০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শহরের এই উড়ালপুল বন্ধ থাকবে আগামী ১৯ দিন, জেনে নিন কত ঘণ্টা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৪ এপ্রিল ২০২২, সোমবার
  • / 35

পুবের কলম ওয়েবডেস্কঃ আপনার যাত্রাপথে কি মা উড়ালপুল পরে। তাহলে জেনে রাখুন আগামী ১৯দিন রাত সাড়ে এগারোটা থেকে ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে মা উড়ালপুল।ওই সময়ের মধ্যে মা উড়ালপুল ব্যবহার করে কোথাও যাওয়ার থাকলে অবশ্যই বেছে নিতে হবে বিকল্প পথ।

চলতি মাসের ২১ এবং ২২ এপ্রিল  অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সন্মেলন। তার আগেই ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে গোটা শহর। সেই পরিকল্পনার অঙ্গ হিসেবে রং করা হচ্ছে মা উড়ালপুল।যাঁরা মা ফ্লাইওভার ব্যবহার করেন, তাঁরা যাতে ভুল করে না চলে আসেন মা ফ্লাইওভারের দিকে, তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওয়ার্ক ইন প্রোগ্রেস অন মা ফ্লাইওভার – এই লেখা সাইন বোর্ড রাখার ব্যবস্থা করা হচ্ছে উড়ালপুলের দিকে আসার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে। সেই সঙ্গে ভোর ৬ টার পর উড়ালপুলের উপর যাতে কোনও কিছু পড়ে না থাকে, এবং উড়ালপুল যাতে যান চলাচলের যোগ্য থাকে, তার দিকেও নজর দিতে বলা হয়েছে।

আরও পড়ুন: মা ফ্লাইওভারে ডিভাইডারে ধাক্কা গাড়ির, পলাতক চালক

আরও পড়ুন: মা ফ্লাইওভারে বর্ষার জমা জল দ্রুত নিষ্কাশনের জন্য বসানো হচ্ছে নিকাশি পাইপ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শহরের এই উড়ালপুল বন্ধ থাকবে আগামী ১৯ দিন, জেনে নিন কত ঘণ্টা

আপডেট : ৪ এপ্রিল ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ আপনার যাত্রাপথে কি মা উড়ালপুল পরে। তাহলে জেনে রাখুন আগামী ১৯দিন রাত সাড়ে এগারোটা থেকে ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে মা উড়ালপুল।ওই সময়ের মধ্যে মা উড়ালপুল ব্যবহার করে কোথাও যাওয়ার থাকলে অবশ্যই বেছে নিতে হবে বিকল্প পথ।

চলতি মাসের ২১ এবং ২২ এপ্রিল  অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সন্মেলন। তার আগেই ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে গোটা শহর। সেই পরিকল্পনার অঙ্গ হিসেবে রং করা হচ্ছে মা উড়ালপুল।যাঁরা মা ফ্লাইওভার ব্যবহার করেন, তাঁরা যাতে ভুল করে না চলে আসেন মা ফ্লাইওভারের দিকে, তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওয়ার্ক ইন প্রোগ্রেস অন মা ফ্লাইওভার – এই লেখা সাইন বোর্ড রাখার ব্যবস্থা করা হচ্ছে উড়ালপুলের দিকে আসার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে। সেই সঙ্গে ভোর ৬ টার পর উড়ালপুলের উপর যাতে কোনও কিছু পড়ে না থাকে, এবং উড়ালপুল যাতে যান চলাচলের যোগ্য থাকে, তার দিকেও নজর দিতে বলা হয়েছে।

আরও পড়ুন: মা ফ্লাইওভারে ডিভাইডারে ধাক্কা গাড়ির, পলাতক চালক

আরও পড়ুন: মা ফ্লাইওভারে বর্ষার জমা জল দ্রুত নিষ্কাশনের জন্য বসানো হচ্ছে নিকাশি পাইপ