পরিবেশ দিবসে গান বাঁধলেন মমতা, অরণ্য থেকে প্রাণীকুলকে রক্ষার আবেদন করলেন টুইটে

- আপডেট : ৫ জুন ২০২৫, বৃহস্পতিবার
- / 214
পুবের কলম ওয়েবডেস্ক : আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ নিয়ে সচেতনতা জাগে মানুষের মনে। বৃহস্পতিবার পরিবেশ দিবস উপলক্ষে মানুষের মনের সেই অনুভূতিকে আরও একবার জাগিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সবুজ বাঁচানো এবং সবুজ দেখানোর মধ্যে দিয়ে নিজেদের বিবেককে জাগিয়ে তোলার জন্য গান বাঁধলেন তিনি। পরিবেশের মধ্যে বেঁচে থাকার আনন্দকেই সেই গানের মাধ্যমে ফুটিয়ে তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়| তবে সেই গানের সবুজের মধ্যে মনের আনন্দই শুধু নয়, মানুষের বিবেককেও জাগ্রত করার বার্তা দিলেন তিনি।
বাংলার বিভিন্ন প্রান্তে পরিবেশ ও তার ছায়ায় লালিত প্রাণীকুলের রক্ষায় নানা পদক্ষেপ নিয়ে চলেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে এই পরিবেশকেই রক্ষার জন্য আমজনতার কাছে আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।