১০ অগাস্ট ২০২৫, রবিবার, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জার্মানির ওয়েজবার্গে ছুরি নিয়ে হামলা, নিহত কমপক্ষে তিন,আশঙ্কাজনক পাঁচ জন

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৬ জুন ২০২১, শনিবার
  • / 34

পুবের কলম ওয়েবডেস্কঃ জার্মানির ওয়েজবার্গ শহরে ছুরি নিয়ে হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে এই কথা জানা যাচ্ছে।

আরও পড়ুন: ঝাড়খণ্ডে হাসপাতাল ভেঙে মৃত ৩, ধ্বংসস্তূপে আটকে অনেকে

হামলা চালানোর পর সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে আহত হয়েছে। ইতিমধ্যেই ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে জার্মান পুলিশ।

আরও পড়ুন: এবার ভারতীয়দের ফেরাবে জার্মানিও?

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, হামলাকারী ওই ব্যক্তি বড় একটি ছুরি নিয়ে পথচারীদের ওপর হামলা চালাচ্ছেন।

আরও পড়ুন: জার্মানিতে রক্ষণশীল দলের জয়, উচ্ছসিত ট্রাম্প

হামলাকারীর নামপরিচয় বিস্তারিত কিছু নিশ্চিত হওয়া যায়নি। তবে সন্দেহভাজন ওই ব্যক্তি সোমালিয়ার নাগরিক। তার বয়স আনুমানিক ২৪ বছর।

পুলিশ জানিয়েছে, হামলার ঘটনার পরপরই পুলিশকে খবর দেয়া হলে তাৎক্ষণিকভাবেই পুলিশ ঘটনাস্থলে যায়। হামলাকারী ব্যক্তি মানসিকভাবে অসুস্থ এবং তিনি মানসিক রোগের চিকিৎসা নিচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

হামলাকারীকে গ্রেফতারের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীটির দাবি। টুইটে পুলিশ জানায়, ‘একজন হামলাকারী ছিল। দ্বিতীয় আর কেউ নেই বলেই ধারণা করা হচ্ছে। পরে আরও তথ্য জানানো হবে।’আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াসিম হেরমান।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জার্মানির ওয়েজবার্গে ছুরি নিয়ে হামলা, নিহত কমপক্ষে তিন,আশঙ্কাজনক পাঁচ জন

আপডেট : ২৬ জুন ২০২১, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ জার্মানির ওয়েজবার্গ শহরে ছুরি নিয়ে হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে এই কথা জানা যাচ্ছে।

আরও পড়ুন: ঝাড়খণ্ডে হাসপাতাল ভেঙে মৃত ৩, ধ্বংসস্তূপে আটকে অনেকে

হামলা চালানোর পর সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে আহত হয়েছে। ইতিমধ্যেই ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে জার্মান পুলিশ।

আরও পড়ুন: এবার ভারতীয়দের ফেরাবে জার্মানিও?

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, হামলাকারী ওই ব্যক্তি বড় একটি ছুরি নিয়ে পথচারীদের ওপর হামলা চালাচ্ছেন।

আরও পড়ুন: জার্মানিতে রক্ষণশীল দলের জয়, উচ্ছসিত ট্রাম্প

হামলাকারীর নামপরিচয় বিস্তারিত কিছু নিশ্চিত হওয়া যায়নি। তবে সন্দেহভাজন ওই ব্যক্তি সোমালিয়ার নাগরিক। তার বয়স আনুমানিক ২৪ বছর।

পুলিশ জানিয়েছে, হামলার ঘটনার পরপরই পুলিশকে খবর দেয়া হলে তাৎক্ষণিকভাবেই পুলিশ ঘটনাস্থলে যায়। হামলাকারী ব্যক্তি মানসিকভাবে অসুস্থ এবং তিনি মানসিক রোগের চিকিৎসা নিচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

হামলাকারীকে গ্রেফতারের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীটির দাবি। টুইটে পুলিশ জানায়, ‘একজন হামলাকারী ছিল। দ্বিতীয় আর কেউ নেই বলেই ধারণা করা হচ্ছে। পরে আরও তথ্য জানানো হবে।’আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াসিম হেরমান।