০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গরুকে জাতীয় পশু করার দাবিতে মামলা, শীর্ষ কোর্টে বিরক্ত বিচারপতি

ইমামা খাতুন
  • আপডেট : ১১ অক্টোবর ২০২২, মঙ্গলবার
  • / 49

পুবের কলম ওয়েব ডেস্ক: জাতীয় পশু বাঘ কেনো? গরুকে জাতীয় পশু করতে হওয়ার দাবিতে কোর্টে মামলা। সুপ্রিম কোর্টে বিরক্তি প্রকাশ বিচারপতির।

 

আরও পড়ুন: মাহমুদাবাদ মামলা: তদন্তে দেরি নিয়ে সিটকে ভর্ৎসনায় করল সুপ্রিম কোর্ট

উল্লেখ্য, দেশে রয়্যাল বেঙ্গল টাইগারই জাতীয় পশু হিসাবে ঘোষিত। জাতীয় পশু হিসেবে মর্যাদা দিতে হবে গরুকে, এই আর্জি নিয়ে সরাসরি দেশের শীর্ষ আদালতে দায়ের করা হয়েছিল একটি জনস্বার্থ মামলা।

আরও পড়ুন: ‘উদয়পুর ফাইলস’ মামলা: কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় শীর্ষ আদালত

 

আরও পড়ুন: নির্বাচন কমিশনের এসআইআর বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা

গোবংশ সেবা সদন নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের দাবি, গরুকেই এবার থেকে দেশের জাতীয় পশু বলে ঘোষণা করতে হবে। কিন্তু ওই মামলার শুনানিতে রীতিমতো ক্ষোভ প্রকাশ করে সেই আর্জি খারিজ করে দিলেন বিচারপতিরা।

 

মামলাকারীর করা মামলায় ক্ষোভ প্রকাশ করে বিচারপতি বলেন, এটি কি আদেও আদালতের কাজ। এরকম একটি মামলা শীর্ষ কোর্ট পর্যন্ত পৌঁছিয়েছে, এই ঘটনায় রীতিমত হতবাক বিচারপতিরা। আপনারা এমন ধরনের আবেদন কেন করেন যেখানে আমরা জরিমানা ধার্য করতে বাধ্য হই? কোনও মৌলিক অধিকার হনন হয়েছে?’

 

আদালত সূত্রে জানা গিয়েছে, নিজের আবেদনের স্বপক্ষে ওই মামলাকারী তাঁর আইনজীবীর মাধ্যমে একটি আবেদনপত্র জমা করেছিলেন ৷ আদালতে জমা দেওয়া সেই আবেদনপত্রে বলা হয়, দেশে গরুর নিরাপত্তা নিশ্চিত করা খুবই জরুরি ৷ ভারত সরকারের এই কাজটি করা দরকার। গো-মূত্র থেকে গোবর সবই কাজে লাগে, গোরু রক্ষা করা তাই খুবই জরুরি।

 

একথা শোনার পর পাল্টা আদালতের তরফেই সংশ্লিষ্ট আইনজীবীকে সতর্ক করা হয় ৷ তাঁকে বলা হয়, এমন আবেদনপত্র আদালতে জমা দেওয়ার জন্য তাঁকে জরিমানা করা হতে পারে ৷ এরপরই সংশ্লিষ্ট আইনজীবী ওই আবেদনপত্র প্রত্যাহার করে নেন ৷ ফলে সেখানেই মামলা শেষ হয় ৷

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গরুকে জাতীয় পশু করার দাবিতে মামলা, শীর্ষ কোর্টে বিরক্ত বিচারপতি

আপডেট : ১১ অক্টোবর ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েব ডেস্ক: জাতীয় পশু বাঘ কেনো? গরুকে জাতীয় পশু করতে হওয়ার দাবিতে কোর্টে মামলা। সুপ্রিম কোর্টে বিরক্তি প্রকাশ বিচারপতির।

 

আরও পড়ুন: মাহমুদাবাদ মামলা: তদন্তে দেরি নিয়ে সিটকে ভর্ৎসনায় করল সুপ্রিম কোর্ট

উল্লেখ্য, দেশে রয়্যাল বেঙ্গল টাইগারই জাতীয় পশু হিসাবে ঘোষিত। জাতীয় পশু হিসেবে মর্যাদা দিতে হবে গরুকে, এই আর্জি নিয়ে সরাসরি দেশের শীর্ষ আদালতে দায়ের করা হয়েছিল একটি জনস্বার্থ মামলা।

আরও পড়ুন: ‘উদয়পুর ফাইলস’ মামলা: কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় শীর্ষ আদালত

 

আরও পড়ুন: নির্বাচন কমিশনের এসআইআর বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা

গোবংশ সেবা সদন নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের দাবি, গরুকেই এবার থেকে দেশের জাতীয় পশু বলে ঘোষণা করতে হবে। কিন্তু ওই মামলার শুনানিতে রীতিমতো ক্ষোভ প্রকাশ করে সেই আর্জি খারিজ করে দিলেন বিচারপতিরা।

 

মামলাকারীর করা মামলায় ক্ষোভ প্রকাশ করে বিচারপতি বলেন, এটি কি আদেও আদালতের কাজ। এরকম একটি মামলা শীর্ষ কোর্ট পর্যন্ত পৌঁছিয়েছে, এই ঘটনায় রীতিমত হতবাক বিচারপতিরা। আপনারা এমন ধরনের আবেদন কেন করেন যেখানে আমরা জরিমানা ধার্য করতে বাধ্য হই? কোনও মৌলিক অধিকার হনন হয়েছে?’

 

আদালত সূত্রে জানা গিয়েছে, নিজের আবেদনের স্বপক্ষে ওই মামলাকারী তাঁর আইনজীবীর মাধ্যমে একটি আবেদনপত্র জমা করেছিলেন ৷ আদালতে জমা দেওয়া সেই আবেদনপত্রে বলা হয়, দেশে গরুর নিরাপত্তা নিশ্চিত করা খুবই জরুরি ৷ ভারত সরকারের এই কাজটি করা দরকার। গো-মূত্র থেকে গোবর সবই কাজে লাগে, গোরু রক্ষা করা তাই খুবই জরুরি।

 

একথা শোনার পর পাল্টা আদালতের তরফেই সংশ্লিষ্ট আইনজীবীকে সতর্ক করা হয় ৷ তাঁকে বলা হয়, এমন আবেদনপত্র আদালতে জমা দেওয়ার জন্য তাঁকে জরিমানা করা হতে পারে ৷ এরপরই সংশ্লিষ্ট আইনজীবী ওই আবেদনপত্র প্রত্যাহার করে নেন ৷ ফলে সেখানেই মামলা শেষ হয় ৷