পুবের কলম, ওয়েবডেস্ক: মাধ্যমিক পরীক্ষায় Madhyamik Exam 2025 উত্তীর্ণ পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডলে পোস্ট করে লিখেছেন, এবারের Madhyamik Exam 2025 মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন! আগামীদিনে তোমরা আরো সফল হবে – এই প্রত্যাশা আমি রাখি।
তোমাদের জীবনের এই স্মরণীয় দিনে, আমি তোমাদের বাবা-মা, অভিভাবক-অভিভাবিকা এবং শিক্ষক-শিক্ষিকাদেরও আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। তাঁদের সমর্থন ও পথনির্দেশই তোমাদের এই সাফল্যকে সম্ভব করে তুলেছে।
যারা আজ ভালো ফল করতে পারোনি তাদের বলব, হতাশ হয়ো না। চেষ্টা করো। আগামীদিনে সাফল্য আসবেই।তোমাদের সকলকে আরো একবার আমার প্রাণভরা আশীর্বাদ ও শুভকামনা জানাই। ভালো থেকো সকলে।
এবারের Madhyamik Exam 2025মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন! আগামীদিনে তোমরা আরো সফল হবে – এই প্রত্যাশা আমি রাখি।
তোমাদের জীবনের এই স্মরণীয় দিনে, আমি তোমাদের বাবা-মা, অভিভাবক-অভিভাবিকা এবং শিক্ষক-শিক্ষিকাদেরও আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। তাঁদের সমর্থন ও…
— Mamata Banerjee (@MamataOfficial) May 2, 2025
[ আরও পড়ুন: ২০২৫ মাধ্যমিকে প্রথম দশে আটজন মুসলিম ছাত্র-ছাত্রী ]
Madhyamik Result 2025 মাধ্যমিক ফলাফল ২০২৫ সম্পর্কে আরও বিস্তারিত জানতে, পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbresults.nic.in অথবা wbbse.wb.gov.in ভিজিট করতে পারেন

































