০২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চায়েত ভোটে পর্যবেক্ষক এবং বিশেষ পর্যবেক্ষক কারা জানতে চিঠি নবান্নকে

ইমামা খাতুন
  • আপডেট : ৬ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার
  • / 76

পুবের কলম প্রতিবেদক: পঞ্চায়েত নির্বাচনের নিঘন্ট এখনও ঘোষণা হয়নি। ভোট ঘোষনা না হলেও রাজ্য নির্বাচন কমিশনের প্রস্তুতি থেমে নেই। একদিকে এই ভোটে কোন কোন সরকারি কর্মচারীর ডিউটি পড়বে তা যেমন জেলাশাসকেরা তৈরি করে ফেলেছেন।  এবার রাজ্য নির্বাচন কমিশন জানিয়ে দিল পঞ্চায়েত ভোটে রাজ্যে ৪০০ জন পর্যবেক্ষক এবং ৩০জন বিশেষ পর্যবেক্ষক নামানো হবে। এই পর্যবেক্ষক কারা হবেন তা জানতে চেয়ে রাজ্য নির্বাচন কমিশন চিঠি দিল নবান্নকে। কার্যত চিঠিতে পর্যবেক্ষক এবং বিশেষ পর্যবেক্ষকদের নাম ঠিক করতে বলা হয়েছে নবান্নকে। রাজ্য সরকার আলোচনা করে এনিয়ে সিদ্ধান্ত কমিশনকে জানাবে বলেই নবান্ন সূত্রে জানা গিয়েছে।

সব কিছু ঠিক থাকলে আগামী মে মাসেই পঞ্চায়েত নির্বাচন হতে পারে বলে আভাস মিলেছে। সেই মতো প্রস্তুতি নিচ্ছে কমিশন। ভোটগ্রহণ কেন্দ্র, বুথ, ভোটকর্মী সংক্রান্ত প্রস্তুতি প্রায় শেষ। বুধবারই প্রকাশিত হয়েছে রাজ্যের ভোটগ্রহণ কেন্দ্রের খসড়া তালিকাও। তবে নজরদারি চালানোর জন্য পর্যবেক্ষকদের তালিকা তৈরির ক্ষেত্রে কিছুটা সময় লাগবে বলে জানা গিয়েছে। ডেপুটি সেক্রেটারি বা তার ওপরের র‌্যাঙ্কের পদাধিকারীদের পর্যবেক্ষক করা হবে। ব্লক পিছু একজন না দু’জন করে পর্যবেক্ষক থাকবেন, তা নির্ভর করবে রাজ্য কতজনের নাম কমিশনকে পাঠাচ্ছে, তার ওপর। তবে প্রাথমিকভাবে ব্লক পিছু একজন অফিসারকেই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হবে বলে খবর। বিশেষ পর্যবেক্ষকদের নিযুক্ত করার ব্যাপারেও একই পদ্ধতি।

এদিকে এবার পঞ্চায়েত নির্বাচনে বুথের সংখ্যা যে বাড়তে চলেছে সেটা আগেই জানা গিয়েছিল। বুধবার ভোটগ্রহণ কেন্দ্রের খসড়া তালিকা বার হওয়ার পর দেখা যাচ্ছে বুথের সংখ্যা অনেকতাই বেড়েছে। আর সেই কারণে এবারে গতবছরের থেকে বেশি পর্যবেক্ষক মাঠে নামামো হবে বলে কমিশন সিদ্ধান্ত নিয়েছে। তবে এটা সম্ভব হবে রাজ্য সরকার পর্যবেক্ষক হিসাবে ঠিক কতজনকে দিতে পারে তার ওপর। ভোটগ্রহণ কেন্দ্রের যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে, তা নিয়ে অভিযোগ থাকলে রাজনৈতিক দলগুলি জানাতে পারবে বলে জানিয়ে দিয়েছেন কমিশন। মোটামুটি ৬০ হাজার ভোটগ্রহণ কেন্দ্র থাকছে এবার। কোন এলাকায়, কোন স্কুলে ক’টি বুথ হচ্ছে, সবই বিস্তারিত উল্লেখ করা হয়েছে খসড়া তালিকায়।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পঞ্চায়েত ভোটে পর্যবেক্ষক এবং বিশেষ পর্যবেক্ষক কারা জানতে চিঠি নবান্নকে

আপডেট : ৬ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক: পঞ্চায়েত নির্বাচনের নিঘন্ট এখনও ঘোষণা হয়নি। ভোট ঘোষনা না হলেও রাজ্য নির্বাচন কমিশনের প্রস্তুতি থেমে নেই। একদিকে এই ভোটে কোন কোন সরকারি কর্মচারীর ডিউটি পড়বে তা যেমন জেলাশাসকেরা তৈরি করে ফেলেছেন।  এবার রাজ্য নির্বাচন কমিশন জানিয়ে দিল পঞ্চায়েত ভোটে রাজ্যে ৪০০ জন পর্যবেক্ষক এবং ৩০জন বিশেষ পর্যবেক্ষক নামানো হবে। এই পর্যবেক্ষক কারা হবেন তা জানতে চেয়ে রাজ্য নির্বাচন কমিশন চিঠি দিল নবান্নকে। কার্যত চিঠিতে পর্যবেক্ষক এবং বিশেষ পর্যবেক্ষকদের নাম ঠিক করতে বলা হয়েছে নবান্নকে। রাজ্য সরকার আলোচনা করে এনিয়ে সিদ্ধান্ত কমিশনকে জানাবে বলেই নবান্ন সূত্রে জানা গিয়েছে।

সব কিছু ঠিক থাকলে আগামী মে মাসেই পঞ্চায়েত নির্বাচন হতে পারে বলে আভাস মিলেছে। সেই মতো প্রস্তুতি নিচ্ছে কমিশন। ভোটগ্রহণ কেন্দ্র, বুথ, ভোটকর্মী সংক্রান্ত প্রস্তুতি প্রায় শেষ। বুধবারই প্রকাশিত হয়েছে রাজ্যের ভোটগ্রহণ কেন্দ্রের খসড়া তালিকাও। তবে নজরদারি চালানোর জন্য পর্যবেক্ষকদের তালিকা তৈরির ক্ষেত্রে কিছুটা সময় লাগবে বলে জানা গিয়েছে। ডেপুটি সেক্রেটারি বা তার ওপরের র‌্যাঙ্কের পদাধিকারীদের পর্যবেক্ষক করা হবে। ব্লক পিছু একজন না দু’জন করে পর্যবেক্ষক থাকবেন, তা নির্ভর করবে রাজ্য কতজনের নাম কমিশনকে পাঠাচ্ছে, তার ওপর। তবে প্রাথমিকভাবে ব্লক পিছু একজন অফিসারকেই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হবে বলে খবর। বিশেষ পর্যবেক্ষকদের নিযুক্ত করার ব্যাপারেও একই পদ্ধতি।

এদিকে এবার পঞ্চায়েত নির্বাচনে বুথের সংখ্যা যে বাড়তে চলেছে সেটা আগেই জানা গিয়েছিল। বুধবার ভোটগ্রহণ কেন্দ্রের খসড়া তালিকা বার হওয়ার পর দেখা যাচ্ছে বুথের সংখ্যা অনেকতাই বেড়েছে। আর সেই কারণে এবারে গতবছরের থেকে বেশি পর্যবেক্ষক মাঠে নামামো হবে বলে কমিশন সিদ্ধান্ত নিয়েছে। তবে এটা সম্ভব হবে রাজ্য সরকার পর্যবেক্ষক হিসাবে ঠিক কতজনকে দিতে পারে তার ওপর। ভোটগ্রহণ কেন্দ্রের যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে, তা নিয়ে অভিযোগ থাকলে রাজনৈতিক দলগুলি জানাতে পারবে বলে জানিয়ে দিয়েছেন কমিশন। মোটামুটি ৬০ হাজার ভোটগ্রহণ কেন্দ্র থাকছে এবার। কোন এলাকায়, কোন স্কুলে ক’টি বুথ হচ্ছে, সবই বিস্তারিত উল্লেখ করা হয়েছে খসড়া তালিকায়।