২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ফের নিম্নচাপের ভ্রুকুটি, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি, রাজ্যে জারি হলুদ সতর্কতা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, শনিবার
  • / 99

পুবের কলম, ওয়েবডেস্ক:  ফের নিম্নচাপের ভ্রুকুটি। অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে ওড়িশা হয়ে ছত্তিশগড়ের অভিমুখের নিম্নচাপটি ঘনীভূত হওয়ার কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে রবিবার থেকে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। আগামী ৪৮ ঘন্টার মধ্যে এটি শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে। রাজ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ কলকাতায় মূলত মেঘলা আকাশ। তবে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। দুপুরের  পর বৃষ্টির সম্ভাবনা। আজ হালকা-মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল রবিবার  ভারী বৃষ্টির সর্তকতা।

ফের নিম্নচাপের ভ্রুকুটি, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি, রাজ্যে জারি হলুদ সতর্কতা

আরও পড়ুন: গভীর নিম্নচাপ, কলকাতা-সহ বাংলায় ভারী বৃষ্টি

পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পরিমাণ বাড়বে সোমবার ও মঙ্গলবারে। শনিবার থেকেই দক্ষিণবঙ্গে হালকা ঝোড়ো হাওয়া শুরু হবে, যা পরবর্তী কয়েকদিনে ক্রমশ বৃদ্ধি পাবে। তবে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে বুধবার পর্যন্ত অস্বস্তিকর গরমের থেকে অনেকটাই স্বস্তি পাবে দক্ষিণবঙ্গবাসী। মেঘলা আকাশ ও মাঝেমধ্যে বজ্রবৃষ্টি হওয়ার পূর্বাভাস থাকার কারণে গরম খুব বেশি বাড়বে না বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন: আষাঢ়স্য প্রথম দিবস…

নিম্নচাপটি উত্তর অথবা উত্তর-উত্তরপূর্বে ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হতে পারে। এরপর নিম্নচাপটি উত্তরপশ্চিমদিক বরাবর ছত্তিশগড়ের দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে ৯ সেপ্টেম্বর থেকে উপকূলীয় অঞ্চলে এবং ১১ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সমগ্ৰ দক্ষিণবঙ্গসহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় উল্লেখযোগ্য পরিমাণে বৃষ্টিপাত হবে। অনেক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি হতে পারে পারে ১১ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।

আরও পড়ুন: লাগাতার বৃষ্টিতে বিপুল ক্ষতির মুখে কৃষকরা

উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে ৮ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ঝড়ের গড় গতিবেগ থাকবে ঘন্টায় ৩০ থেকে ৫০ কিমির মধ্যে। এবং বেশ কিছু জায়গায় দমকা হাওয়ার বেগ ঘন্টায় ৬০ থেকে ৯০ কিমি পর্যন্ত বাড়তে পারে। পশ্চিমবঙ্গের উপকূলে ঝড়ের গড় গতিবেগ থাকবে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমির মধ্যে এবং দমকা হাওয়ার বেগ ঘন্টায় ৬০ কিমি পর্যন্ত বাড়তে পারে। স্থানভেদে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ১০ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ঝড়ের বেগে থাকবে ঘন্টায় ২০ থেকে ৪০ কিমির মধ্যে। ঝড়ের ঝাপটার বেগ থাকতে পারে ঘন্টায় ৪০ থেকে ৬০ কিমির মধ্যে।

নিম্নচাপের কারণে মধ্য-বঙ্গোপসাগর অনেকটাই উত্তাল রয়েছে। ১২ সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। পূর্ণিমা-কোটালের কারণে উপকূলবর্তী অঞ্চলে জলোচ্ছ্বাস ও নিচু অঞ্চল জলমগ্ন হতে পারে। পর্যটকদের জন্যও সতর্কতা জারি করেছে প্রশাসন। দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলে সমুদ্র তীরবর্তী বিনোদন বন্ধ রাখার পরামর্শ।

শনিবার-মঙ্গলবার পর্যন্ত দিঘা,  মন্দারমণি ও সাগর সৈকতে পর্যটকদের সমুদ্রে  না যাওয়ার পরামর্শ আবহাওয়া দফতরের। শনিবার অর্থাৎ আজ দুপুরের পর থেকেই বদলাতে শুরু করবে আবহাওয়া। দুপুর গড়ালেই  শুরু হবে জেলায় জেলায় বৃষ্টি। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের নিম্নচাপের ভ্রুকুটি, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি, রাজ্যে জারি হলুদ সতর্কতা

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  ফের নিম্নচাপের ভ্রুকুটি। অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে ওড়িশা হয়ে ছত্তিশগড়ের অভিমুখের নিম্নচাপটি ঘনীভূত হওয়ার কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে রবিবার থেকে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। আগামী ৪৮ ঘন্টার মধ্যে এটি শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে। রাজ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ কলকাতায় মূলত মেঘলা আকাশ। তবে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। দুপুরের  পর বৃষ্টির সম্ভাবনা। আজ হালকা-মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল রবিবার  ভারী বৃষ্টির সর্তকতা।

ফের নিম্নচাপের ভ্রুকুটি, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি, রাজ্যে জারি হলুদ সতর্কতা

আরও পড়ুন: গভীর নিম্নচাপ, কলকাতা-সহ বাংলায় ভারী বৃষ্টি

পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পরিমাণ বাড়বে সোমবার ও মঙ্গলবারে। শনিবার থেকেই দক্ষিণবঙ্গে হালকা ঝোড়ো হাওয়া শুরু হবে, যা পরবর্তী কয়েকদিনে ক্রমশ বৃদ্ধি পাবে। তবে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে বুধবার পর্যন্ত অস্বস্তিকর গরমের থেকে অনেকটাই স্বস্তি পাবে দক্ষিণবঙ্গবাসী। মেঘলা আকাশ ও মাঝেমধ্যে বজ্রবৃষ্টি হওয়ার পূর্বাভাস থাকার কারণে গরম খুব বেশি বাড়বে না বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন: আষাঢ়স্য প্রথম দিবস…

নিম্নচাপটি উত্তর অথবা উত্তর-উত্তরপূর্বে ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হতে পারে। এরপর নিম্নচাপটি উত্তরপশ্চিমদিক বরাবর ছত্তিশগড়ের দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে ৯ সেপ্টেম্বর থেকে উপকূলীয় অঞ্চলে এবং ১১ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সমগ্ৰ দক্ষিণবঙ্গসহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় উল্লেখযোগ্য পরিমাণে বৃষ্টিপাত হবে। অনেক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি হতে পারে পারে ১১ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।

আরও পড়ুন: লাগাতার বৃষ্টিতে বিপুল ক্ষতির মুখে কৃষকরা

উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে ৮ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ঝড়ের গড় গতিবেগ থাকবে ঘন্টায় ৩০ থেকে ৫০ কিমির মধ্যে। এবং বেশ কিছু জায়গায় দমকা হাওয়ার বেগ ঘন্টায় ৬০ থেকে ৯০ কিমি পর্যন্ত বাড়তে পারে। পশ্চিমবঙ্গের উপকূলে ঝড়ের গড় গতিবেগ থাকবে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমির মধ্যে এবং দমকা হাওয়ার বেগ ঘন্টায় ৬০ কিমি পর্যন্ত বাড়তে পারে। স্থানভেদে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ১০ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ঝড়ের বেগে থাকবে ঘন্টায় ২০ থেকে ৪০ কিমির মধ্যে। ঝড়ের ঝাপটার বেগ থাকতে পারে ঘন্টায় ৪০ থেকে ৬০ কিমির মধ্যে।

নিম্নচাপের কারণে মধ্য-বঙ্গোপসাগর অনেকটাই উত্তাল রয়েছে। ১২ সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। পূর্ণিমা-কোটালের কারণে উপকূলবর্তী অঞ্চলে জলোচ্ছ্বাস ও নিচু অঞ্চল জলমগ্ন হতে পারে। পর্যটকদের জন্যও সতর্কতা জারি করেছে প্রশাসন। দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলে সমুদ্র তীরবর্তী বিনোদন বন্ধ রাখার পরামর্শ।

শনিবার-মঙ্গলবার পর্যন্ত দিঘা,  মন্দারমণি ও সাগর সৈকতে পর্যটকদের সমুদ্রে  না যাওয়ার পরামর্শ আবহাওয়া দফতরের। শনিবার অর্থাৎ আজ দুপুরের পর থেকেই বদলাতে শুরু করবে আবহাওয়া। দুপুর গড়ালেই  শুরু হবে জেলায় জেলায় বৃষ্টি। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে।