০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলা থেকে সরছে নিম্নচাপ, কলকাতায় আবহাওয়ার উন্নতি, দুই বঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২০ অগাস্ট ২০২২, শনিবার
  • / 89

পুবের কলম প্রতিবেদক: বাংলা থেকে সরে নিম্নচাপ অবস্থান করছে ঝাড়খন্ড ও ছত্রিশগড় সংলগ্ন এলাকা। রাজ্য থেকে সরে গেলেও তার প্রভাব থাকবে বঙ্গে। দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে। নিম্নচাপের জেরে উত্তর ও দক্ষিণবঙ্গে হালকা-মাঝারি বৃষ্টি চলবে আগামী তিন-চার দিন। পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা। তবে কলকাতা সহ বেশিরভাগ জেলাতে বেলা বাড়লে আবহাওয়ার উন্নতি হবে। শনিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৬ শতাংশ।

 

আরও পড়ুন: কার্নিভাল উপলক্ষ্যে সেজে উঠছে কলকাতা

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপের পিঠোপিঠি তৈরি হয়েছে আরেকটা নিম্নচাপ। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তার প্রভাবে দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় ভারী বৃষ্টি। মাঝারি বৃষ্টি হবে কলকাতা, হাওড়া ও হুগলিতে। উত্তর-পশ্চিম দিকে সরতে সরতে তা উত্তর ওড়িশা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড হয়ে উত্তর ছত্তিশগড়ের দিকে এগোবে। তার প্রভাবে দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: NCRB Report: কেন্দ্রীয় রিপোর্টে চতুর্থবার দেশের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা

 

আরও পড়ুন: দুর্গাপুজোর মুখে প্রধানমন্ত্রীর কলকাতা সফর উপলক্ষ্যে একাধিক রাস্তায় নিষেধাজ্ঞা জারি লালবাজারের

আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের জানিয়েছেন, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায়। হাওড়া, কলকাতা, হুগলিতে মাঝারি বৃষ্টি। যেহেতু ডিপ ডিপ্রেশন, তাই পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় এই দুই জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা। তবে উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি।

অন্যদিকে, রবিবার পশ্চিম মধ্যপ্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার পূর্ব রাজস্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা মধ্য মহারাষ্ট্র কঙ্কন, গোয়া, সৌরাষ্ট্র এবং দক্ষিণ ভারতের কিছু রাজ্যে। হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডেও ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা নাগাল্যান্ড সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাংলা থেকে সরছে নিম্নচাপ, কলকাতায় আবহাওয়ার উন্নতি, দুই বঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

আপডেট : ২০ অগাস্ট ২০২২, শনিবার

পুবের কলম প্রতিবেদক: বাংলা থেকে সরে নিম্নচাপ অবস্থান করছে ঝাড়খন্ড ও ছত্রিশগড় সংলগ্ন এলাকা। রাজ্য থেকে সরে গেলেও তার প্রভাব থাকবে বঙ্গে। দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে। নিম্নচাপের জেরে উত্তর ও দক্ষিণবঙ্গে হালকা-মাঝারি বৃষ্টি চলবে আগামী তিন-চার দিন। পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা। তবে কলকাতা সহ বেশিরভাগ জেলাতে বেলা বাড়লে আবহাওয়ার উন্নতি হবে। শনিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৬ শতাংশ।

 

আরও পড়ুন: কার্নিভাল উপলক্ষ্যে সেজে উঠছে কলকাতা

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপের পিঠোপিঠি তৈরি হয়েছে আরেকটা নিম্নচাপ। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তার প্রভাবে দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় ভারী বৃষ্টি। মাঝারি বৃষ্টি হবে কলকাতা, হাওড়া ও হুগলিতে। উত্তর-পশ্চিম দিকে সরতে সরতে তা উত্তর ওড়িশা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড হয়ে উত্তর ছত্তিশগড়ের দিকে এগোবে। তার প্রভাবে দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: NCRB Report: কেন্দ্রীয় রিপোর্টে চতুর্থবার দেশের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা

 

আরও পড়ুন: দুর্গাপুজোর মুখে প্রধানমন্ত্রীর কলকাতা সফর উপলক্ষ্যে একাধিক রাস্তায় নিষেধাজ্ঞা জারি লালবাজারের

আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের জানিয়েছেন, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায়। হাওড়া, কলকাতা, হুগলিতে মাঝারি বৃষ্টি। যেহেতু ডিপ ডিপ্রেশন, তাই পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় এই দুই জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা। তবে উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি।

অন্যদিকে, রবিবার পশ্চিম মধ্যপ্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার পূর্ব রাজস্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা মধ্য মহারাষ্ট্র কঙ্কন, গোয়া, সৌরাষ্ট্র এবং দক্ষিণ ভারতের কিছু রাজ্যে। হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডেও ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা নাগাল্যান্ড সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে।