২৪ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
মণিপুরে কুকির দুই গোষ্ঠীর সংঘর্ষ, ৫ বিচ্ছিন্নতাবাদীর মৃত্যু

মোক্তার হোসেন মন্ডল
- আপডেট : ২৩ জুলাই ২০২৫, বুধবার
- / 31
পুবের কলম ওয়েবডেস্ক: মণিপুরে ফের হিংসার উত্তাপ। মঙ্গলবার রাজ্যের নোনি জেলায় কুকি সম্প্রদায়ের দুই গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে গুলির লড়াইয়ে নিহত হয়েছেন ৫ বিচ্ছিন্নতাবাদী। মৃতরা চিন কুকি মিজো আর্মির সদস্য বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। উল্লেখ্য, কুকি ন্যাশনাল আর্মি থেকে বিচ্ছিন্ন হয়ে প্রায় দুই বছর আগে গঠিত হয়েছিল এই সংগঠন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সংঘর্ষের ঘটনাটি ঘটে জেলা সদর নুংবা থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে দেইভেংজাং গ্রামের জঙ্গলে। পুলিশের এক ঊর্ধ্বতন কর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, “এই এলাকা মূল জনপদ থেকে কার্যত বিচ্ছিন্ন। সড়ক যোগাযোগ বা মোবাইল নেটওয়ার্ক না থাকায় সংঘর্ষের খবর দেরিতে পৌঁছায়। খবর পেয়ে নিরাপত্তাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।”
সূত্রের খবর, নিহতদের মধ্যে রয়েছেন অ্যালেক্স, সেইবোই, পংবা, রিঙ্গো এবং র্যাম্বো— যাঁরা সকলে CKMA-র সক্রিয় সদস্য ছিলেন। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।