সমুদ্র সৈকতে বাঁদরকে চা-বিস্কুট খাওয়াচ্ছেন মুখ্যমন্ত্রী

- আপডেট : ২৭ জুন ২০২৫, শুক্রবার
- / 159
আবদুল ওদুদ, দিঘা: বৃহস্পতিবার রথযাত্রা উপলক্ষ্যে তাঁর এই সমুদ্র শহরে আগমন। বৃহস্পতিবার পূণ্য রথযাত্রার প্রাক্কালে তিনি ব্যস্ত হয়ে পড়েন প্রথমবার দিঘা জগন্নাথধাম মন্দির থেকেই রথযাত্রার সূচনা নিয়ে বিরাট কর্মযজ্ঞের নিখুঁত ব্যবস্থা শেষ মুহূর্তে খতিয়ে দেখতে। শুক্রবার জগন্নাথধাম মন্দির হয়ে রথ যে পথে এগিয়ে চলবে তা হাতে কলমে পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকের পর মাসির বাড়ি ছুঁয়ে চলে যান মেরিন ড্রাইভের দিকেই। সৈকতাবাসে এক সাংবাদিক সম্মেলনের পর তিনি এক ফাঁকেই পড়ন্ত বিকেলে পায়ে হেঁটে মেরিন ড্রাইভে যান। বেশ কিছু সময় অন্য মুডে ছবি ধরা পড়েছে দিঘাতে। বিস্কুট ও জল এসে পৌঁছাল।। যদিও ওই সময়ে নিরাপত্তার খাতিরে কড়া ঘেরাটোপে সাধারণ মানুষের প্রবেশাধিকার না থাকলেও বেষ্টনী টপকে হাজির প্রমাণ সাইজের বাঁদর। সেই বাঁদরকে বিস্কুট এবং চা খাওয়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।