০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

অভিমানে ফ্রান্স সতীর্থদের ‘আনফলো’ করছেন করিম বেঞ্জেমা

ইমামা খাতুন
  • আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, শনিবার
  • / 70

পুবের কলম ওয়েব ডেস্কঃ কেউ কেউ বলছেন, কাতার বিশ্বকাপের নক আউটে খেলার মতো ফিট ছিলেন করিম বেঞ্জেমা। কিন্তু ফ্রান্স কোচ দিদিয়ের দেশমঁ নাকি ইচ্ছা করেই তাকে বিশ্বকাপ দলে সুযোগ দেননি। আর সেই অভিমানে বিশ্বকাপ শেষেই জাতীয় দল থেকে অবসর নিয়ে ফেলেন করিম বেঞ্জেমা।

 

আরও পড়ুন: অবিশ্বাস্য, ব্যালন ডি’অর জয় ফরাসি তারকা করিম বেঞ্জেমার

ব্যালন ডি’অর জয়ী এই ফরাসি তারকা নাকি সে কারণে ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কাতারে এসে বিশ্বকাপ দলের পাশে দাঁড়ানোর আমন্ত্রণ পর্যন্ত গ্রহণ করেননি। এবার তারই ধারাবাহিকতা বজায় রেখে করিম বেঞ্জেমা একের পর এক ফ্রান্স দলের সতীর্থদের সোশ্যাল মিডিয়ায় আনফলো করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এরইমধ্যে ফরাসি তারকা চুয়ামেনিকে তিনি আনফলো করে দিয়েছেন। আগামীদিনে, এই তালিকা বাড়বে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: করিম বেঞ্জেমার জোড়া গোলে অ্যাথলেটিক বিলবাওকে হারাল রিয়াল

 

আরও পড়ুন: এক বছরের জেল ফরাসি ফুটবলার করিম বেঞ্জেমার

গত মরশুমে রিয়াল মাদ্রিদের হয়ে অনবদ্য পারফরম্যান্স করার পাশাপাশি দলকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর পুরস্কার হিসেবে ব্যালন ডি’অর জেতেন করিম বেঞ্জেমা। আর সে অনুযায়ী, বিশ্বকাপ দলেও ডাক পান তিনি। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই অনুশীলনে চোট পেয়ে তার কাতার বিশ্বকাপ খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়। যদিও কোচ তাকে স্কোয়াডেই রাখেন। তিনি কোনো বদলি ফুটবলার নেননি।

 

এর মাঝে বিশ্বকাপ ফাইনালের আগে হঠাৎই করিম বেঞ্জেমার সুস্থ হয়ে জাতীয় দলের ফেরার গুঞ্জন ওঠে। কিন্তু ফ্রান্স কোচ দেশমঁ সাফ জানিয়ে দেন, তিনি দলের কম্বিনেশন ভাঙবেন না। সম্ভাবত এতেই চটে যান বেঞ্জেমা। ফাইনালে টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে ফ্রান্স হেরে যাওয়ার পরের দিনেই অবসরের কথা জানান বেঞ্জেমা। এখন শোনা যাচ্ছে, ফ্রান্সের বিশ্বকাপ দলে থাকা ২৬ জনের মধ্যে এরইমধ্যে ১৫ জনকেই ‘আনফলো’ করেছেন তিনি।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অভিমানে ফ্রান্স সতীর্থদের ‘আনফলো’ করছেন করিম বেঞ্জেমা

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, শনিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ কেউ কেউ বলছেন, কাতার বিশ্বকাপের নক আউটে খেলার মতো ফিট ছিলেন করিম বেঞ্জেমা। কিন্তু ফ্রান্স কোচ দিদিয়ের দেশমঁ নাকি ইচ্ছা করেই তাকে বিশ্বকাপ দলে সুযোগ দেননি। আর সেই অভিমানে বিশ্বকাপ শেষেই জাতীয় দল থেকে অবসর নিয়ে ফেলেন করিম বেঞ্জেমা।

 

আরও পড়ুন: অবিশ্বাস্য, ব্যালন ডি’অর জয় ফরাসি তারকা করিম বেঞ্জেমার

ব্যালন ডি’অর জয়ী এই ফরাসি তারকা নাকি সে কারণে ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কাতারে এসে বিশ্বকাপ দলের পাশে দাঁড়ানোর আমন্ত্রণ পর্যন্ত গ্রহণ করেননি। এবার তারই ধারাবাহিকতা বজায় রেখে করিম বেঞ্জেমা একের পর এক ফ্রান্স দলের সতীর্থদের সোশ্যাল মিডিয়ায় আনফলো করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এরইমধ্যে ফরাসি তারকা চুয়ামেনিকে তিনি আনফলো করে দিয়েছেন। আগামীদিনে, এই তালিকা বাড়বে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: করিম বেঞ্জেমার জোড়া গোলে অ্যাথলেটিক বিলবাওকে হারাল রিয়াল

 

আরও পড়ুন: এক বছরের জেল ফরাসি ফুটবলার করিম বেঞ্জেমার

গত মরশুমে রিয়াল মাদ্রিদের হয়ে অনবদ্য পারফরম্যান্স করার পাশাপাশি দলকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর পুরস্কার হিসেবে ব্যালন ডি’অর জেতেন করিম বেঞ্জেমা। আর সে অনুযায়ী, বিশ্বকাপ দলেও ডাক পান তিনি। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই অনুশীলনে চোট পেয়ে তার কাতার বিশ্বকাপ খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়। যদিও কোচ তাকে স্কোয়াডেই রাখেন। তিনি কোনো বদলি ফুটবলার নেননি।

 

এর মাঝে বিশ্বকাপ ফাইনালের আগে হঠাৎই করিম বেঞ্জেমার সুস্থ হয়ে জাতীয় দলের ফেরার গুঞ্জন ওঠে। কিন্তু ফ্রান্স কোচ দেশমঁ সাফ জানিয়ে দেন, তিনি দলের কম্বিনেশন ভাঙবেন না। সম্ভাবত এতেই চটে যান বেঞ্জেমা। ফাইনালে টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে ফ্রান্স হেরে যাওয়ার পরের দিনেই অবসরের কথা জানান বেঞ্জেমা। এখন শোনা যাচ্ছে, ফ্রান্সের বিশ্বকাপ দলে থাকা ২৬ জনের মধ্যে এরইমধ্যে ১৫ জনকেই ‘আনফলো’ করেছেন তিনি।