বৈষ্ণোদেবী যাত্রায় নিহত পুণ্যার্থীদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

- আপডেট : ২৭ অগাস্ট ২০২৫, বুধবার
- / 83
পুবের কলম ওয়েবডেস্ক : জম্মু ও কাশ্মীর বৈষ্ণোদেবী যাত্রার দুর্ঘটনা নিয়ে সোশাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, এতগুলো মানুষের প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
এই যাত্রায় প্রাণ গিয়েছে ৩১ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। আহত হয়েছে অনেকে। এখনও উদ্ধারকার্য চলছে। এই ভারী বৃষ্টির জেরে পুরো জম্মু-কাশ্মীর রাজ্যই বিপর্যস্ত। বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার সময় ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের কাছে হঠাৎ করে বড়সড় ভুমিধস নামে। বড় পাথর ও বোল্ডারের নিচে চাপা পড়েন অসংখ্য পুণ্যার্থী। আপাতত যাত্রা বন্ধ রাখা হয়েছে।
কাশ্মীরের বিভিন্ন জেলায় টানা বৃষ্টির জেরে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। কাঠুয়া, ডোডা, সাম্বা, জম্মু, রামবান ও কিস্তওয়ার জেলাগুলিতে আগে থেকেই ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি ছিল। গতকাল ডোডা জেলায় মেঘভাঙা বৃষ্টিতে হড়পাবান নেমে আসে। অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে, এখনও নিখোঁজ অনেকে।
এছাড়া তাউই নদীর জল বিপদসীমা স্তরে পৌঁছে গিয়েছে। এই ভূমিধসের জেরে বড় বিপদের থেকে বাঁচতে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক বন্ধ রাখা হয়েছে। ডোডা জেলার বহু সড়ক ভেঙে পড়েছে। প্রশাসন সুত্রে খবর, এইভাবে টানা বৃষ্টি চলতে থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।