২৬ জুলাই ২০২৫, শনিবার, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মহানায়ক সম্মানে ভূষিত হলেন গৌতম-ইমন-গার্গী, দেখে নিন পুরো তালিকা 

ইমামা খাতুন
  • আপডেট : ২৪ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
  • / 42

পুবের কলম, ওয়েব ডেস্ক: ২৪ জুলাই, ১৯৮০। প্রয়াত হয়েছিলেন মহানায়ক উত্তমকুমার। এরপর কেটে গিয়েছে ৪৫ বছর। তবে ইহ দুনিয়া ত্যাগ করলেও বাঙালির মননে স্বমহিমায় জ্বলজ্বল করেন অভিনেতা উত্তমকুমার। তার মৃত্যু দিবসকে কেন্দ্র করে প্রতিবছর রাজ্য সরকারের তরফে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারেও ব্যতিক্রম নয়।

২০১৩। অভিনয় জগতে অনস্বীকার্য অবদানের জন্য ‘ মহানায়ক’ সম্মানে ভূষিত হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তারপর থেকে পালাক্রমে দেব, জিত, সহম ইত্যাদি সংশ্লিষ্ট সম্মানে সম্মানিত হন। অর্থাৎ প্রতিবছর কোনও না কোনও তারকা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেছেন। এবার অভিনয় দুনিয়া থেকে গার্গী রায়চৌধুরীর হাতে মহানায়ক সম্মান তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: বলে শট মেরে ১৩৪ তম ডুরান্ড কাপের উদ্বোধন করলেন মমতা

 

আরও পড়ুন: বিধানসভা ভোটের আগে মমতার মাস্টারস্ট্রোক! রাজ্যে চালু হচ্ছে নতুন প্রকল্প ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’

উল্লেখ্য,  আজ ২৪ জুলাই অভিনয় জগতের মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস। তৎকালীন সময়ে হৃদয়স্পর্শী অভিনয়ের জাদুতে উত্তমকুমার মুগ্ধ করেছিলেন দর্শকদের। আজও তাঁর অভিনীত ‘হারানো সুর’ এর ম্যাজিকে এক অন্য জগতে হারিয়ে যান দর্শকরা। তবে আচমকা সিনেপ্রেমীদের কাঁদিয়ে ১৯৮০ সালের ২৪ জুলাই রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন মহানায়ক।  তবে ইহ দুনিয়া ত্যাগ করলেও তিনি আজও বেঁচে আছেন বাঙালির মননে। তাই প্রতিবছর তার এই দিনকে কেন্দ্র করে পুরো রাজ্য জুড়ে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারেও ব্যতিক্রম নয় । এই বিশেষ দিনে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফ থেকে ধনধান্য প্রেক্ষাগৃহে  একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য ‘মহানায়ক’ সম্মান প্রদান করা হল শিল্পীদের। হাজির ছিলেন চলচ্চিত্র জগতের অনেকেই। শিল্পীদের হাতে পুরস্কার তুলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: সন্দেশখালির রেখা পাত্রের ছায়া সঙ্গী প্রতিবাদী সুদেষ্ণা, শ্যামলী, লতিকারা একুশে জুলাইয়ের সমাবেশে

* মহানায়ক শ্রেষ্ঠ সম্মান পেয়েছেন পরিচালক এবং অভিনেতা গৌতম ঘোষ।

* সিনেমার ক্ষেত্রে মেকআপ আর্টিস্ট একজন গুরুত্বপূর্ণ মানুষ। এই ক্ষেত্রে মহানায়ক সম্মান ২০২৫ পুরস্কার পেয়েছেন মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু।

* মহানায়ক সম্মান ২০২৫ পুরস্কার পেয়েছেন গার্গী রায়চৌধুরীও। তাঁর প্রথম ছবি ‘শুধু তুমি’।

* মহানায়ক সম্মান ২০২৫ পুরস্কার পেয়েছেন গায়িকা ইমন চক্রবর্তী।

* মহানায়ক সম্মান ২০২৫ পুরস্কার পেয়েছেন রূপঙ্কর বাগচি (গায়ক ও সঙ্গীত নির্দেশক)

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মহানায়ক সম্মানে ভূষিত হলেন গৌতম-ইমন-গার্গী, দেখে নিন পুরো তালিকা 

আপডেট : ২৪ জুলাই ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: ২৪ জুলাই, ১৯৮০। প্রয়াত হয়েছিলেন মহানায়ক উত্তমকুমার। এরপর কেটে গিয়েছে ৪৫ বছর। তবে ইহ দুনিয়া ত্যাগ করলেও বাঙালির মননে স্বমহিমায় জ্বলজ্বল করেন অভিনেতা উত্তমকুমার। তার মৃত্যু দিবসকে কেন্দ্র করে প্রতিবছর রাজ্য সরকারের তরফে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারেও ব্যতিক্রম নয়।

২০১৩। অভিনয় জগতে অনস্বীকার্য অবদানের জন্য ‘ মহানায়ক’ সম্মানে ভূষিত হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তারপর থেকে পালাক্রমে দেব, জিত, সহম ইত্যাদি সংশ্লিষ্ট সম্মানে সম্মানিত হন। অর্থাৎ প্রতিবছর কোনও না কোনও তারকা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেছেন। এবার অভিনয় দুনিয়া থেকে গার্গী রায়চৌধুরীর হাতে মহানায়ক সম্মান তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: বলে শট মেরে ১৩৪ তম ডুরান্ড কাপের উদ্বোধন করলেন মমতা

 

আরও পড়ুন: বিধানসভা ভোটের আগে মমতার মাস্টারস্ট্রোক! রাজ্যে চালু হচ্ছে নতুন প্রকল্প ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’

উল্লেখ্য,  আজ ২৪ জুলাই অভিনয় জগতের মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস। তৎকালীন সময়ে হৃদয়স্পর্শী অভিনয়ের জাদুতে উত্তমকুমার মুগ্ধ করেছিলেন দর্শকদের। আজও তাঁর অভিনীত ‘হারানো সুর’ এর ম্যাজিকে এক অন্য জগতে হারিয়ে যান দর্শকরা। তবে আচমকা সিনেপ্রেমীদের কাঁদিয়ে ১৯৮০ সালের ২৪ জুলাই রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন মহানায়ক।  তবে ইহ দুনিয়া ত্যাগ করলেও তিনি আজও বেঁচে আছেন বাঙালির মননে। তাই প্রতিবছর তার এই দিনকে কেন্দ্র করে পুরো রাজ্য জুড়ে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারেও ব্যতিক্রম নয় । এই বিশেষ দিনে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফ থেকে ধনধান্য প্রেক্ষাগৃহে  একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য ‘মহানায়ক’ সম্মান প্রদান করা হল শিল্পীদের। হাজির ছিলেন চলচ্চিত্র জগতের অনেকেই। শিল্পীদের হাতে পুরস্কার তুলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: সন্দেশখালির রেখা পাত্রের ছায়া সঙ্গী প্রতিবাদী সুদেষ্ণা, শ্যামলী, লতিকারা একুশে জুলাইয়ের সমাবেশে

* মহানায়ক শ্রেষ্ঠ সম্মান পেয়েছেন পরিচালক এবং অভিনেতা গৌতম ঘোষ।

* সিনেমার ক্ষেত্রে মেকআপ আর্টিস্ট একজন গুরুত্বপূর্ণ মানুষ। এই ক্ষেত্রে মহানায়ক সম্মান ২০২৫ পুরস্কার পেয়েছেন মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু।

* মহানায়ক সম্মান ২০২৫ পুরস্কার পেয়েছেন গার্গী রায়চৌধুরীও। তাঁর প্রথম ছবি ‘শুধু তুমি’।

* মহানায়ক সম্মান ২০২৫ পুরস্কার পেয়েছেন গায়িকা ইমন চক্রবর্তী।

* মহানায়ক সম্মান ২০২৫ পুরস্কার পেয়েছেন রূপঙ্কর বাগচি (গায়ক ও সঙ্গীত নির্দেশক)