পুবের কলম, ওয়েবডেস্ক: কেন্দ্রের বিরুদ্ধে তীব্র সুর চড়ালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সোমবার তিনি দাবি করেন, কেন্দ্র সরকার মনরেগা-কে ক্ষতিগ্রস্ত করার নীতিগত পদক্ষেপ নিচ্ছে এবং এর ফলে গরিবদের অধিকার ও জীবিকা সরাসরি বিপন্ন হবে। খাড়গে বলেন, “মনরেগা-র লক্ষ্য ছিল কাজের অধিকার নিশ্চিত করা। মনমোহন সিং সরকারের আনা আইন গরিব মানুষের পেট ভরানোর জন্য তৈরি হয়েছিল। এখন তারা এমন একটি আইন বন্ধ করতে চাইছে, যা গরিবদের সাহায্য করে। পঞ্চায়েত স্তরে কাজ বাধাগ্রস্ত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।”
৬০-৪০ ফর্মুলা প্রয়োগ করে রাজ্যের উপর বাড়তি আর্থিক চাপ চাপানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর কথায়, এতে রাজ্যগুলির ওপর ৩০ শতাংশ অতিরিক্ত বোঝা তৈরি হবে। খাড়গের বক্তব্য, “গরিবদের যে সুবিধা পাওয়া উচিত, তা বন্ধ করারই উদ্দেশ্য। একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প সরিয়ে দিতে চাইছে তারা।” তিনি আরও বলেন, “যাঁরা অভিযোগ করছে, তাঁদের পাশে রয়েছে নিরীক্ষা সংস্থাগুলো। ক্যাগ রিপোর্ট বলছে, এই প্রকল্পের মাধ্যমে সম্পদ সৃষ্টি হয়েছে। যদি তারা মনরেগা-র বিরোধিতা করে, তাহলে সেটা জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়ারই শামিল।”
কংগ্রেস সভাপতির অভিযোগ, “কেন্দ্র সরকার কর্পোরেটদের সাহায্যে মনোযোগী, আর গরিবদের প্রকল্পে বরাদ্দ কমানোর চেষ্টা করছে। আমি এর নিন্দা করছি। এই লড়াই চলবে। আমরা এখানেই থামব না।”





























