২০২৬-এর মাদ্রাসা পরীক্ষা শুরু ২৯ জানুয়ারি

- আপডেট : ৪ জুন ২০২৫, বুধবার
- / 180
পুবের কলম ওয়েবডেস্ক: ২০২৬ সালের হাই-মাদ্রাসা, আলিম, ফাজিল পরীক্ষা শুরু হবে ২৯ জানুয়ারি। শেষ হবে ১৪ ফেব্রুয়ারি। ২৯ জানুয়ারি প্রথম দিনের হাই-মাদ্রাসায় বাংলা, উর্দু ও ইংরেজি পরীক্ষা হবে। আলিম এবং ফাজিলের প্রথম ভাষা বাংলা ও উর্দু পরীক্ষা হবে।
৩১ জানুয়ারি হবে আরবি পরীক্ষা। ২ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় ভাষা ইংরেজি অথবা বাংলা পরীক্ষা। ৫ ফেব্রুয়ারি হাই-মাoাসা এবং আলিমের অঙ্ক পরীক্ষা রয়েছে। ফাজিল বিষয়ের পরীক্ষা রয়েছে ইসলামিক ইতিহাস। ৭ ফেব্রুয়ারি হাই-মাদ্রাসা এবং আলিমে ভূগোল বিষয়ের পরীক্ষা রয়েছে। এ
ই দিনে ফিকাহ পরীক্ষা রয়েছে আলিমে। ফাজিল বিষয়ের পরীক্ষা রয়েছে ইসলামিক স্টাডিজ। ৯ ফেব্রুয়ারি হাই-মাoাসা এবং আলিম বিষয়ের ইতিহাস পরীক্ষা রয়েছে। ফাজিলের রয়েছে থিওলজির পরীক্ষা। ১০ ফেব্রুয়ারি হাই-মাদ্রাসার ফিজিক্যাল সায়েন্স এবং আলিমে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স।
একই সঙ্গে এই দিনের ফাজিলের অপশন্যাল ইফেকটিভ বিষয়ের পরীক্ষা রয়েছে। ১১ ফেব্রুয়ারি হাই-মাদ্রাসার জীবন বিজ্ঞান, আলিমে হাদিশ। ১২ ফেব্রুয়ারি রয়েছে ইসলাম পরিচয়, তাফশির। শেষ দিন অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি হাই-মাদ্রাসার এবং আলিমের অপশন্যাল ইলেকটিভ সাবজেক্টের পরীক্ষা রয়েছে।