১৬ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

উপনির্বাচনে প্রচারে জোর মমতার, শীতলা মন্দিরে অভিষেক, প্রশান্ত কিশোরকে নিয়ে আরতি তৃণমূল নেত্রীর

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, সোমবার
  • / 91

পুবের কলম, ওয়েবডেস্কঃ আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে উপ নির্বাচন। এই কেন্দ্রে ভোটারদের মন জিততে প্রথম থেকেই প্রচারে জোর দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচারে বেরিয়ে ষোলা আনা মসজিদে ইমামের দোয়া নেওয়া থেকে শুরু করে গুরুদোয়ারে যান মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর কেন্দ্রের বেশিরভাগ অবাঙালি ভোটার তাই প্রচার হালকাভাবে নিতে রাজি নয় মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মসজিদ, গুরুদোয়ারার পর এবার ভবানীপুরের শীতলা মন্দিরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সন্ধ্যা আরতীতে অংশগ্রহণ করেন তৃণমূল নেত্রী। তাঁর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোর।পঞ্চপ্রদীপ হাতে তাঁকে সন্ধ্যারতি করতেও দেখা যায়। আরতি করেন অভিষেকও। পাশে ছিলেন প্রশান্ত কিশোর।

ভবানীপুর উপ নির্বাচনকে প্রথম থেকে গুরুত্ব দিয়ে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচারে বেরিয়ে এলাকায় জনসংযোগ বাড়াতে দেখা গেছে তাঁকে।

আরও পড়ুন: Chetla Agrani Club: চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে আগুন

প্রসঙ্গত,  সোমবার বাবুল সুপ্রিয়র সঙ্গে সাক্ষাতের পর নবান্নে ভোটকুশলী প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে যোগ দেন  তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ভবানীপুরের শীতলা মন্দিরে যান তারা। ৭১ নম্বর ওয়ার্ডের এই মন্দির এলাকায় উপস্থিত সকলের সঙ্গেই জনসংযোগ সারেন মমতা।

আরও পড়ুন: অযোগ্য চাকরিপ্রার্থীদের জন্য বিকল্প ব্যবস্থার পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায়ের

প্রসঙ্গত, করোনা সংক্রমণের কথা মাথায় রেখে নির্বাচন কমিশন প্রচার বিধিনিষেধ বেঁধে দিয়েছে। তাই ছোট সভার উপরে ভরসা রেখেই জন সংযোগ বাড়াতে ব্যস্ত তৃণমূল নেত্রী।

আরও পড়ুন: আদিবাসী ভাই-বোনেদের করম পুজোর শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়-এর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উপনির্বাচনে প্রচারে জোর মমতার, শীতলা মন্দিরে অভিষেক, প্রশান্ত কিশোরকে নিয়ে আরতি তৃণমূল নেত্রীর

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে উপ নির্বাচন। এই কেন্দ্রে ভোটারদের মন জিততে প্রথম থেকেই প্রচারে জোর দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচারে বেরিয়ে ষোলা আনা মসজিদে ইমামের দোয়া নেওয়া থেকে শুরু করে গুরুদোয়ারে যান মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর কেন্দ্রের বেশিরভাগ অবাঙালি ভোটার তাই প্রচার হালকাভাবে নিতে রাজি নয় মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মসজিদ, গুরুদোয়ারার পর এবার ভবানীপুরের শীতলা মন্দিরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সন্ধ্যা আরতীতে অংশগ্রহণ করেন তৃণমূল নেত্রী। তাঁর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোর।পঞ্চপ্রদীপ হাতে তাঁকে সন্ধ্যারতি করতেও দেখা যায়। আরতি করেন অভিষেকও। পাশে ছিলেন প্রশান্ত কিশোর।

ভবানীপুর উপ নির্বাচনকে প্রথম থেকে গুরুত্ব দিয়ে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচারে বেরিয়ে এলাকায় জনসংযোগ বাড়াতে দেখা গেছে তাঁকে।

আরও পড়ুন: Chetla Agrani Club: চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে আগুন

প্রসঙ্গত,  সোমবার বাবুল সুপ্রিয়র সঙ্গে সাক্ষাতের পর নবান্নে ভোটকুশলী প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে যোগ দেন  তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ভবানীপুরের শীতলা মন্দিরে যান তারা। ৭১ নম্বর ওয়ার্ডের এই মন্দির এলাকায় উপস্থিত সকলের সঙ্গেই জনসংযোগ সারেন মমতা।

আরও পড়ুন: অযোগ্য চাকরিপ্রার্থীদের জন্য বিকল্প ব্যবস্থার পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায়ের

প্রসঙ্গত, করোনা সংক্রমণের কথা মাথায় রেখে নির্বাচন কমিশন প্রচার বিধিনিষেধ বেঁধে দিয়েছে। তাই ছোট সভার উপরে ভরসা রেখেই জন সংযোগ বাড়াতে ব্যস্ত তৃণমূল নেত্রী।

আরও পড়ুন: আদিবাসী ভাই-বোনেদের করম পুজোর শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়-এর