরও পড়ুন: এক সন্তানেই থামবেন না, ২-৩টি করে সন্তান নিন: হিন্দুদের আহ্বান অসমের মুখ্যমন্ত্রীর

পুবের কলম পত্রিকায় কল্যাণী কাজীকে নিয়ে বহু লেখা প্রকাশিত হয়েছে। কল্যাণী  কাজীর প্রয়াণে শোকস্তব্ধ পুবের কলম পত্রিকার সম্পাদক আহমেদ হাসান ইমরান। সম্পাদক শিল্পীর প্রয়াণে রূহের মাগফিরাত কামনা করেছেন।

আরও পড়ুন: ‘ওয়াকফ সম্পত্তি কাড়তে দেব না’—বাঁকুড়া থেকে দৃঢ় আশ্বাস মুখ্যমন্ত্রী মমতার

কল্যাণী কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্র কাজী অনিরুদ্ধের স্ত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় বিশিষ্ট নজরুলগীতি শিল্পীর। ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন শিল্পী । লড়াই চলছিল দীর্ঘসময় ধরেই। সদ্য নিউমোনিয়া ধরা পড়েছিল তাঁর। শুরুতে দেশপ্রিয় পার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি কার হয়েছিল তাঁকে, পরবর্তীতে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসক রজত চৌধুরীর অধীনে চিকিৎসা চলছিল তাঁর। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়, তবে শেষরক্ষা হল না। মাল্টিঅর্গান ফেলিওর হয় তাঁর, অবশেষে আজ শুক্রবার ভোরে থেমে যায় হৃদস্পন্দন। সূত্রের খবর, মেয়ে অনিন্দিতা কাজী নিউ জার্সি থেকে এসে পৌঁছবেন শনিবার। তারপরেই শেষকৃত্যের আয়োজন করা হবে সংগীতশিল্পীর।

আরও পড়ুন: মানুষকে বড্ড হয়রান হতে হচ্ছে, অশুভ শক্তির বিনাশ হোক: এসআইআর নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী