বাংলা ভাষার অপমান নিয়ে সরব Mamata Banerjee

- আপডেট : ২৮ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার
- / 59
পুবের কলম,ওয়েবডেস্ক: বাংলা ভাষার অপমান নিয়ে সরব Mamata Banerjee। তৃণমূল সুপ্রিমো বলেন, ‘বাংলা যদি ভাষা না হয় তাহলে ‘জন গণ’ জাতীয় সঙ্গীত হলো কী করে? জয় হিন্দ স্লোগান হলো কী করে?’ ওঁরা বাংলাকে অপমান করতে সিনেমা বানাচ্ছে।
নির্বাচন আসলেই এজেন্সির দাপাদাপি বাড়ে: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “রিসেন্ট কথা বলুন। ১৯৪৬ সালের কথা বলছেন কেন? তখন আপনারা কোথায় ছিলেন? তখন তো মায়ের পেটেও ছিলেন না। আমিও ছিলাম না। এত জ্ঞান কোথা থেকে এল? জ্ঞানভান্ডারী, জ্ঞানবৃক্ষ সব… জ্ঞানবৃক্ষ নয়, এরা হচ্ছে মগজে মরুভূমি। এরা কোনও দিনও বৃক্ষ হতে পারে না। বাংলার ইতিহাস ভুলে গেছেন?” এখন আবার সিনেমা বানাচ্ছে টাকা দিয়ে দিয়ে। বাংলার বদনাম করার জন্য, বাংলাকে অপমান করার জন্য।” বাংলার অপমান আমরা সহ্য করব না।